হুগলির কোন্নগরে নৌকাডুবি, মৃত ২, নিখোঁজ ৫ |
রাত ১ টা নাগাদ হুগলির কোন্নগরে গঙ্গায় ডুবে গেল যাত্রীবোঝাই নৌকা। জানা গেছে, নৌকাটি উত্তর ২৪ পরগনার সুখচর থেকে আসছিল। নৌকাতে মোট ১৯ জন যাত্রী ছিল। এরা সকলেই শকুন্তলা কালীবাড়িতে পুজো দিতে আসছিল। উদ্ধার হওয়া যাত্রীদের কাছ থেকে জানা গেছে, উত্তরপাড়ার বারোমন্দির ঘাটের কাছে নৌকাতে জল ঢুকতে শুরু করলে প্রাণভয়ে অনেকেই গঙ্গায় ঝাঁপ দেন। তাদের আর্তচিত্কারে স্থানীয় মানুষ উদ্ধারকার্যে নামে। মোট ১১ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ হয়েছেন ৬ জন। নিখোঁজদের মধ্যে রয়েছেন মিহির দে, টুসি সর্দার, রুমকি সর্দার, অভিজিত্ মণ্ডল, কাঁকন মণ্ডল। এরা সকলেই খড়দহের বাসিন্দা বলে জানান প্রত্যক্ষদর্শীরা। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে রাত থেকেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ সকালেও তল্লাশি জারি রাখা হয়েছে। এখনও পর্যন্ত ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের নাম পম্পা মণ্ডল ও টুসি সর্দার। নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জোরকদমে শুরু হয়েছে তল্লাশি। নৌকায় কত জন যাত্রী ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে পলাতক নৌকার মাঝির।
|
পাইলটদের ধর্মঘট অব্যাহত, বাতিল এয়ার ইন্ডিয়ার ১৮টি উড়ান |
আজ পঞ্চম দিনে পড়ল এয়ার ইন্ডিয়ার পাইলটদের ধর্মঘট। ফলে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ১৮টি আন্তর্জাতিক উড়ান। এয়ার ইন্ডিয়ার এই চরম সঙ্কটে এগিয়ে এসেছেন অবসরপ্রাপ্ত পাইলটরা। কর্তৃপক্ষ ও পাইলটদের হয়ে মধ্যস্থতাও করতে আগ্রহ প্রকাশ করেছেন তাঁরা। সমস্যার সুরাহায় পাইলটরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরে। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৭১ জন পাইলটকে বরখাস্ত করেছে। ধর্মঘট না তুললে পাইলটদের লাইসেন্স বাতিল করার কথাও বলা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। এদিকে, সোশ্যাল নেটওয়ার্কগুলিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে কুমন্তব্য করার অভিযোগে ২ জন কর্মীকে গতকাল রাতে গ্রেফতার করে মুম্বই পুলিশ। আর এই ঘটনার জেরে গ্রাউন্ড স্টাফরাও ধর্মঘটে নামার হুমকি দিয়েছে। সবমিলিয়ে উভয় পক্ষের অনমনীয় মনোভাবের জন্য পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এর ফলে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।
|
সোমালি জলদস্যুদের হামলা, পণবন্দি ১১ জন ভারতীয় নাবিক |
প্রায় এক বছর পর ফের সোমালি জলদস্যুদের হামলা আরবসাগরে। এম টি স্মিরণি নামে গ্রিসের একটি তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা চালায় তারা। ওমান উপকূলের কাছে আধুনিক অস্ত্রধারী জলদস্যুরা অতর্কিতে হামলা চালিয়ে ছিনতাই করে জাহাজটিকে। জানা গেছে, জাহাজটিতে প্রায় ১০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, যার আর্থিক মূল্য কয়েক কোটি মার্কিন ডলার। ওই জাহাজে ১১ জন ভারতীয় নাবিককে পণবন্দি করা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, জাহাজটিকে নিয়ে দস্যুরা সোমালির পথে এগোচ্ছে। ভারতের বিদেশমন্ত্রকের কাছে খবরটি ইতিমধ্যেই পৌঁছেছে। নাবিকদের উদ্ধারে যথাসম্ভব চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে বিদেশমন্ত্রকের দফতর থেকে।
|
চোর সন্দেহে গণপিটুনি তমলুকে |
চোর সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করল স্থানীয় জনতা। তমলুকের চকদুর্গাদাস গ্রামের ঘটনা। ব্যক্তির নাম রামকৃষ্ণ পুলভি। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বাসিন্দাদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের সঙ্গে হাতাহাতি হয় জনতার। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন ২ পুলিশকর্মী।
|
বালিতে মিষ্টির দোকানে লরির ধাক্কা, মৃত ১ |
আজ ভোরে হুগলির বালির বাদামতলায় নিয়ন্ত্রণ হারিয়ে মিষ্টির দোকানে ধাক্কা মারে একটি লরি। সেই সময় দোকানের ভিতরে ঘুমোচ্ছিলেন কর্মচারীরা। ঘটনাস্থলেই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক কর্মচারীর। তাঁর নাম জগন্নাথ পাত্র। তিনি দোকানের পুরনো কর্মচারী বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। আটক করা হয়েছে লরির চালককে। |