l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
Content on this page requires a newer version of Adobe Flash Player.
সুপ্রিম কোর্ট রেহাই দিল আন্দোলনকারীদের
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
সাজা দিয়েছিল হাইকোর্ট। অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট। জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ দ্রুত স্থাপনের দাবি জানানো আন্দোলনকারীদের ‘কারাদণ্ডের’ যে সাজা দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তা থেকে তাঁদের রেহাই দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ওই সাজা থেকে রেহাই পেয়েছেন পুলিশ-প্রশাসনের ধিকারিকেরাও। সার্কিট বেঞ্চের কাজ দ্রুত শুরু করার দাবিতে জলপাইগুড়ি জেলা আদালতের সামনে ২০০৬ সালের ১৫ ডিসেম্বর থেকে এক টানা এক মাস ‘অবস্থান-সত্যাগ্রহ’ করেছিল ‘সার্কিট বেঞ্চ দাবি আদায় সমন্বয় কমিটি’। জেলার মুখ্য বিচারক-সহ অন্য বিচারকেরা এবং কর্মী থেকে সাধারণ মানুষ একাধিকবার আদালতে গিয়েও আন্দোলনকারীদের বাধায় ফিরে যেতে বাধ্য হন। মুখ্য বিচারক সমস্ত জানান হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে। এই সময়ের মধ্যে আদালত চালু করার ব্যাপারে পুলিশ-প্রশাসনও উদ্যোগী হয়নি। এক মাস জেলা আদালত বন্ধ করে রাখার ঘটনা ‘সংবিধান হত্যার’ সামিল জানিয়ে ২০০৭ সালের ২ মার্চ কলকাতা হাইকোর্ট নজিরবিহীন ভাবে রাজ্য পুলিশের তৎকালীন ডিজি, জলপাইগুড়ির তৎকালীন জেলাশাসক, পুলিশ সুপার এবং কোতোয়ালি থানার আইসিকে ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা হারে জরিমানা করে।
বিস্তারিত...
সিপিএম-তৃণমূল রাজনৈতিক তরজায়
সরগরম বসিরহাটের উপনির্বাচন
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
রাজ্যে নব নির্বাচিত সরকারকে ‘ঠিক পথে’ চালিত করে মানুষকে ‘বাঁচাতে’ আগামী ২৫ সেপ্টেম্বর দু’টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বামেদের জয় জরুরি বলে মনে করেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। একই মত সিপিএমের রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেবেরও। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনকে কেন্দ্র করে বামফ্রন্টের প্রচার সভায় খোলাপোতায় এসেছিলেন সিপিএমের দুই হেভিওয়েট নেতা। শুক্রবার প্রায় একই সময়ে কয়েক কিলোমিটার দূরে, মাটিয়া বাজারে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে আসেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর আবার বক্তব্য, বামশাসনাধীন রাজ্যে যে সব নেতা-মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সেগুলি নিয়ে পর্যায়ক্রমে তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণ হলে ওই নেতা-মন্ত্রীদের ‘কোমরে দড়ি বেঁধে’ জেলে পোরা হবে। রাজনৈতিক দুই শিবিরের প্রচার সভাকে কেন্দ্র করে শুক্রবার এ ভাবেই সরগরম হয়েছে বসিরহাট। দু’টি সভাতেই ভিড় হয়েছিল ভালই। মোস্তাফা বিন কাসেমের অকাল মৃত্যুতে বসিরহাট উত্তর কেন্দ্রে উপ নির্বাচন হচ্ছে। সিপিএম প্রার্থী সুবিদ আলি গাজির প্রচার সভায় এসে বিমানবাবু বলেন, “ওরা (তৃণমূল) বিরোধী থাকাকালীন নিউটাউনশিপে বিদ্যুতের খুঁটি বসাতে দেয়নি। সরকারি কাজে আগাগোড়া বাধা দিয়ে গিয়েছে। আগে শুধু গালগল্প করত। এখন মিটিং-মিছিল বন্ধ করতে চাইছে।”
বিস্তারিত...
