l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
ইছামতীতে বিসর্জনে গিয়ে মৃত ২
নিজস্ব সংবাদদাতা • হাসনাবাদ
দশমীতে উত্তর ২৪ পরগনার টাকির ইছামতীতে বিসর্জন দেখতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। নৌকা উল্টে নিখোঁজ এক গবেষক। মৃতদের নাম মানস হালদার (১৯) ও পরিতোষ মুন্ডা (২৫)। প্রথম জনের বাড়ি বাদুড়িয়ার উত্তর চাতরা গ্রামে। দ্বিতীয় জন গাইঘাটার বাসিন্দা। সুজয় দাস নামে বছর তিরিশের নিখোঁজ ওই গবেষক কলকাতার টালিগঞ্জ এলাকায় থাকেন। যাদবপুরে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি’-তে গবেষণা করেন। তাঁর আদি বাড়ি বহরমপুরে। প্রতি বছরই দশমীতে টাকির ইছামতীতে এ পার বাংলা-ও পার বাংলার প্রতিমা বিসর্জন দেখতে ভিড় উপচে পড়ে। এ বারও অন্যথা হয়নি। সকাল থেকেই নদীর দু’পাড় জুড়ে ছিলেন অগুন্তি মানুষ। প্রচুর মানুষ নৌকাতেও চড়েন। একটা সময় বিশঙ্খলা দেখা দেয়। পুলিশ-বিএসএফের ‘গা-ছাড়া’ মনোভাবের সুযোগ নিয়ে অবাধে চুরি-ছিনতাই, লুঠপাট ও শ্লীলতাহানির মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানস টাকিতে মামারবাড়ি এসেছিলেন। বৃহস্পতিবার সকালে বন্ধুদের সঙ্গে নৌকায় ওঠেন বিসর্জন দেখতে।
বিস্তারিত...
পুরনো মামলায় ধৃত প্রাক্তন বিধায়ক
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
খুনের চেষ্টা, ছিনতাই-সহ কয়েকটি অভিযোগে পুরনো একটি মামলায় অভিযুক্ত আরামবাগের প্রাক্তন সিপিএম বিধায়ক বিনয় দত্তকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় কালীপুরে বাড়ি থেকেই গ্রেফতার করা হয় বিনয়বাবুকে। শুক্রবার তাঁকে আরামবাগ মহকুমা আদালতের এসিজেএম কোর্টে হাজির করানো হয়। জামিনের আবেদন নাকচ করে বিচারক তাঁকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। এ দিন আদালত চত্বরে বিনয়বাবু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তাঁর পাল্টা অভিযোগ, তৃণমূল পরিকল্পনা করে মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসিয়েছে। বিনয়বাবুকে গ্রেফতারের প্রতিবাদে এ দিন আরামবাগ শহরে ধিক্কার-মিছিল করে সিপিএম। বিনয়বাবুর শাস্তির দাবিতে পাল্টা মিছিল করে তৃণমূলও। তৃণমূলের ‘সন্ত্রাস’-এর প্রতিবাদে ২০ সেপ্টেম্বর রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র আরামবাগে মহকুমাশাসকের দফতরের সামনে গণঅবস্থান কর্মসূচি নেন। মহকুমাশাসককে স্মারকলিপিও দেওয়া হয়। ওই দিনই সূর্যবাবুর কর্মসূচিতে যোগদান করতে আসছিলেন কিছু সিপিএম কর্মী-সমর্থক। বাইশ মাইল বাজারে তাঁদের সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। দু’পক্ষের চার জন আহত হন।
বিস্তারিত...
