টুকরো খবর
প্রতারণা, প্রধানশিক্ষক-সহ ধৃত ৩
ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন, আলমারি-সহ যাবতীয় আসবাবপত্র অর্ধেক দামে দেওয়ার ব্যবসা ফেঁদে প্রতারণার অভিযোগে হাইস্কুলের প্রধান শিক্ষক-সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। মালদহের চাঁচলের সবুজ পল্লি এলাকায় বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। সবুজপল্লিতে প্রধান শিক্ষকের বাড়িতে দোকান ভাড়া নিয়ে ব্যবসা ফেঁদে বসেছিল চেন্নাইয়ের ৫ যুবক। এক এক করে ওই যুবকরা পালাচ্ছে বলে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে প্রতারিত বাসিন্দারা বন্ধ ওই দোকানে চড়াও হয়ে ভাঙচুর-সহ লুঠপাট চালান বলে অভিযোগ। বুধবার রাত পর্যন্ত ৩ জন পালাতে সক্ষম হলেও ওই বাড়িতেই একটি ঘরে লুকিয়ে থাকা ২ জনকে ধরে ফেলেন এলাকার বাসিন্দারা। পুলিশ দুই ব্যবসায়ী-সহ প্রধান শিক্ষককে গ্রেফতার করে। ধৃতদের নাম সাব্বির সায়েদ ও মোথি। দু’জনের বাড়ি চেন্নাইয়ে। ধৃত প্রধান শিক্ষকের নাম আব্দুল মালেক। চাঁচলের ওই বাসিন্দা ওই ব্যক্তি গাজলের শলাইডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক। বাড়ি ভাড়া দেওয়া ছাড়াও ওই ব্যবসায় প্রধান শিক্ষকের মদত ছিল বলে অভিযোগ। চাঁচলের আই সি সাগর সাহা বলেন, “৩ জনকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। যোগসাজসের অভিযোগে প্রধান শিক্ষককেও গ্রেফতার করা হয়েছে।” গত ১৪ সেপ্টেম্বর চাঁচলে ব্যবসা শুরু করেন যুবকরা। এক বছরের জন্য প্রধান শিক্ষকের বাড়ি ভাড়া নেন। এলাকায় লিফলেট বিলি করে বলা হয়, যাবতীয় পণ্য ৪৫ শতাংশ কম দামে মিলবে। টাকা জমা দেওয়ার ১২ দিন পরে ওই পণ্য পাওয়া যাবে। বেশ কিছু বাসিন্দা অর্ধেক দামে ফ্রিজ, টেলিভিশন পেয়েও যান। ফলে টাকা জমা করার হিড়িক পড়ে যায়। ব্যবসা শুরু করার আগে পঞ্চায়েত থেকে প্রয়োজনীয় অনুমতিও সংস্থার তরফে নিয়ে নেওয়া হয়। তবে ব্যবসার ধরন দেখে পুলিশ নিজেই উদ্যোগী হয়ে বিষয়টি গ্রাম পঞ্চায়েতের নজরে নিয়ে আনে। অভিযোগ পেয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান অজিত সাহা ব্যবসার অনুমতি বাতিল করে দেন। চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, “প্রথমে ওরা জিনিসপত্র বিক্রি করবে বলে দোকানের অনুমতি নেয়। পরে ব্যবসার ধরন জানতে পেরে তা বাতিল করে দেওয়া হয়।”