বাঙালি আর দুর্গাপুজো সমার্থক। বিদেশেও যে ভরপুর রয়েছে
বাঙালিয়ানা, তার প্রমাণ বিভিন্ন দেশে পুজোর আয়োজন। সেই সব
মাতৃ আরাধনার খুঁটিনাটি নিয়ে মাঝ-মাসের
হাওয়াবদলে
‘বিদেশে বন্দনা’
।
সঙ্গে শারদীয় উত্সবের প্রস্তুতি ও নেপথ্যের বিভিন্ন মনকাড়া খবর নিয়ে
সাজানো হল প্রাক-পুজোর নৈবেদ্য
‘শারদ সংবাদ’।
শুনানি শেষ, পুজোর আগেই
রায়ের সম্ভাবনা সিঙ্গুর মামলার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
প্রায় দু’মাস ধরে টানা সওয়াল-জবাব চলার পর, শুক্রবার কলকাতা হাইকোর্টে সিঙ্গুর মামলার শুনানি শেষ হল। এ দিন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় রাজ্য সরকার এবং টাটা মোটরস, দু’পক্ষকেই আগামী ২০ সেপ্টেম্বর মামলা সম্পর্কে নিজেদের জবাবের বয়ান লিখিত ভাবে আদালতের কাছে জমা দিতে বলেছেন। আইনজীবী মহল মনে করছে, হাইকোর্টে পুজোর ছুটি শুরু হওয়ার আগেই সিঙ্গুর মামলা নিয়ে বিচারপতি তাঁর রায় জানিয়ে দিতে পারেন। কেন হল সিঙ্গুর মামলা? গত ২১ জুন রাজ্য সরকার ‘সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন আইন’ প্রণয়ন করে সিঙ্গুরের প্রায় ৯৯৭ একর জমির দখল নেয়। ওই আইনকেই অসাংবিধানিক এবং অবৈধ বলে ২২ জুন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন টাটা মোটরস কর্তৃপক্ষ। বিচারপতি সৌমিত্র পালের এজলাসে প্রায় এক মাস শুনানি চলার পর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গেলে নতুন করে মামলার শুনানি শুরু হয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে। আদালতের কাছে টাটা মোটরস-এর মূল অভিযোগ হচ্ছে, সিঙ্গুর আইন অসাংবিধানিক।
বিস্তারিত...
তৃণমূল জেলা পরিষদ সদস্যের পদত্যাগ
নিজস্ব সংবাদদাতা • তমলুক ও হলদিয়া
জেলা পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে নির্বাচিত তৃণমূল সদস্য অমিত প্রধান। শুক্রবার দুপুরে তমলুকে জেলাশাসকের কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে পেশায় চিকিৎসক অমিতবাবু লিখেছেন, ‘সক্রিয় রাজনীতিতে এসে নিজেকে সম্মান করতে ভুলে গিয়েছিলাম। তাই জেলা পরিষদের সদস্যপদ থেকে সরে গেলাম।’ তৃণমূলের শক্ত ঘাঁটি পূর্ব মেদিনীপুরে এই ভাবে দলীয় সদস্যের পদত্যাগের ঘটনায় আলোড়ন পড়েছে রাজনৈতিক মহলে। বরাবরই ডানপন্থী হিসাবে পরিচিত অমিতবাবু অবশ্য বলেন, “সদস্যপদ থেকে ইস্তফা দিলেও এখনও একশো ভাগ তৃণমূল সমর্থক আমি। তবে, জেলা ও ব্লক নেতৃত্ব যে ভাবে দল চালাতে চাইছে, তার সঙ্গে খাপ খাওয়াতে পারছিলাম না। তাই সরে দাঁড়িয়েছি।” তাঁর ক্ষোভ, “এলাকায় একটা টিউবওয়েল, গেঁওখালিতে কাঠের পুল করতে চেয়েও পারিনি। সব কিছুই আগে থেকে ঠিক থাকে জেলা পরিষদে।” নন্দীগ্রাম-কাণ্ড পরবর্তী ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ৩৬টি আসনে তৃণমূল-এসইউসি জোট ও ১৭টি আসনে বামফ্রন্ট জেতে।
বিস্তারিত...