মন্ত্রীর জন্য ভাড়া নেওয়া
গাড়ির ধাক্কায় জখম দম্পতি
নিজস্ব সংবাদদাতা • মালদহ
গাড়িতে মন্ত্রী নেই। অভিযোগ, তা সত্ত্বেও জ্বলছিল লালবাতি। গাড়িতে ছিল ‘অপরিচিত’ কিছু লোকও। বৃহস্পতিবার, দশমীর রাতে মালদহের ইংরেজবাজার থানার দুর্গাবাড়ি মোড়ের কাছে মন্ত্রী সাবিত্রী মিত্রের জন্য প্রশাসনের ভাড়া নেওয়া ওই গাড়ির ধাক্কায় এক দম্পতি জখম হওয়ার পরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুর্ঘটনার পরে চালক গাড়ি নিয়ে পালানোর সময়ে জনতা তাতে ঢিল মেরে ভাঙচুর করে বলেও অভিযোগ। পুলিশ অবশ্য শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। ঘটনার নিন্দা করেছেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী সাবিত্রীদেবী। তাঁর কথায়, “যা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক। সে সময়ে গাড়ি কে চালাচ্ছিল, জানি না। তবে যে চালক ওই দম্পতিকে ধাক্কা মেরেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি জেলাশাসককে।” শুক্রবার রাতে মালদহ সদর হাসপাতালে আহত দম্পতিকে দেখতে যান তিনি। জেলাশাসক শ্রীমতি অর্চনা বলেন, “পুলিশ সুপারের কাছে দুর্ঘটনা সম্পর্কে রিপোর্ট চেয়েছি।” যদিও দুর্ঘটনার পরে পুলিশের ‘ভূমিকা’ নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীর একাংশ। তাঁদের বক্তব্য, মন্ত্রী গাড়িতে না থাকলেও লালবাতি জ্বালানো এবং দম্পতিকে ধাক্কা দিয়ে জখম করার মতো ‘অপরাধ’ করা সত্ত্বেও কেন ওই গাড়ির চালককে গ্রেফতার করেনি পুলিশ?
বিস্তারিত...
দুষ্কৃতীদের লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • কালিয়াচক
মাদ্রাসার হস্টেল থেকে বেরিয়েছিল বন্ধুর জন্য ওষুধ আনতে। ফেরার পথে দু’দল সমাজবিরোধীর লড়াইয়ের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেল পঞ্চম শ্রেণির এক ছাত্র। বৃহস্পতিবার, দশমীর সন্ধ্যায় ওই দুষ্কৃতী-সংঘর্ষে তেতে ওঠে মালদহের কালিয়াচক থানার বাখরপুর। সংঘর্ষের জেরে প্রায় এক ঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল। পুলিশ জানায়, নিহত ছাত্রের নাম মাসুদ শেখ (১২)। বাখরপুরে বাড়ি হলেও মাসুদ স্থানীয় সুফিয়া কাঞ্জুলুলুম খারিজি মাদ্রাসার হস্টেলে থাকত। দুষ্কৃতীদের বোমা, গুলির আঘাতে এক মহিলা-সহ ৫ জন জখম হন। আনিকুল শেখ নামে এক সমাজবিরোধীও জখম হয়ে মালদহ সদর হাসপাতালে ভর্তি। জেলার পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “এলাকা দখলকে কেন্দ্র করে দুই সমাজবিরোধী গোষ্ঠীর সংঘর্ষে নিরপরাধ ওই ছাত্রের মৃত্যু হয়েছে। ছাত্রটিকে খুনের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে তল্লাশি চলছে। ফের যাতে সমাজবিরোধীরা হামলা চালাতে না পারে, সে জন্য ওই এলাকায় পুলিশ-পিকেট বসানো হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুষ্কৃতী দলের এক পাণ্ডাকে বাখরপুর এলাকায় দেখতে পেয়ে প্রাণে মারার জন্য এলোপাথাড়ি বোমা, গুলি ছুড়তে থাকে তার বিপক্ষ গোষ্ঠীর লোকেরা।
বিস্তারিত...
লক্ষ্মণের বিতর্কিত মেডিক্যাল
কলেজ পরিদর্শনে এমসিআই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
হলদিয়ায় সিপিএম নেতা লক্ষ্মণ শেঠের সংস্থা পরিচালিত বেসরকারি মেডিক্যাল কলেজের পরিকাঠামো পরিদর্শনে ফের এলেন মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার (এমসিআই) প্রতিনিধিরা। শুক্রবার এমসিআই প্রতিনিধিদের সঙ্গেই ছিলেন ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার (ডিসিআই) প্রতিনিধিও। ডেন্টাল কলেজের পরিকাঠামোই মেডিক্যাল কলেজের বলে দেখানোর চেষ্টার অভিযোগ উঠেছিল। সে কারণেই এ দিনের যৌথ পরিদর্শন বলে এমসিআই সূত্রের খবর। এর আগে এক দফা পরিদর্শনের পরেই এমসিআই মেডিক্যালে ছাত্র-ভর্তির অনমুতি দিয়েছিল। কিন্তু রাজ্য সরকারের তরফে কলেজটির পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলা হয়। পরিকাঠামো ছাড়াই মোটা টাকার বিনিময়ে ছাত্র-ভর্তি করে লক্ষ্মণবাবুরা স্বাস্থ্য-শিক্ষা নিয়ে ব্যবসা করেছেন বলে শাসকদল তৃণমূলের স্থানীয় নেতৃত্বও অভিযোগ তোলেন। তাঁরা কলেজ চত্বরে লাগাতার আন্দোলনও করছেন। ইতিমধ্যে পরিকাঠামোর প্রশ্নে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিম কোর্ট ফের ওই কলেজের পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশ দেয়। এ দিনের পরিদর্শক-দলের এক সদস্য জানান, আগের বারের সঙ্গে এ বারে কিছু ব্যাপার মিলছে না।
বিস্তারিত...
