দাবি আদায়ে শান্ত প্রতিবাদ ৫ জেলায়
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং নানা দাবি-দাওয়া আদায়ের জন্য বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির আইন অমান্য আন্দোলনের জেরে মঙ্গলবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে মালদহ। তবে উত্তরবঙ্গের অন্য ৫ জেলায় মোটামুটি শান্তিপূর্ণ ভাবে ওই আন্দোলন হয়েছে। মালদহে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে জেলাশাসকের কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। তাতে আন্দোলনকারীদের কয়েকজনের মাথা ফেটে গিয়েছে বলে বামেদের দাবি। কয়েকজন পুলিশকর্মীরও আঘাত লেগেছে বলে প্রশাসন জানিয়েছে। ওই ঘটনায় ৬ জন মহিলা সহ ৩০ জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। অন্য ৫ জেলায় আন্দোলনকারীদের গ্রেফতার করা হলেও সঙ্গে সঙ্গেই জামিনে মুক্তি দেওয়া হয়। শিলিগুড়িতে গোলমালের আশঙ্কায় কড়া নিরাপত্তার বেড়াজাল তৈরি করে পুলিশ। কমব্যাট ফোর্স, জল কামান থেকে শুরু করে কয়েকশো পুলিশ কর্মীতে ছয়লাপ হয়ে যায় শিলিগুড়ির মহকুমাশাসকের অফিস চত্বর। তিনটি ব্যারিকেড তৈরি করে পুলিশ। তবে বামপন্থীরা একটি ব্যারিকেড ভাঙার পরে আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করলে শিলিগুড়ি থানার আইসি সহ সব অফিসাররা তাঁদের বাধা দেন। বয়স্ক বাম নেতাদের বুঝিয়ে তাঁরা দূরে সরিয়ে দেন।
এক প্রবীণ নেতার বুকে পেস মেকার বসানোর বিষয়টি মাথায় রেখে তাঁকে নিরাপদে নিয়ে যান পুলিশ অফিসাররা। তার পরে কিছুক্ষণ ধস্তাধস্তির পরে আন্দোলনকারীরা গ্রেফতার বরণ করেন। প্রশাসনিক ম্যাজিস্ট্রেট গৌতম ঘোষ আন্দোলনকারীদের সবাইকে গ্রেফতার করে জামিনে ছেড়ে দেওয়া কথা বলতেই আইন অমান্য কমর্সূচি শেষ করার কথা ঘোষণা করেন বাম নেতারা। এদিন বেলা সাড়ে ১২টার সময় দেওয়া হলেও আদালত চত্বরে আইন অমান্য হয় বেলা দেড়টা নাগাদ। সিপিএম, সিপিআই, আরএসপি শ্রমিক সংগঠনের জেলার নেতারা কর্মসূচিতে অংশ নেন। শহরের বাঘাযতীন পার্কে জমায়েত করেন বাম নেতারা। সেখানে সিপিএম নেতা তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য, প্রাক্তন সভাধিপতি অনিল সাহা’রা উপস্থিত থেকে বক্তব্য রাখলেও আইন অমান্য কর্মসূচিতে তাঁরা অংশ নেন। সিপিএমের সাংসদ সমন পাঠক, সিটুর জেলা সম্পাদক অজিত সরকার, সিপিআই-র জেলা সম্পাদক উজ্জ্বল চৌধুরী এবং আরএসপি জেলা সম্পাদক বিনয় চক্রবর্তী’র নেতৃত্বে শ’পাচেক কর্মী কর্মসূচিতে অংশ নেন। বালুরঘাটেও আইন অমান্য কর্মসূচিকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিন বিকাল ৩টা নাগাদ বিক্ষোভ মিছিল বালুরঘাট শহর পরিক্রমা করে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের দফতরের সামনে জমায়েত হয়।
সেখানে এক সভায় আরএসপি নেতা তথা কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী মূল্যবৃদ্ধি, কৃষিপণ্যে দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস, সাংসদ প্রশান্ত মজুমদার। বিকাল সাড়ে চারটে নাগাদ কয়েকশো বামপন্থী কর্মীদের গ্রেফতারের পর সঙ্গে সঙ্গে জামিনে মুক্তি দেওয়া হয়। উত্তর দিনাজপুরেও আইন অমান্য কর্মসূচি হয়েছে। কর্ণজোড়ায় জেলাশাসকের দফতরের সামনে বামফ্রন্টের শ্রমিক সংগঠনগুলির কর্মী, সমর্থকেরা এতে অংশ নেন। পুলিশের সঙ্গে বচসা এবং সামান্য ধস্তাধস্তি ছাড়া কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আন্দোলনকারীদের গ্রেফতারের পর ব্যক্তিগত জামিনে সকলে ছাড়া হয়েছে। কেন্দ্রীয় দাবিদাওয়া ছাড়াও বেহাল ৩৪ নম্বর জাতীয় সড়ক, স্বাস্থ্য দফতরের কর্মীদের বকেয়া-সহ জেলার দাবিদাওয়ার বিষয়টি জেলাশাসককে জানিয়েছেন বাম নেতারা। এদিন দুপুরে জলপাইগুড়ি জেলা শাসকের দফতরের সামনে ১৪৪ ধারা ভেঙে শ্রমিক সংগঠনগুলির মিছিল ঢুকতে গেলে পুলিশের থেকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। জেলা শাসকের দফতরের সামনেই বাধা পেয়ে মিছিলকারীরা রাস্তায় বসে পড়ে।
জেলা বামফ্রন্টের আহ্বায়ক মানিক সান্যাল, সিটু নেতা জিয়াউর আলম, চা শ্রমিক নেতা চিত্ত দে, সিপিএম নেতা সলিল আচার্য, আরএসপি নেতা মনোহর তিরকে, ফব শ্রমিক নেতা তথা রাষ্ট্রীয় চা মজদুর কংগ্রেসের কার্যকরী সম্পাদক প্রবাল রাহা সহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কোচবিহারেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের সাঘরদিঘি লাগোয়া জেলাশাসকের দফতরের সামনে প্রথমে বিক্ষোভ, পরে আইন অমান্য হয়। সিপিএমের রাজ্যসভার সাংসদ তারিণী রায়, প্রাক্তন বিধায়ক দীপক সরকারের নেতৃত্বে শ্রমিক সংগঠনের কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বামেদের আইন অমান্য। বালুরঘাট, মালদহ ও রায়গঞ্জে মঙ্গলবার ছবিগুলি তুলেছেন
অমিত মোহান্ত, মনোজ মুখোপাধ্যায় এবং তরুণ দেবনাথ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.