আরও দু’টি ইউনিট হবে সাঁওতালডিহিতে
শুভ্রপ্রকাশ মণ্ডল • পুরুলিয়া
সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রে আরও দু’টি ইউনিট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ৮০০ মেগাওয়াট করে মোট ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে ওই দু’টি ইউনিট থেকে। শুক্রবার সাঁওতালডিহিতে এসে এ কথা জানান রাজ্যের বিদ্যুৎ এবং পরিকল্পনা ও উন্নয়ন দফতরের মন্ত্রী মণীশ গুপ্ত। এ দিন সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৬ নম্বর ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মণীশবাবু। পরে তিনি বলেন, “সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নতুন ৭ ও ৮ নম্বর ইউনিট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দু’টি ইউনিট চালু হলে রাজ্যের বিদ্যুৎ চাহিদা অনেকটাই মেটানো সম্ভব হবে।” প্রসঙ্গত, এই তাপবিদ্যুৎকেন্দ্রের ১২০ মেগাওয়াট করে মোট ৪৮০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন চারটি ইউনিটই পুরনো হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম বা পিডিসিএলের ব্যাখ্যা, পুরনো ইউনিটগুলিতে উৎপাদন ব্যয় প্রচণ্ড বেড়ে গিয়েছিল। তারই পরিবর্তে ২৫০ মেগাওয়াট করে নতুন দু’টি ইউনিট নির্মাণ করা হয়েছে। ৫ নম্বরটি আগেই উৎপাদন শুরু করেছে। ৬ নম্বর ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন চলছিল।
বিস্তারিত...
অভাবের সংসারেই আসেন অন্নদা
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ
তাঁত ঘরের ছাউনির টিন, সুতো শুকোনোর বাঁশ। এই দিয়ে তৈরি আনাড়ি হাতের মণ্ডপ কি আর ঝোড়ো হাওয়ার সামনে টেঁকে? কিন্তু তাতে পুজো আটকায়নি। মঙ্গলকাব্য জুড়ে রয়েছে অভাব দারিদ্রের গল্প। বাংলার সেই অন্তরের গল্পে দারিদ্রের হাত থেকে বাঁচানো যায়নি ঠাকুর দেবতাদেরও। তাঁদেরও সংসারের হাল সেই নুন আনতে পান্তা ফোরায়। কিন্তু সেই দুর্গা, অন্নদা, অভয়ার সংসারে অভাব ছায়া ফেলতে পারেনি ইতিকতর্ব্যে। দুর্গা, চণ্ডীও কখনও দুর্যোগ-অভাবের জন্য পুজো থেকে বঞ্চিত হননি, সব সমস্যার মধ্যেই উমা যেমন বাংলার গ্রামের বধূর মতোই ভোলানাথের সংসার টেনে নিয়ে যান নিজের মতো করে। সেই গল্পের কথা কিন্তু গল্পেই থেমে থাকে না। ভগীরথপাড়ায় মহিলাদের পুজোতে সেই সংসারেরই যেন ছায়াও পড়ে। বৃষ্টির দাপটে যখন চারপাশ ভিজে একশা, আয়োজন সব ভেসে যেতে বসেছে, তখন প্রাণে ধরে বুকে চেপে সে সব বাঁচিয়েছেন উদ্যোক্তারা। আঁচল দিয়ে মুছে দিয়েছেন অভাব। জল কাদায় থইথই চারপাশ। কিন্তু গাছের নারকেল আর ঘরের বাতাসা তো রয়েছে। অন্নদার পুজো হয়েছিল তাই দিয়েই।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কাজে যোগ দিতে
আর্জি অভিযুক্তের
তিস্তার ৭ দফা
দক্ষিণবঙ্গ
বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ
দুই ২৪ পরগনায়
জোনাল কার্যালয়ে ঢুকে
নেতাদের মারধর
বর্ধমান
দশটা নয়, তাঁতের
শাড়ি মোটে তিনটে
থানার কাছেই
বাড়িতে খুন বৃদ্ধা
পুরুলিয়া
ভাদু জাগরণেই আজ
গড়াবে পঞ্চকোটের রাত
কিছু কর্মীর নিয়োগপত্র
নেই, দাবি চেয়ারম্যানের
মুর্শিদাবাদ
অতিথি আপ্যায়নে
খুশি হয়ে পদোন্নতি
ঘটালেন সাহেবরা
আবাসিক ছাত্রদের
বিক্ষোভ মুর্শিদাবাদে
মেদিনীপুর
তৃণমূলের বাধায় বন্ধ
হস্টেলের কাজ
আইআইটি’র উদ্যোগে
ফিরে দেখা স্বাধীনতা
কলকাতা
৩২.০ /২৬.৪
আজকের দিনে
•
১৯৫০:
গুজরাতের মুখ্যমন্ত্রী
নরেন্দ্র মোদীর জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.