একাদশীতে ‘লাঠির মেলা’য় মানুষের ঢল
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর
জনশ্রুতি অনুযায়ী, ইংরেজদের শাসনকালে তাদের বিরুদ্ধে প্রতিরোধের একমাত্র হাতিয়ার ছিল লাঠি। তাই প্রচুর লাঠির জোগান দিতে কোনও এক সময় বসেছিল ‘লাঠির মেলা’। জনশ্রুতির কতটা সত্যি, তা অবশ্য যাচাই করার উপায় নেই। কিন্তু শতাব্দী প্রাচীন সেই মেলা আজও বসে। এবং সেই মেলাকে ঘিরে ফি বছর সরগরম হয়ে ওঠে দুবরাজপুরের কৃষ্ণনগর এলাকা। এই মেলাকে ঘিরে স্থানীয় মানুষের আকর্ষণ এতটুকু কমেনি, বরং বেড়েছে। একাদশীর দিন বসে এই মেলা। স্থানীয় মাত্র ৭-৮ ঘণ্টা। কিন্তু মেলায় লোক সমাগম ও এলাকার বাসিন্দাদের ভাবাবেগের কথা মাথায় রেখে বেশ কয়েক বছর আগেই ওই মেলার নিয়ন্ত্রণ হাতে নেয় স্থানীয় যশপুর পঞ্চায়েত। মেলা বসার উপলক্ষ, এলাকার দুর্গা প্রতিমাগুলির বিসর্জনের দিন উপস্থিত লোকজনের কাছে লাঠি বিক্রি। যশপুর পঞ্চায়েত সূত্রে জানা যাচ্ছে, কৃষ্ণনগর গ্রামে যেখানে এই মেলা বসে, সেখানে আশপাশের চার-পাঁচটি গ্রামের সমস্ত দুর্গা প্রতিমাকে নিয়ে আসা হয়। এবং শোভাযাত্রা-সহ ঘোরানো হয়। স্থানীয় যশপুর, পছিয়াড়া, লোহগ্রাম, কান্তরী, ঘোড়াতড়ি গ্রামের ১০-১২টি প্রতিমা দেখতে মেলায় ভিড় উপচে পড়ে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বিসর্জন পর্ব জমকালো
বাজি, নৌকা-বাইচে
ময়নাগুড়িতে বাস ডিপো
তুলছে না এনবিএসটিসি
দক্ষিণবঙ্গ
টাকিতে বিসর্জনে
বিশৃঙ্খলা নিয়ে অভিযুক্ত
পুলিশ এবং বিএসএফ
খালে বধূর দেহ,
জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ
বাধল খানাকুলের গ্রামে
বর্ধমান
বিজয়া পেরিয়ে দীপাবলির
অপেক্ষায় কদমা
পুরুলিয়া
বারিকুলে গলা কেটে
খুন চাষিকে
মুর্শিদাবাদ
মাথাভাঙায় মিষ্টি
ভাসিয়ে বিজয়া
বিধি মেনেই নিরঞ্জন
মেদিনীপুর
এ বার যুব তৃণমূলেও
‘পরিবর্তন’ পশ্চিমে
দুই শহরে নিরঞ্জন
কড়া নিরাপত্তায়
কলকাতা
৩৫.০ /২৭.০
আজকের দিনে
• ১৯২০:
মার্কিন লেখক
ফ্রাঙ্ক হারবার্টের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
কলকাতার কথকতা নিয়ে শুরু হল
শুধুমাত্র আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে
মা দুর্গা আসছেন। কোটি কোটি দেবতা থাকতেও আবার কেন আর এক দেবীর সৃষ্টি হল? মহিষাসুর ভদ্রলোকটি-ই বা কেমন! জেন নেক্সট-সহ ছোটদের শোনানো হল
‘মা দুগ্গার গল্প’
। সঙ্গে দ্বিতীয় দফায়
‘শারদীয়ার বনেদিয়ানা’
ও
‘বিদেশে বন্দনা’
। সেই সঙ্গে ফিজিতে আয়োজিত একটি দুর্গাপুজোর বিস্তারিত বয়ান।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.