সমবেদনা জানাতে তিন মন্ত্রী
তৃণমূল সমর্থক খুনে ধৃত সিপিএমের প্রাক্তন প্রধান
দিয়ার চাকদহের জগন্নাশপুরে সোমবার রাতে তৃণমূল সমর্থক দেবব্রত ভদ্র খুনের ঘটনায় স্থানীয় দুবড়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সিপিএমের নারায়ণ দে সরকার-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “এফআইআর-এ অভিযুক্ত তিন জনকে ছাড়াও ওই ঘটনায় যুক্ত সন্দেহে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।”
বছর তিরিশের দেবব্রতবাবুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। মঙ্গলবার তাঁর শোকতপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী মদন মিত্র, পর্যটন মন্ত্রী রচপাল সিংহ। ছিলেন জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও।
নির্মলবাবুর কাছ থেকে ঘটনা শুনেছেন মদন মিত্র। নিজস্ব চিত্র।
ঘটনাস্থলে দাঁড়িয়ে মদনবাবুর অভিযোগ, “এলাকায় ক্রমাগত তাণ্ডব চালাচ্ছে সিপিএম। ওদের আশ্রিত দুষ্কৃতীরাই দেবব্রতকে খুন করেছে।” প্রাক্তন পুলিশ কর্তা বর্তমানে মন্ত্রী রচপাল সিংহ জানান, তিনি এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলবেন। তাঁর দাবি, “তিন দিনের মধ্যে মূল অভিযুক্তদের গ্রেফতার করা না হলে সিআইডি-কে দিয়ে তদন্ত করানোর কথা ভাবতে হবে।”
ওই যুবকের বাবা নির্মল ভদ্র বলেন, “ওই দিন জমি নিয়ে শরিকি একটা ঝামেলা হয়েছিল। তা নিয়েই আমরা আলোচনায় বসেছিলাম। সেখান থেকে আমরা দু’জন এক সঙ্গে ফিরি। তার পরে দেবব্রত বাড়ি থেকে বেরিয়েছিল। আর ফিরল না।”
তাহলে কী এই খুনের পিছনে জমি সংক্রান্ত কোনও বিবাদ রয়েছে? স্পষ্ট উত্তর মেলেনি। সদ্য রান্নার গ্যাসের সাব-ডিলারশিপ নিয়ে ছিলেন ওই যুবক। তা নিয়েও কোনও ব্যবসায়িক বিবাদের প্রশ্ন উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
সিপিএমের চাকদহ জোনাল কমিটির সম্পাদক অমল ভৌমিক অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এই খুনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। শুনেছি ছেলেটি গ্যাসের ব্যবসা করত। সম্ভবত ব্যবসা সংক্রান্ত বিষয়েই এই খুন হয়েছে। আমরাও এই ব্যাপারে তদন্তের দাবি জানাচ্ছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.