রাজবাড়ির পাশে বিনোদন পার্কের উদ্যোগ

জলপাইগুড়ি রাজবাড়ি সংলগ্ন দিঘি এবং লাগোয়া এলাকা নিয়ে একটি বিনোদন পার্ক গড়ে তুলতে উদ্যোগী হল একটি বেসরকারি সংস্থা। জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষই ওই পার্ক গড়ে তোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় শুক্রবার ওই সংস্থার কর্তারা রাজবাড়ি দিঘি পরিদর্শন করেন। পুর চেয়ারম্যান মোহন বসুর সঙ্গেও ওই বেসরকারি সংস্থার কর্তা অরিজিৎ সেনগুপ্ত বৈঠক করেন। অরিজিৎবাবু বলেন, “পার্ক গড়ার পক্ষে রাজবাড়ির দিঘি এবং লাগোয়া এলাকা আদর্শ জায়গায়। পুরসভার প্রজেক্ট রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। পুর চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কাজে নামার একবছরের মধ্যে পার্ক গড়ার কাজ শেষ করা হবে।” পুর চেয়ারম্যান বলেন, “দিঘিটি দীর্ঘদিন পরিত্যক্ত রয়েছে। সংস্কারের জন্য বিভিন্ন মহল থেকে অনুরোধ করা হয়েছে। সেই জন্যই বিনোদন পার্ক গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন ওই বেসরকারি সংস্থার সঙ্গে এইম ব্যাপারে আলোচনাও হয়।” পুরসভার সূত্রে জানা গিয়েছে, ওই পার্কটি গড়ার ব্যাপারে অন্তত তিন মাস আগে থেকে কাজে নেমেছেন পুর কর্তৃপক্ষ। এই ব্যাপারেতিন মাস আগে একটি প্রজেক্ট রিপোর্টও তৈরি করা হয়। ওই রিপোর্ট অনুসারে দিঘিতে ভাসমান রেস্তোরা, হাউসবোট, ঝুলন্ত সেতু, অ্যাকোরিয়াম, নানাবিধ খেলাধুলার ব্যবস্থা ছাড়াও মাছ চাষ ও ধরার ব্যবস্থা করা হবে। লাগোয়া ফাঁকা জমিতে হল, ব্যাঙ্কোয়েট, কনফারেন্স হল, রেঁস্তোরা, ছোটদের জন্য পার্ক তৈরি করা হবে। ওই সম্ভাবনাই এদিন খতিয়ে দেখতে এসেছিলেন ওই সংস্থার কর্তারা।

শ্লীলতাহানি, বাড়িতে আগুন বালুরঘাটে
একাদশ শ্রেণির ছাত্রীকে সিদূঁর পড়াতে ব্যর্থ হয়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টার পরে আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দিল এক যুবক ও তার সাঙ্গোপাঙ্গোরা। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এ কে গোপালন কলোনিতে। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পেশায় দোকান কর্মচারী ওই ছাত্রীর বাবা অজয় দাস ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না। ছাত্রীর মা বাসস্ট্যান্ডে একটি পানের দোকান চালান। তিনিও বাড়ির বাইরে ছিলেন। তারই সুযোগ নিয়ে যুবকটি প্রথমে ছাত্রীর সিথিতে সিঁদূর পড়ানোর চেষ্টা করে বলে অভিযোগ। তরুণী রাজি না-হলে শ্লীলতাহানি করে। জামাকাপড় ছিঁড়ে দেয়। তরুণীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে গেলে তাঁদেরও মারধরের পরে যুবকটি দলবল নিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। দমকল গিয়ে আগুন নেভায়। এই ব্যাপারে তরুণীর বাবা বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। বালুরঘাট থানার আইসি শান্তনু কোঁয়ার বলেন, “অভিযোগ পেয়েছি অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”

বিনোদন পার্ক তৈরির উদ্যোগ
জলপাইগুড়ি রাজবাড়ি সংলগ্ন দিঘি এবং লাগোয়া এলাকা নিয়ে একটি বিনোদন পার্ক গড়ে তুলতে উদ্যোগী হল একটি বেসরকারি সংস্থা। জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষই ওই পার্ক গড়ে তোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় শুক্রবার ওই সংস্থার কর্তারা রাজবাড়ি দিঘি পরিদর্শন করেন। পুর চেয়ারম্যান মোহন বসুর সঙ্গেও ওই বেসরকারি সংস্থার কর্তা অরিজিৎ সেনগুপ্ত বৈঠক করেন। অরিজিৎবাবু বলেন, “পার্ক গড়ার পক্ষে রাজবাড়ির দিঘি এবং লাগোয়া এলাকা আদর্শ জায়গায়। পুরসভার প্রজেক্ট রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। পুর চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কাজে নামার একবছরের মধ্যে পার্ক গড়ার কাজ শেষ করা হবে।” পুর চেয়ারম্যান বলেন, “দিঘিটি দীর্ঘদিন পরিত্যক্ত রয়েছে। সংস্কারের জন্য বিভিন্ন মহল থেকে অনুরোধ করা হয়েছে। সেই জন্যই বিনোদন পার্ক গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন ওই বেসরকারি সংস্থার সঙ্গে এইম ব্যাপারে আলোচনাও হয়।” পুরসভার সূত্রে জানা গিয়েছে, ওই পার্কটি গড়ার ব্যাপারে অন্তত তিন মাস আগে থেকে কাজে নেমেছেন পুর কর্তৃপক্ষ। এই ব্যাপারেতিন মাস আগে একটি প্রজেক্ট রিপোর্টও তৈরি করা হয়। ওই রিপোর্ট অনুসারে দিঘিতে ভাসমান রেস্তোরা, হাউসবোট, ঝুলন্ত সেতু, অ্যাকোরিয়াম, নানাবিধ খেলাধুলার ব্যবস্থা ছাড়াও মাছ চাষ ও ধরার ব্যবস্থা করা হবে। লাগোয়া ফাঁকা জমিতে হল, ব্যাঙ্কোয়েট, কনফারেন্স হল, রেঁস্তোরা, ছোটদের জন্য পার্ক তৈরি করা হবে। ওই সম্ভাবনাই এদিন খতিয়ে দেখতে এসেছিলেন ওই সংস্থার কর্তারা।

