নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ঘটনাস্থলে দাঁড়িয়ে মদনবাবুর অভিযোগ, “এলাকায় ক্রমাগত তাণ্ডব চালাচ্ছে সিপিএম। ওদের আশ্রিত দুষ্কৃতীরাই দেবব্রতকে খুন করেছে।” প্রাক্তন পুলিশ কর্তা বর্তমানে মন্ত্রী রচপাল সিংহ জানান, তিনি এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলবেন। তাঁর দাবি, “তিন দিনের মধ্যে মূল অভিযুক্তদের গ্রেফতার করা না হলে সিআইডি-কে দিয়ে তদন্ত করানোর কথা ভাবতে হবে।”
ওই যুবকের বাবা নির্মল ভদ্র বলেন, “ওই দিন জমি নিয়ে শরিকি একটা ঝামেলা হয়েছিল। তা নিয়েই আমরা আলোচনায় বসেছিলাম। সেখান থেকে আমরা দু’জন এক সঙ্গে ফিরি। তার পরে দেবব্রত বাড়ি থেকে বেরিয়েছিল। আর ফিরল না।”
তাহলে কী এই খুনের পিছনে জমি সংক্রান্ত কোনও বিবাদ রয়েছে? স্পষ্ট উত্তর মেলেনি। সদ্য রান্নার গ্যাসের সাব-ডিলারশিপ নিয়ে ছিলেন ওই যুবক। তা নিয়েও কোনও ব্যবসায়িক বিবাদের প্রশ্ন উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
সিপিএমের চাকদহ জোনাল কমিটির সম্পাদক অমল ভৌমিক অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এই খুনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। শুনেছি ছেলেটি গ্যাসের ব্যবসা করত। সম্ভবত ব্যবসা সংক্রান্ত বিষয়েই এই খুন হয়েছে। আমরাও এই ব্যাপারে তদন্তের দাবি জানাচ্ছি।” |