l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
রেলকর্মী সংগঠনের পোস্টারে
‘অসম্পূর্ণ’ মানচিত্র
শুভ্রপ্রকাশ মণ্ডল • আদ্রা
রেলকর্মী সংগঠনের সম্মেলনের প্রচারের জন্য ছাপানো পোস্টারে দেশের ‘অসম্পূর্ণ’ মানচিত্র নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ওই পোস্টারে রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীরও ছবি রয়েছে। বাম মনোভাবাপন্ন বলে পরিচিত অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন (এআইআরএফ)-এর ওই পোস্টারে দেশের মানচিত্র ‘বিকৃত’ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে আদ্রার ডিআরএমের মাধ্যমে তৃণমূল তাদের লিখিত অভিযোগ পেশ করেছে। ডিআরএম অমিতকুমার হালদার জানিয়েছেন, অভিযোগপত্র পেয়েই ওই পোস্টার খুলে ফেলতে বলা হয়েছে। আগামী ১৪-১৬ নভেম্বর চেন্নাইয়ে এআইআরএফের ৮৭তম বার্ষিক সম্মেলন হবে। তারই প্রচারের পোস্টারে রয়েছে ভারতের ‘অসম্পূর্ণ’ মানচিত্র। যেখানে ‘পাক অধিকৃত কাশ্মীর’ বাদ দেওয়া হয়েছে। রেল সূত্রের খবর, শুধু আদ্রা নয়, দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে এই পোস্টার সাঁটানো হয়েছে। মঙ্গলবার আদ্রা শহর তৃণমূলের পক্ষ থেকে মানচিত্র ‘বিকৃত’ করার লিখিত অভিযোগ করা হয়।
বিস্তারিত...
জানুয়ারির গোড়াতেই তিস্তা
ব্যারাজের জল পাবেন কৃষকেরা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
আগামী জানুয়ারির গোড়াতেই বাঁ-হাতি সেচ খালে প্রথম জল ছাড়বেন তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ। বর্তমানে তারই তোড়জোড় চলছে। তাতে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে সেচের জল পাবেন কৃষকেরা। মূলত মালবাজার এবং ময়নাগুড়ি এলাকায় তিস্তার বাঁ হাতি সেচ খাল লাগোয়া জমিগুলি তাতে উপকৃত হবে। মঙ্গলবার শিলিগুড়িতে তিস্তা সেচ প্রকল্প কর্তৃপক্ষ, জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মা, শঙ্কর মালাকার, গোলাম রব্বানিদের নিয়ে সেচ প্রকল্পের অগ্রগতির বিষয়ে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বৈঠক শেষে প্রকল্পের ওই অগ্রগতির কথা জানিয়েছেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “জানুয়ারির প্রথম সপ্তাহেই তিস্তা সেচ প্রকল্পের বাঁ-হাতি খাল খুলে দেওয়া হচ্ছে। ২৫ ডিসেম্বরের মধ্যে সে জন্য প্রয়োজনীয় কাজ শেষ করতে বলা হয়েছে। বাঁ-হাতি খালের অপর একাংশের কাজের জন্য ১৫৭ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে। সব মিলিয়ে আরও প্রায় ২৫-৩০ হাজার হেক্টর জমিতে দ্রুত তিস্তা সেচ প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে।”
বিস্তারিত...
সুশান্ত কোথায়, তোলপাড় আদালত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বিচারক নিজের আসনে এসে বসেছেন। দু’তরফের আইনজীবীরা হাজির। হাজির কলকাতা গোয়েন্দা-পুলিশের তদন্তকারী অফিসারও। সবাই তৈরি। মঙ্গলবার সকালে আলিপুরে সার্ভে বিল্ডিংয়ের বিশেষ আদালত। নির্দিষ্ট মামলা শুরুর সময় হয়ে গিয়েছে। কিন্তু অভিযুক্ত? তিনি কোথায়? অভিযুক্ত যে-সে লোক নন! তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তথা গড়বেতার বর্তমান সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ। আপাতত যাঁর ঠিকানা আলিপুর সেন্ট্রাল জেল। কলকাতা পুলিশের দায়ের করা দুর্নীতি-মামলায় এ দিন আলিপুরের বিশেষ আদালতে তাঁর হাজিরা ছিল। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও সুশান্তবাবু হাজির না-হওয়ায় আদালতে গুঞ্জন শুরু হয়ে যায়। দৃশ্যতই বিব্রত কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার ফোন করেন আলিপুর সেন্ট্রাল জেলে। সেখান থেকে জানানো হয়, সুশান্তবাবুকে যথাসময়ে আদালতে রওনা করিয়ে দেওয়া হয়েছে। শুনে বিভ্রান্তি কয়েক গুণ বেড়ে যায়। তা হলে সুশান্তবাবু এখনও পৌঁছালেন না কেন? কোথায় গেলেন? খোঁজ খোঁজ। চারদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন জায়গায় ফোন যায়।
বিস্তারিত...
জীবন দিয়ে শিশুর প্রাণ
বাঁচালেন নিঃসন্তান মহুয়া
প্রকাশ পাল • রিষড়া
থম হয়ে ছিল রিষড়ার সুভাষনগর নবগ্রামের আচার্যবাড়ি। মাঝেমধ্যে নীরবতা কাটিয়ে শোনা যাচ্ছিল কান্নার রোল। পরিবারের অ্যালবাম হাতে নিয়ে ইন্দ্রাণী আচার্য বললেন, “চোখের সামনে দেখলাম, অয়ন্তিকাকে বাঁচিয়ে আমাদের চিরদিনের মতো ছেড়ে চলে গেল দিদি।” দিদি মহুয়া আচার্য নিঃসন্তান ছিলেন। দেওরের দুই মেয়েকে নিজের সন্তানের মতোই ভালবাসতেন। ইন্দ্রাণী তাঁর জা। তিনি বললেন, “সেই ভালবাসার যে এই পরিণতি হবে, ভাবিনি। আমার মেয়ে ও শাশুড়িকে বাঁচিয়ে দিদি নিজেই চলে গেল।” ভালবাসার টানেই বোধহয় চরম বিপদের মুহূর্তেও নিজের কর্তব্য স্থির করে ফেলেছিলেন মহুয়া। একে একে রেল লাইন থেকে তিনি ঠেলে সরিয়ে দিয়েছিলেন দেওরের নাবালিকা মেয়ে এবং শাশুড়িকে। কিন্তু নিজেকে সরাতে পারেননি। সোমবার রাতে রিষড়া স্টেশনে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়া মহুয়াদেবীকে স্থানীয় সেবাসদন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আরও এক শিশু এবং তার পিসেমশাই মারা যান ওই ঘটনায়। গুরুতর জখম হয় শিশুটির ভাই।
বিস্তারিত...
তীব্র কাজিয়া জেলা পরিষদ ও তৃণমূলের
অপূর্ব চট্টোপাধ্যায় • রামপুরহাট
এত দিন রাস্তার উপরে অস্থায়ী ঘরে ‘বেআইনি’ ভাবে টোল আদায় হচ্ছিল। অন্তত জেলা প্রশাসনের সেটাই দাবি। সেই টোল বুথটি মঙ্গলবার বিকেলে ভেঙে দিল প্রশাসন। ঘটনাটি তারাপীঠের। এই ঘটনাকে ঘিরে বামফ্রন্ট পরিচালিত বীরভূম জেলা পরিষদ এবং প্রশাসনের মধ্যে কাজিয়া শুরু হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি, সিপিএমের অন্নপূর্ণা মুখোপাধ্যায় গোটা ঘটনার জন্য রামপুরহাটের তৃণমূল বিধায়ক এবং রাজ্যের পর্যটন মন্ত্রীকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, তৃণমূলের ‘চাপে পড়েই’ প্রশাসন ওই টোল বুথ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এই প্রশ্নও উঠেছে, অনেক বছর ধরেই প্রশাসনের নাকের ডগায় ওই রাস্তার উপরে টোল আদায় হচ্ছে। এত দিন তা হলে প্রশাসন কী করছিল? প্রশাসনিক কর্তারা অবশ্য সভাধিপতির অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্বও। টোল বুথ রামপুরহাট-সাঁইথিয়া পাকা সড়কের উপরে তারাপীঠ ঢোকার আগে রামপুরহাট থানার কবিচন্দ্রপুর মোড় সংলগ্ন এলাকায় রাস্তার উপরে ওই টোল বুথটি ছিল। জেলা পরিষদই নলহাটির একটি এজেন্সিকে টোল আদায় করার অনুমতি দিয়েছিল।
বিস্তারিত...