বিসর্জনে মৃত্যু
প্রতিমা বিসর্জনে নেমে বিলের জলে তলিয়ে গেল নবম শ্রেণির এক ছাত্র। শুক্রবার ঘটনাটি ঘটে কোচবিহারের জিরানপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই ছাত্রের নাম বিশাল দত্ত। জিরানপুর হাই স্কুলের ছাত্র। দুর্ঘটনার পরেই বিধায়ক তথা এনবিএসটিসি’র চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের তত্ত্বাবধনানে স্থানীয় লোকেরা কিশোরের দেহ উদ্ধারের জন্য বিলের জলে নামেন। তবে রাত পর্যন্ত দেহের হদিশ মেলেনি। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, ওই ছাত্র সাঁতার জানত না বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আত্রেয়ী তীরে দশমীর মেলা
বালুরঘাটে আত্রেয়ী নদীর সদর ঘাটে ঐতিহ্যবাহী দশমী মেলা ও প্রতিমা নিরঞ্জন উৎসবে সামিল হলেন প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চলে ওই উৎসব। নদীর দুই পাড়ে গ্রাম-শহরের লক্ষাধিক মানুষের ভিড় জমেছে। নৌকায় প্রতিমা নিয়ে নদী বক্ষে শোভাযাত্রা দেখতে বাঁধ রাস্তা থেকে শহরের সদর রাস্তায় মানুষের ঢল নামে। অন্য বছরের মত এ বারও মেলা ঘাটে পুরসভার তাঁবুতে বসে উৎসব উপভোগ করেন বিশ্বনাথবাবু। কথা বলেন বাসিন্দাদের সঙ্গে। মাত্র ৪ মাস আগে ক্ষমতার পরিবর্তনের জেরে রাজ্যের কারা দফতর এখন বিশ্বনাথবাবুর বদলে কচিকলা অ্যাকাদেমির পুজো প্রাঙ্গণ লাগোয়া বাড়ির বাসিন্দা শঙ্কর চক্রবর্তীর হাতে। রাত পর্যন্ত তিনিও জনতার ভিড়ে মিশে সময় কাটালেন। তখন পাড়ার পুজো মণ্ডপের সামনে চেয়ারে বসে ছিলেন বর্তমান কারামন্ত্রী শঙ্করবাবু। পাশে কয়েকজন ক্লাব সদস্য। কিছুটা দূরে আত্রেয়ীর বাঁধে মানুষের ঢল। আলোর রোশনাই। জেলাশাসক ও পুলিশ সুপারের তাঁবু থেকে কড়া নজরদারি। রকমারি খাবার, মাটির পুতুলের পসরার সারি। মারোয়ারি যুব মঞ্চের তরফে দর্শনার্থীদের পানীয় জল বিতরণের ব্যবস্থা দেখে সেই পরিচিত ধুতি পাঞ্জাবিতে প্রাক্তন কারামন্ত্রী গিয়ে বসেন পুরসভার তাঁবুতে। পাশে পুরসভার চেয়ারপার্সন সুচেতা বিশ্বাস। তাঁবুর সামনে আত্রেয়ীর জলে সার দিয়ে প্রতিমা বিসর্জন চলছে। অনুষ্ঠান শেষ হয় রাত ১২টায়। বিশ্বনাথবাবু বলেন, “গত ৩৪ বছরের মধ্যে একটিও বছর বাদ পড়েনি। আত্রেয়ীর ঘাটে প্রতিমা নিরঞ্জন ও মেলার ঐতিহ্য ভিন্ন ধরনের। বাড়িতে বসে থাকা যায় না।” প্রশাসনের কর্তারা জানান, বৃহস্পতিবার সব মিলিয়ে ৪০টি প্রতিমা নিরঞ্জন হয়েছে। শুক্রবারে বাকি ২০টি ক্লাব ও বারোয়ারি পুজো কমিটি শোভাযাত্রা করে আত্রেয়ীর জলে প্রতিমা বিসর্জন দেয়।

