টুকরো খবর
মালবাজারে মহিলার মৃত্যু, দাবি তদন্তের
আমবাড়ি এলাকায় জঙ্গলের মধ্যে থেকে যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়, পুলিশ জানতে পেরেছে তিনি ক্রান্তিফাঁড়ির নগরডাঙার বাসিন্দা আইসিডিএস কর্মী শিপু দাস(২৮)। পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যা নাগাদ আমবাড়ি ফাঁড়ির মান্তাদাড়ির বাতাসিভিটা জঙ্গলের ভিতরে অচৈতন্য অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল। পরে জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। পরে বাড়ির লোকেরা হাসপাতালে গিয়ে মৃতদেহ সনাক্ত করেছে। বৃহস্পতিবার এলাকার বাসিন্দারা মহিলাকে খুনের ঘটনার দ্রুত কিনারা করে অভিযুক্তদের শাস্তির দাবিতে ক্রান্তিফাঁড়িতে স্মারকলিপি দেন। মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার জানান, ভক্তিনগর থানার পুলিশ খুনের ঘটনার তদন্ত শুরু করেছে। গত ১ অক্টোবর শ্বশুরবাড়ি চোপড়া থানার মানগছ যাওয়ার উদ্দেশ্যে তিনি একাই রওনা হন। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। জঙ্গল লাগোয়া এলাকার দুই আদিবাসী বাসিন্দা গরু খুঁজতে গিয়ে ওই মহিলাকে জঙ্গলে পড়ে থাকতে দেখেন। তাঁরাই পুলিশে খবর দেয়। তাঁদের বয়ানের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, জঙ্গলের যে স্থান থেকে মহিলাকে উদ্ধার করা হয়েছে, গরুর খোঁজে যাওয়া বাসিন্দারা তার কাছাকাছি একটি ছোট গাড়ি দেখতে পান। গাড়ির ভিতরে এক পুরুষ ও এক মহিলাকেও বসে থাকতে দেখা গিয়েছে বলে তারা পুলিশকে জানিয়েছেন। পুলিশের অনুমান, বাইরে থেকে জঙ্গলে এনে মহিলাকে ফেলে দেওয়া হয়েছে।

মঙ্গলবাড়িতে ধৃত তিন দুষ্কৃতী
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল দাবি করে ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে জয়গাঁ থানার মঙ্গলবাড়ি এলাকা থেকে তাদের ধরা হয়। ধৃতরা শিলিগুড়িতে সোনার দোকানে ডাকাতির ঘটনার মূল পাণ্ডা জুল্লাতের সঙ্গী বলেও দাবি পুলিশের। ধৃতদের কাছ থেকে ২টি নাইন এমএম, একটি ওয়ান শাটার ও ১১ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। আলিপুরদুয়ার মহকুমা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সফিকুল ইসলাম, বাহারুল ইসলাম ও রফিকুল ইসলাম। শুক্রবার ধৃতদের আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে হাজির করানো হলে বিচারক জেলে পাঠিয়ে দেন। অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল বলেন, “জয়গাঁর ঝর্ণা বস্তির বাসিন্দা সফিকুল শিলিগুড়ি সোনার দোকানের ডাকাতিতে জুল্লতের সঙ্গে ছিল। পাতলাখাওয়া, বেলাকোবা, জয়গাঁ বাসস্ট্যান্ড ও ভুটানের ফুন্টশোলিং শহরের বেশ কয়েকটি ডাকাতিতে হাত রয়েছে। শালকুমার হাটের বাসিন্দা বাহারুল বেলাকোবা-সহ বেশ কয়েকটি ডাকাতিতে জড়িত। মাদারিহাটের বাসিন্দা রফিকুল ইসলাম মাস ছয়েক আগে জেল থেকে ছাড়া পেয়েছিল। ধৃতরা উদ্ধার হওয়া অস্ত্রগুলি জুল্লতের কাছ থেকে কিনেছিল।”

ধুনুচি নৃত্যে আজও মন্ত্রমুগ্ধ করেন প্রভাত
পায়ে ঝুনঝুনি, দু’হাতে, মুখে ধুনুচি নিয়ে ঢাকের তালে তালে আজও নাচেন পয়ষট্টি পার প্রভাত চন্দ। আজও আরতি নাচে ঠিক ততটাই সাবলীল তিনি যেমনটি বছর চল্লিশ আগে। প্রভাতবাবু থাকেন ডুয়ার্সের নাগরাকাটার শুল্কাপাড়ায়। পেশায় ছিলেন সাস্থ্যকর্মী। চাকরি থেকে অবসর হয়ে গেলেও আরতি থেকে অবসরের কথা তিনি ভাবতেও পারেন না। আজও ধুনুচি হাতে নিলে মন্ত্রমুগ্ধ হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। এক সময়ে বিসর্জনের শোভাযাত্রায় একসময় প্রভাতবাবুই ছিলেন মূল আকর্ষণ। সেখানে আজ তাঁকে ডাক পাঠাতেই ভুলে যান পুজো উদ্যোক্তারা। শরীর ক্লান্ত না হলেও আরতি শিল্পের এই পরিণতি দেখে দিন দিন মনোবল হারিয়ে ফেলছেন প্রভাতবাবু। রাজ্য স্তরে বহু অনুষ্ঠান করার পাশাপাশি দূরদর্শনের পর্দাতেও আরতি নাচ দেখিয়েছেন তিনি। এখন উত্তরসূরি খুঁজতে তিনি ডুয়ার্সের বহু মন্ডপে ঘুরছেন। কিন্তু উঠতি প্রতিভার সন্ধান এখনও করে উঠতে পারেননি। প্রভাতবাবুর খেদ, “আরতি যে একটি পৃথক শিল্প মাধ্যম তা অনেকেই জানেন না। দায়সারা ভাবে আরতির পাট চুকিয়ে তাসা ব্যান্ড, ডিজে’র গান বিসর্জনের মধ্যমণি হয়ে উঠেছে। আরতির অপমৃত্যু ঠেকাতে জনগণকেই উদ্যোগী হতে হবে।”

গ্রেফতার তিন
নবমীর রাতে সন্দেহজনক ভাবে একটি গাড়িকে যাতায়াত করতে দেখে আটক করে পুলিশ। ক্রান্তি বাজার এলাকায় ওই গাড়ি থেকে ৩ ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃত তিন ব্যক্তির নাম শঙ্কর বর্মন, মহম্মদ হায়দর আলি এবং আব্দুল হামিদ। তাদের কাছ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের সন্দেহ কোনও চোরা কারবারের সঙ্গে যুক্তি ওই তিন জন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নেতাকে সংবর্ধনা
উত্তরপ্রদেশের আমেথি ও পারোখা লোকসভা কেন্দ্রে ন্যাশনাল কোঅর্ডিনেটর হিসাবে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস সভাপতি সৈকত চক্রবর্তী দায়িত্ব পেলেন। তাঁর এই স্বীকৃতিতে শুক্রবার বেলাকোবার দশদরগায় এক অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা কিসান খেত মজুর কংগ্রেস ও সদর ব্লক কংগ্রেস কমিটির তরফে তাঁকে সংবর্ধনা জানানো হল।

ছাত্র নিখোঁজ
প্রতিমা বিসর্জনে নেমে বিলের জলে তলিয়ে গেল নবম শ্রেণির এক ছাত্র। শুক্রবার ঘটনাটি ঘটে কোচবিহারের জিরানপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই ছাত্রের নাম বিশাল দত্ত। জিরানপুর হাই স্কুলের ছাত্র। দুর্ঘটনার পরেই বিধায়ক তথা এনবিএসটিসি’র চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের তত্ত্বাবধনানে স্থানীয় লোকেরা কিশোরের দেহ উদ্ধারের জন্য বিলের জলে নামেন।

জলে ডুবে মৃত্যু

বৃহস্পতিবার আলিপুরদুয়ারের শালবাড়ি ঘাটে তোর্সা নদীতে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম প্রভু ওরাঁও (২৫)। দুপুরে তিনি ওই এলাকায় পাত্রী দেখার জন্য এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। ননীতে স্নান করতে গিয়ে তলিয়ে যান। শুক্রবার দেহটি উদ্ধার হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.