মালিকেরা বাস, অটো তুলে
নেওয়ায় চরম দুর্ভোগ মানুষের
নিজস্ব সংবাদদাতা •
বনগা
দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন তাঁরা। কিন্তু প্রশাসন তাঁদের আবেদনে কর্ণপাতই করেনি বলে অভিযোগ। তাই বেআইনি ডিজেল অটোর দৌরাত্ম্যের প্রতিবাদে মঙ্গলবার বনগাঁ-বাগদা সড়কে বাস ও অটো চলাচল বন্ধ করে দিলেন মালিক ও শ্রমিকেরা। মঙ্গলবার সকালে এই ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়েন অফিস যাত্রী থেকে সকলেই। নাকাল হন ওই রাস্তায় যাতায়াতকারী কয়েক হাজার মানুষ। বনগাঁর মহকুমাশাসক সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, “ডিজেল চালিত অটো বেআইনি। সমস্যা মেটাতে শীঘ্রই বৈঠক ডাকা হবে।” উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার বাগদা ব্লকের মানুষের বনগাঁ শহরে আসার বা বনগাঁ থেকে বাগদা যাওয়ার একমাত্র উপায় এই সড়ক। বাস ও অটো ছাড়া কোনও বিকল্প যানবাহন ব্যবস্থা নেই। এ দিন সে সবই বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন অটো এবং বাসস্ট্যান্ডে বহু মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কাজে বের হয়ে যানবাহন না পেয়ে বহু মানুষকে ফের বাড়ি ফিরে যেতে হয়েছে। অনেকে অবশ্য মাট্যাডর, ট্রাকে করে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। সে জন্য অবশ্য তাঁদের অনেক বেশি ভাড়া গুনতে হয়েছে।
এ দিন বাস-অটো বন্ধের ব্যাপারে বাস এবং অটো সংগঠনের দাবি, বনগাঁ-বাগদা সড়কে বৈধ অটো (এলপিজি) চলে প্রায় ২৫০টি। কিন্তু বেআইনি অটো (ডিজেল চালিত) চলে ৩০০-রও বেশি।
আর ওই সড়কে বিভিন্ন রুটে চলাচলকারী বাসের সংখ্যা প্রায় ১০০টি। কিন্তু দিনের পর দিন বেআইনি অটোর সংখ্যা বেড়ে যাওয়ায় বাস ও বৈধ অটোর মালিকদের রুজিরুটি বন্ধ হওয়ার জোগাড়।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
দাবি আদায়ে শান্ত
প্রতিবাদ ৫ জেলায়
স্কুল হস্টেলেও র্যাগিং
সাসপেন্ড দুই ছাত্র
দক্ষিণবঙ্গ
খড়দহে খুন কাশ্মীরি প্রৌঢ়, শ্যালক-সহ ধৃত দুই
জমি অনেকে ফেলে রাখে, বৈষম্য সিঙ্গুরে, যুক্তি টাটার
বর্ধমান
এসটিকেকে রোডে
নাকাল যাত্রীরা
বেহালই পড়ে
হ্যানিম্যান সরণি
পুরুলিয়া
সিপিএম-তৃণমূল সংঘর্ষে
জখম ১৫, গ্রেফতার ৫
ভাস্কর্যের রূপান্তর করেন রিকশাচালক মোক্তার
মুর্শিদাবাদ
রাত পোহালেই রাসের অপেক্ষায় নবদ্বীপ
তৃণমূল সমর্থক খুনে ধৃত সিপিএমের প্রাক্তন প্রধান
মেদিনীপুর
জামিন নন্দীগ্রামের সেই
তিন সিপিএম সমর্থকের
সিপিএম-তৃণমূল
সংঘর্ষ, জখম ১২
কলকাতা
৩০.৬/২০.৮
আজকের দিনে
•
১৯৪৮:
প্রাক্তন ব্রাজিলীয়
ফুটবল ম্যানেজার লুই
ফিলিপ স্কোলারির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
ইংকা সভ্যতার ‘মাচু পিচু’ বিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার! পাশাপাশি উগান্ডার রাজধানী থেকে অল্প দূরের পাঙ্গা অভয়ারণ্যে মানুষখেকো ‘পিঁপড়ে’ আর মার্কিন মুলুকের গিঙ্গো পেট্রিফায়েড ফরেস্টে রয়েছে ‘র্যাটল স্নেক’-এর হাতছানি। ঐতিহাসিক থেকে প্রাগৈতিহাসিক এমনই সব জায়গার কথ্যচিত্রের পাশাপাশি ছবিতে শোনানো হল ‘মেইন’-এর গল্প।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.