যুবক খুনে কিশোর ধৃত
এক যুবককে মাথা থেঁতলে খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোর-সহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার, দশমীর সন্ধ্যায় রায়গঞ্জের বন্দর এলাকা থেকে তাদের ধরা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহাদেব বিশ্বাস, পিন্টু সাহা, বিট্টু রবিদাস এবং টিঙ্কু রায়। বন্দর হাটখোলা এবং তেলিপাড়া এলাকায় তাদের বাড়ি। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হলে কিশোর বিট্টুকে কর্ণজোড়া জুভেনাইল হোমে এবং বাকিদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। গত বুধবার, নবমীর গভীর রাতে সহদেব পোদ্দারকে (২২) বন্দরের শীতলা মন্দির এলাকায় জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর পরিবারের লোকজন। তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের বাড়ি পোদ্দারপাড়ায়। তিনি হাটে হাটে দশকর্মার জিনিসপত্র বিক্রির ব্যবসা করতেন। তাঁকে মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করা হয় বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর মৃতের দাদা বাসুদেব পোদ্দার ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বন্দর এলাকার বাসিন্দারা থানার সামনে বিক্ষোভ দেখান। রায়গঞ্জ থানার আইসি জ্যোতিষ রায় বলেন, “পুরানো কোনও ঘটনার জেরেই খুন হয়েছে। অভিযুক্তদের মধ্যে চারজনকে ধরা হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে।” পুলিশ জানিয়েছে, নবমীর সন্ধ্যায় একদল যুবক মদ্যপ অবস্থায় এক ট্যাক্সি চালককে মারধর করছিল। সেই সময় সহদেববাবুর বাবা রবীন্দ্রনাথবাবু প্রতিবাদ করেন। ওই মদ্যপ যুবকেরা তাঁকে গালিগালাজ করে হেনস্থা করে বলে অভিযোগ। সহদেব এর প্রতিবাদ করলে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। ওই যুবকেরাই খুনের ঘটনায় জড়িত বলে মৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। যদিও ঘটনার সঙ্গে তারা জড়িত নয়, বলে ধৃতেরা এদিন আদালতে দাবি করেছে।

নিরঞ্জন ঘিরে বার্তা মৈত্রীর
অসমের পুজো উদ্যোক্তারা এক জোড়া সাদা পায়রা নিয়ে এসেছিলেন। বাংলার পুজো উদ্যোক্তারা শান্তির বার্তা পৌছে দিতে ওই পায়রা দুটি নীল আকাশে উড়িয়ে দিলেন। শুরু হয়ে গেল প্রতিবেশী দুই রাজ্যের বাসিন্দাদের মিলন মেলা। অসম সংলগ্ন বক্সিরহাটে বৃহস্পতিবার ওই অভিনব মেলা হল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “অসম-বাংলা দুই রাজ্যের বাসিন্দাদের এমন মিলিত প্রয়াস এই প্রথম দেখলাম। এর পরে মেলাকে আরও আকর্ষণীয় করতে সহযোগিতা করব।”মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, দুই দশকের বেশি সময় ওই মেলা পুরনো। প্রতি বছর দশমীতে বক্সিরহাটে গরুহাট ময়দানে মেলার আয়োজন হয়ে থাকে। দুই রাজ্যের পুজো উদ্যোক্তারা মেলা ময়দানে প্রতিমা নিয়ে যান। শুরু থেকে পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন হয়। শুধু কী প্রতিমা! মেলা ময়দানে থাকে এ রাজ্যের বৈরাতি, অসমের বিহু নৃত্যের মতো রকমারি অনুষ্ঠানের আয়োজন। এ বারও চমকের খামতি ছিল না। পরম্পরা মেনে বিভিন্ন দিক বিচার করে তিনটি পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়েছে। দুই রাজ্যে পুজো আয়োজনের প্রতিযোগিতায় এ বার প্রথম হয়েছে অসমের কোকরাঝাড় জেলার ছোটগুমা পুরনো দেবীবাড়ি সর্বজনীন। দ্বিতীয় হয়েছে বক্সিরহাট পোস্ট অফিস পাড়া। রেডরোজ ক্লাব তৃতীয় পুরস্কার পেয়েছে। এ ছাড়াও শোভাযাত্রা, শৃঙ্খলা, আলোকসজ্জার উপরে ছিল ৭টি পুরস্কার। মেলা কমিটির সভাপতি তথা তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির সভাপতি পুষ্পিতা ডাকুয়া বলেন, “দুই রাজ্যের ২৩টি পুজো কমিটি এ বারের মেলায় অংশ নিয়েছে। আগামী দিনে মেলাকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে।”

