নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বাড়ির মধ্যে খুন হলেন এক বৃদ্ধা। শুক্রবার দুপুরে পাণ্ডবেশ্বরের ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম প্রণতি মুখোপাধ্যায় (৭০)। ঘরের মধ্যে থেকে তাঁর দেহটি উদ্ধার করে পুলিশ।
সপ্তাহ দু’য়েক আগে আসানসোল-দুর্গাপুর নিয়ে চালু হয়েছে কমিশনারেট। তার পরে আসানসোল শহরে বিকেলে বাড়িতে খুন হন এক মহিলা। এ দিন পাণ্ডবেশ্বরে ফের এমন ঘটনা। পরপর এই ধরনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ কমিশনার অজয় নন্দ অবশ্য বলেন, “বিভিন্ন জায়গাতেই এমন অপরাধের ঘটনা ঘটছে। আমরা পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছি।” |
প্রণতিদেবীর পুত্রবধূ সোমা মুখোপাধ্যায় পাণ্ডবেশ্বরের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। তিনি জানান, এ দিন দুপুর ২টো নাগাদ বাড়ি ফেরেন। ডাকাডাকি করে কোনও সাড়া না পাওয়ায় দরজা ঠেলে দেখেন, সামনে দাঁড়িয়ে রয়েছে মুখে রুমাল বাঁধা এক দুষ্কৃতী। বাড়ির ভিতরে টিভি চলছে উচ্চস্বরে। সোমাদেবী জানান, তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করায় পাশের পাঁচিল টপকে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। এর পরে প্রতিবেশীদের সাহায্যে তিনি পাঁচিল টপকে বাড়িতে ঢোকেন। ভিতরে গিয়ে দেখেন, সিঁড়ির কাছে শাশুড়ির মৃতদেহ পড়ে রয়েছে। তাঁর হাতে থাকা সোনার বালা নেই।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ জানায়, মৃতার গলায় একটি কালশিটের দাগ রয়েছে। গলায় ফাঁস দিয়েই তাঁকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। পুলিশ দেহটি থানায় নিয়ে যায়। এর পরে ঘটনাস্থলে যান পুলিশ কমাশনার অজয় নন্দ, ডেপুটি কমিশনার শুভঙ্কর সিংহ সরকার এবং দুর্গাপুরের এসডিপিও কাজী সামসুদ্দিন। পুলিশ জানায়, খুনের কারণ এখনও জানা যায়নি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
মৃতার ছেলে, একটি বেসরকারি সংস্থার কর্মী সৌমিক মুখোপাধ্যায় জানান, এ দিন তিনি সংস্থার কাজে সিউড়ি গিয়েছিলেন। ফোনে স্ত্রী-র কাছে ঘটনার খবর পেয়ে বাড়ি ফেরেন। পুলিশের কাছে একটি খুনের মামলা দায়ের করেছেন তিনি।
বৈদ্যনাথপুর পঞ্চায়েতের প্রধান সিপিএমের ক্ষমা মণ্ডল বলেন, “ওই পরিবারটি এলাকায় নির্বিবাদী পরিবার বলেই পরিচিত। দিনের বেলায় থানার সামনে এমন ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত।” দেহটি ময়না-তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
ছিনতাই। ছিনতাইয়ের ঘটনা ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এমএএমসি সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। চার জন দুষ্কৃতী উৎপল সরকার নামে এক বাইক আরোহীকে দড়ি দিয়ে বেঁধে ফেলে ও তাঁর কাছ থেকে মোবাইল, নগদ টাকা ছিনতাই করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |