উত্তরবঙ্গ |
দুষ্কৃতীদের লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু ছাত্রের |
|
নিজস্ব সংবাদদাতা, কালিয়াচক: মাদ্রাসার হস্টেল থেকে বেরিয়েছিল বন্ধুর জন্য ওষুধ আনতে। ফেরার পথে দু’দল সমাজবিরোধীর লড়াইয়ের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেল পঞ্চম শ্রেণির এক ছাত্র। বৃহস্পতিবার, দশমীর সন্ধ্যায় ওই দুষ্কৃতী-সংঘর্ষে তেতে ওঠে মালদহের কালিয়াচক থানার বাখরপুর। সংঘর্ষের জেরে প্রায় এক ঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল। |
|
নিজস্ব সংবাদদাতা, মালদহ: গাড়িতে মন্ত্রী নেই। অভিযোগ, তা সত্ত্বেও জ্বলছিল লালবাতি। গাড়িতে ছিল ‘অপরিচিত’ কিছু লোকও। বৃহস্পতিবার, দশমীর রাতে মালদহের ইংরেজবাজার থানার দুর্গাবাড়ি মোড়ের কাছে মন্ত্রী সাবিত্রী মিত্রের জন্য প্রশাসনের ভাড়া নেওয়া ওই গাড়ির ধাক্কায় এক দম্পতি জখম হওয়ার পরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুর্ঘটনার পরে চালক গাড়ি নিয়ে পালানোর সময়ে জনতা তাতে ঢিল মেরে ভাঙচুর করে বলেও অভিযোগ। পুলিশ অবশ্য শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। |
মন্ত্রীর জন্য ভাড়া নেওয়া
গাড়ির ধাক্কায় জখম দম্পতি |
|
বিসর্জন পর্ব জমকালো
বাজি, নৌকা-বাইচে |
|
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
ময়নাগুড়িতে বাস
ডিপো তুলছে না
এনবিএসটিসি |
নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়ি: পরিষেবা বহাল রাখতে ময়নাগুড়ি বাস ডিপো তুলে দেওয়ার কথা এই মূহুর্তে ভাবছেন না উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম কর্তৃপক্ষ। যদিও তাঁরা সাফ জানিয়েছেন কয়েক মাসের মধ্যে লোকসান নিয়ন্ত্রণে না-এলে ডিপোর কর্মী ও বাসের সংখ্যা কমানো হবে। নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আমরা কোনও ডিপো তুলতে চাই না। ময়নাগুড়ি ডিপো থাকবে। ওই ডিপোকে লাভজনক করার চেষ্টা চলছে। |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: বিসর্জনের ঘাটে যেতে রাস্তায় তখন জনস্রোত! তার মধ্যেই রাস্তার ধারে বছর দেড়েক বয়সের একটি শিশুকে তারস্বরে কাঁদতে দেখে থমকে যান শিলিগুড়ির চন্দপার্কের বাসিন্দা দম্পতি গোবিন্দ দত্ত এবং ইন্দ্রাণী দেবী। শিশুটির বাবা, মা কাছে নেই দেখে বুঝতে পারেন শিশুটি হারিয়ে গিয়েছে। উপায় কী? পথ চলতি লোকেরা এক ঝলক সে দিকে তাকিয়ে ফের নিজের মত চলে যাচ্ছেন। |
দম্পতির চেষ্টায় মায়ের
কোলে ফিরল শিশু |
|
টুকরো খবর |
|
আবার এসো মা... |
|
|