যাত্রী সেজে বাসে উঠে লুঠপাট ইসলামপুরে
যাত্রী সেজে বাসে উঠে, চালককে পিস্তল দেখিয়ে এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা লুট করে পালাল দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। পালানোর সময়ে দুষ্কৃতীরা শূন্যে গুলিও চালায় বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ দুষ্কৃতীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি। ওই ঘটনায় ইসলামপুর মহকুমায় ব্যবসায়ী মহলে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। জাতীয় সড়কে পুলিশি টহলদারি বাড়ানোর দাবি তুলেছেন তাঁরা। ইসলামপুর থানার আইসি সমীর পাল জানান, অভিযোগের তদন্ত হচ্ছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসটি রামগঞ্জের বেলঝাড়ি এলাকা ঢোকার পরে যাত্রী সেজে ওঠা ওই দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে চালককে বাস থামাতে বলেন। বাসের চালক সামসুদ্দিন গাড়ি থামাতেই দুষ্কৃতীরা ইসলামপুরের এক ব্যবসায়ী জয়ন্ত দত্তকে বাস থেকে নামিয়ে আনে। সেখানে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা লুট করে মোটর সাইকেলে পালায়। জয়ন্তবাবু বলেন, “পাওনা টাকা আদায় করে করে ইসলামপুরে ফিরছিলাম। হঠাৎই বাসের ভিতর থেকে দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ি থামিয়ে সমস্ত টাকাপয়সা লুট করে নেয়।” এই ব্যাপারে বাসের চালক ছাড়াও ওই ব্যবসায়ী অভিযোগ দায়ের করেছেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ইসলামপুর ডিপোর ইনচার্জ সজল চক্রবর্তী বলেন, “সন্ধ্যার পরে জাতীয় সড়কে বাস চালানো বিপজ্জনক হয়ে উঠেছে। নিরাপত্তার অভাব বড় হয়ে উঠেছে। এমন চললে রাতে বাস চালানো বন্ধ রাখার ব্যাপারে উর্ধ্বতন কর্তাদের অনুমতি চাইব।” ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদেব নন্দী বলেন, “এমন চলতে থাকে ব্যবসা করব কী করে? প্রশাসনকে বহু বার জানানো হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

খুনের নালিশ
মদ্যপ অবস্থায় স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃত ওই মহিলার নাম মুন্নি মুর্মু (৩৫)। বাড়ি গোয়ালপোখর থানার পশ্চিম বালিচোখা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে এ দিন রাত সাড়ে ১০ টা নাগাদ ঘুম থেকে উঠে স্ত্রীকে দেখতে না পেয়ে বাইরে বার হন ওই ব্যক্তি। দেখেন স্ত্রী বাড়িতে ঢুকছে। মুন্নি কিছু বুঝতে পারার আগেই তাঁর মাথায় কুড়ুল দিয়ে কোপ বসান স্বামী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গ্রামের লোকেরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরছে স্ত্রীকে সন্দেহের বশেই ওই ব্যক্তি খুন করেছে।

আত্মঘাতী
এক তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার হ্যামিলটনগঞ্জের ফরওয়ার্ড নগর এলাকা থেকে দেহটি উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতের নাম রঞ্জন সরকার (১৮)। মোটর সাইকেল কেনা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। তার জেরে আত্মহত্যা কি না পুলিশ খতিয়ে দেখছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.