চাঁদা নিয়ে সংঘর্ষ, জখম ৪ কান্দরায় |
মনসা পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম হলেন চার জন। শুক্রবার কেতুগ্রামের কান্দরার ঘটনা। জখমদের মধ্যে তিন জনকে কাটোয়া মহকুমা হাসপাতালে ও এক জনকে কান্দরা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ সাত জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় দুই তৃণমূল নেতার গোষ্ঠীর গণ্ডগোলেই দুপুরে কান্দরার বায়েনপাড়ায় এই সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বায়েনপাড়ায় মনসা পুজো হবে। তার চাঁদা তোলা নিয়েই দু’টি গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে। একটি গোষ্ঠীর পিছনে রয়েছেন তৃণমূলের কেতুগ্রাম ১ ব্লকের নেতা হারা শেখ। অন্যটির পাশে রয়েছেন দলের যুব নেতা বাচ্চু রায়। এই সংঘর্ষে মদত দেওয়ার জন্য ওই যুব নেতার নামে কেতুগ্রাম থানায় অভিযোগও দায়ের করেছেন অন্য গোষ্ঠীর লোকজন। হারা শেখের দাবি, বাচ্চু রায় দল থেকে বহিষ্কৃত। জখম চার জনই তাঁর গোষ্ঠীর লোক দাবি করে হারা শেখ বলেন, “বাচ্চু সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে আমাদের উপরে আক্রমণ করেছে।” এ দিকে, নিজেকে তৃণমূল যুব সংগঠনের কেতুগ্রাম ১ ব্লক সাধারণ সম্পাদক দাবি করে বাচ্চু রায় বলেন, “বায়েনপাড়ার তৃণমূল বুথ কমিটির সদস্য রাস্তায় দাঁড়িয়ে জোর করে চাঁদা আদায় করছিল। তা দেখে ওই পাড়ার কয়েক জন প্রতিবাদ করলে হারা শেখের লোকজন তাঁদের মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এর মধ্যে আমার ভূমিকা নেই। আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।” কেতুগ্রাম ১ ব্লক তৃণমূল সভাপতি রত্নাকর দে-র দাবি, “দু’টি গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ হয়েছে। তবে এর মধ্যে কোনও রাজনীতি নেই।” তবে সিপিএম নেতা তপন কাজি বলেন, “তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই সংঘর্ষ হয়েছে।”
|
ক্রেতা সুরক্ষা বিষয়ক আলোচনাসভা হল কাটোয়ার সংহতি মঞ্চে। শুক্রবার দুপুরে কাটোয়া পুরসভার একটি সমাজসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী সুনীল তিরকে। ক্রেতাদের সচেতনতার বিষয়ে তিনি দীর্ঘ আলোচনা করেন।
|
বিধান ইনস্টিটিউট ফর গার্লস স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল কংগ্রেস ও তৃণমূল জোট। কংগ্রেসের ব্লক সভাপতি সন্দীপ সরকার জানিয়েছেন, তিনটি আসনের একটিতে তাঁরা এবং বাকি দু’টিতে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। কিন্তু আর কোনও দল প্রার্থী দেয়নি।
|
বিদ্যুৎ চুরি রুখতে ফের অভিযান হল কেতুগ্রামে। শুক্রবার রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম এবং বর্ধমান জেলা ভিজিল্যান্স দফতরের যৌথ উদ্যোগে কেতুগ্রামের খলিপুর ও আরগন গ্রামে অভিযান হয়। খলিপুরে বেআইনি ভাবে চলা ২৫ কেভি ট্রান্সফর্মার আটক করা হয়। আরাগন গ্রামে দু’টি ট্রান্সফর্মারের অবৈধ সংযোগ কাটতে গিয়ে ধরা পড়ে যান পুলিশের হাতে ধরা পড়ে যান শেখ কামাল নামে এক ব্যক্তি। ট্রান্সফর্মার দু’টিও উদ্ধার করা হয়।
|
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
এগারো দিনের টাকা মিটিয়ে দেওয়ার পরেই কাজ শুরু হবে, এই দাবিতে বৃহস্পতিবার বিকেলে একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা কল্যাণ ঘোষের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে জামুড়িয়ার পড়াশিয়া পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রকল্পের সুপারভাইজারকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে কল্যাণবাবুর বিরুদ্ধে। সুপার ভাইজার নির্মল বাউরি বলেন, “ওঁকে আমি বোঝানোর চেষ্টা করি, সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানে চেক আমরা পাঠিয়ে দিয়েছি। ব্যাঙ্ক বা ডাকঘর থেকে টাকা মিলবে। উনি কোনও কথা শুনতে চাননি। উল্টে কাজ চালিয়ে গেলে আমাকে দেখে নেওয়ার হুমকি দেন।” তিনি জানান, আতঙ্কিত হয়ে তিনি কেন্দা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। কল্যাণবাবু বলেন, “এর আগেও অনেকে কাজ করে টাকা পাননি। আমি সেই কারণেই টাকা মিটিয়ে দিয়ে কাজ করাতে বলেছি। কোনও হুমকি দেওয়ার ঘটনা ঘটেনি।” পঞ্চায়েত প্রধান নমিতা বাউরি বলেন, “রাস্তা নির্মাণের কাজ নিয়ে একটি গণ্ডগোল হয়েছিল। তবে মিটে গিয়েছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |