l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
বনেদি বাড়ির পুজোর আচার-বিধি-ভোগ বিশেষত্ব নিয়ে,
কলকাতা-সহ সারা বাংলা খুঁজে হাওয়াবদলের সংকলন
রাজীবের বধ্যভূমিতে বিকেলে গুলি পুলিশকে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
দিদি রিঙ্কু দাসের শ্লীলতাহানি রুখতে গিয়ে ১৪ ফেব্রুয়ারি রাতে দুষ্কৃতীদের হাতে প্রাণ দিয়েছিল রাজীব দাস। ছিনতাইকারীদের হাতে কলকাতা পুলিশের এক কর্মী এবং তাঁর স্ত্রী জখম হন ২ অগস্ট রাতে। শুক্রবার গাড়ির কাগজপত্র পরীক্ষা করার সময় পুলিশকে লক্ষ করে গুলি চালাল দুষ্কৃতীরা। এ বার আর রাতে নয়, বিকেলে। বারাসতে খোদ জেলাশাসকের অফিসের সামনে সাধারণ মানুষ তো দূরস্থান, পুলিশও যে নিরাপদ নয়, এ দিন ফের তার প্রমাণ মিলল। রাজীব-হত্যা এবং পুলিশকর্মীর স্ত্রী আক্রান্ত হওয়ার পরে নিরাপত্তা নিয়ে তুমুল সমালোচনা এবং প্রশাসনের দৌড়ঝাঁপকে তুড়ি মেরেই বারাসতের ওই অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। এ দিন বিকেল সাড়ে ৫টায় সেখানে পুলিশকে লক্ষ করে গুলি চালায় মোটরবাইক আরোহী দুই দুষ্কৃতী। কোনও পুলিশকর্মীর গায়ে গুলি লাগেনি ঠিকই। কিন্তু ওই এলাকার নিরাপত্তার বেহাল দশাকে ফের বেআব্রু করে দিয়েছে এ দিনের ঘটনা। মোটরবাইকের চালক ইসমাইল আলিকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গী পালিয়ে গিয়েছে। ঘটনাস্থলের পাশে আঁস্তাকুড়ে পাওয়া গিয়েছে একটি নাইন এমএম পিস্তল।
বিস্তারিত...
বনগাঁর গ্রামে প্রৌঢ়কে কুপিয়ে খুন,
জখম বিএসএফ জওয়ান
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
পেট্রাপোল স্থলবন্দরের এক বিদেশি মুদ্রা বিনিময় কারবারিকে গলার নলি কেটে, কুপিয়ে খুন করে বাংলাদেশের দিকে পালাল আততায়ীরা। শুক্রবার সকালে সীমান্তঘেঁষা বনগাঁর মধ্য জয়ন্তীপুর গ্রামের ঘটনা। সীমান্ত পেরনোর আগে আততায়ীদের বাধা দিতে গিয়ে তাদের ধারালো অস্ত্রের কোপে জখম হন সীমান্ত রক্ষী বাহিনীর এক জওয়ান। তাঁকে বনগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল ৮টা নাগাদ মধ্য জয়ন্তীপুর গ্রামে বাড়ির কাছেই পায়চারি করছিলেন মজনু মণ্ডল (৫২) নামে ওই ব্যক্তি। আততায়ীরা তাঁর দিকে প্রথমে বোমা ছোড়ে। মজনু প্রাণ বাঁচাতে প্রতিবেশী রণজিৎ বিশ্বাসের বাড়িতে ঢুকে পড়েন। দুষ্কৃতীরা সেখানেই চড়াও হয়ে একটি খাটের উপরে তাঁকে ফেলে কোপায় বলে অভিযোগ। পরে আততায়ীরা বাংলাদেশের সাদিপুর গ্রামের দিকে যাওয়ার চেষ্টা করে। পথে তাদের বাধা দেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানেরা। দুষ্কৃতীরা প্রথমে গুলি চালায়।
বিস্তারিত...
বিমাননগরীর জমির দর নিয়ে বিক্ষোভ অন্ডালে
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল ও বর্ধমান
জমির দাম বাড়ানোর দাবিতে অন্ডালে বিমাননগরী নির্মাণে বাধা দিয়েই চলেছেন কিছু জমিমালিক। শুক্রবার এঁদের দু’টি সংগঠনের তরফে বর্ধমানের অন্ডাল ব্লক অফিসে বিক্ষোভ দেখানো হয়। যা পরিস্থিতি, তাতে সিঙ্গাপুরের সংস্থা চাঙ্গি এই প্রকল্প ছেড়ে বেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ দিন ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে বিডিও-র হাতে দাবিপত্র দেয় জমিমালিকদের দু’টি সংগঠন ‘অন্ডাল ব্লক কৃষক ও খেতমজুর সংগ্রাম কমিটি’ এবং ‘দুবচুড়ুরিয়া কৃষক স্বার্থরক্ষা কমিটি’। তাদের আপত্তি মূলত অধিগ্রহণের জন্য চিহ্নিত ১৯২ একর জমি নিয়ে। দুই সংগঠনের অভিযোগ, জাতীয় সড়কের বেশ কাছে থাকা ওই জমি অধিগ্রহণের প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ। কিন্তু রাজ্য সরকারের ধার্য করা দাম নিয়ে আপত্তি থাকায় জমিমালিকেরা এখনও চেক নেননি। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বছরখানেক আগে জমির দর ঠিক করতে সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছিল রাজ্য সরকার। সেখানে জেলা প্রশাসনের প্রতিনিধিরা মত দেন, জমির দাম আরও বাড়ানো যেতে পারে।
বিস্তারিত...
স্কুলে সংঘর্ষ, সিপিএমের লোকাল সম্পাদক ধৃত
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর
মিড-ডে মিলের রান্না নিয়ে সংঘর্ষের জেরে সিপিএমের পাণ্ডবেশ্বর লোকাল কমিটির সম্পাদক মানিক রুইদাসকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাঁর সঙ্গে ধরা হয়েছে স্থানীয় তৃণমূল নেতা পবন রুইদাসকেও। বৃহস্পতিবার বর্ধমানের পাণ্ডবেশ্বরে বৈদ্যনাথপুর মুচিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে দু’পক্ষে সংঘর্ষ হয়েছিল। তার জেরেই দু’জনকে ধরা হয়েছে। কিন্তু এ দিনই ফের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের রুইদাসপাড়ায় সিপিএম-তৃণমূল সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। সিপিএমের অভিযোগ, মিথ্যা অভিযোগে তাদের নেতাকে ধরা হয়েছে। পুলিশ অবশ্য তা মানতে চায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ১১টা নাগাদ ওই স্কুলের অদূরে সিপিএম-তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। তৃণমূলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন চক্রবর্তীর অভিযোগ, সিপিএমের লোকাল কমিটির সম্পাদক মানিক রুইদাস ও তাঁর ছেলে সোমনাথ রুইদাসের নেতৃত্বে এক দল সিপিএম সমর্থক তৃণমূল নেতা বিশ্বরূপ মুখোপাধ্যায়ের বাড়িতে চড়াও হয়।
বিস্তারিত...
সুশান্তের চিকিৎসায় পক্ষপাত কি না তদন্ত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
কঙ্কাল-কাণ্ডে অভিযুক্ত সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষের চিকিৎসায় কোনও পক্ষপাতিত্ব ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দফতর। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদ্রোগ বিভাগের প্রধান চিকিৎসক সুধাংশুশেখর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ওই তদন্তের রিপোর্ট সাত দিনের মধ্যে স্বাস্থ্য দফতরে জমা দিতে বলা হয়েছে। এসএসকেএম হাসপাতালের যে-সব চিকিৎসক সুশান্তবাবুর চিকিৎসার দায়িত্বে ছিলেন, আজ, শনিবার তাঁদের সঙ্গে কথা বলবে তদন্তকারী দল। শুক্রবার সিপিএমের এক দল নেতা জেলে সুশান্তবাবুর সঙ্গে দেখা করেন। তদন্তকারীরা কী কী দেখবেন? তদন্তকারী দলকে যে-সব বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে, তার মধ্যে আছে: • সুশান্তবাবুকে ইনটেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি করার দরকার ছিল কি না। • সিপিএমের ওই প্রাক্তন মন্ত্রীর জন্য মেডিক্যাল বোর্ড গঠনের ব্যাপারে অকারণ দেরি করা হয়েছে কি না। • অ্যাঞ্জিওপ্লাস্টির কোনও প্রয়োজন ছিল কি না ইত্যাদি। সিআইডি-র হেফাজতে থাকার সময়েই, গত ১৩ অগস্ট রাতে বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করানো হয় সুশান্তবাবুকে।
বিস্তারিত...
অভাবে না দমে সেরার শিরোপা রাহিয়ার
মহেন্দ্র জেনা • বোলপুর
রাজদীপ বন্দ্যোপাধ্যায় • বাঁকুড়া
দৃষ্টিহীনদের জন্য সে অভিনব দাঁড়িপাল্লা তৈরির নকশা বানিয়েছে। আঁধার তার বাড়িতেই। ওই যন্ত্র তৈরি করে সে দৃষ্টিহীনদের স্বনির্ভর করার স্বপ্ন দেখে। বাড়িতে তার চরম অনটন। অর্থের অভাবে বিজ্ঞানের বদলে কলা নিয়ে পড়তে হয়েছে। কিন্তু উদ্ভাবনের নেশা তার কমেনি। স্রেফ ওই নেশা এবং অবশ্যই অধ্যবসায়ের জোরে ওই দাঁড়িপাল্লার নকশা তৈরি করে রাহিয়া খাতুন জিতে নিয়েছে এ রাজ্যের সেরার শিরোপা। বোলপুরের মহিদাপুর গ্রামের মির্জাপাড়ায় খড়ের চালার এক কামরার মাটির বাড়ি। বিপিএল কার্ড নেই। জোটেনি ইন্দিরা আবাস যোজনায় মাথা গোঁজার একটা ঠাঁই। অভাবে দুই দিদি স্কুলের গণ্ডি পেরোতে পারেনি। দু’বেলা ঠিকমতো খাবারও জোটে না আট জনের সংসারে। এমনই পরিবারের মেয়ে রাহিয়া ‘ন্যাশনাল লেভেল এগ্জিবিশন অ্যান্ড প্রোজেক্ট কম্পিটিশন, ২০১১’-য় পেয়েছে সেরার পুরস্কার। সম্প্রতি দিল্লিতে গিয়ে সে পুরস্কার নিয়ে এসেছে। ছয় ভাইবোনের মধ্যে সে সেজো। বাবা শেখ মকবুল ও মা নাপেসা বিবি অক্ষর জ্ঞানহীন। মকবুলের দিনমজুরির সামান্য আয়ে সংসার চলে। বাড়িতে ছিটেবেড়ার মাচার উপর ছোট্ট কুঠুরি।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
মামলার হুমকি
প্রাক্তন বিধায়কের
কংগ্রেসে দুই গোষ্ঠীর
কোন্দল প্রকাশ্যে
দক্ষিণবঙ্গ
কলেজ-শিক্ষকদের
তালাবন্দি করে বিক্ষোভ
সন্ধ্যা নামলেই গঙ্গার ঘাট
চলে যায় নেশাড়ুদের দখলে
বর্ধমান
জোর করে স্কুলে ঢুকতে
গিয়ে ধৃত প্রাক্তন শিক্ষক
প্রধান শিক্ষকের বিরুদ্ধে
থানায় অভিযোগ বিডিও-র
পুরুলিয়া
লরির ধাক্কায় মৃত্যু,
অবরোধ বিষ্ণুপুরে
জঙ্গলমহলে দুঃস্থদের
জন্য এ বার দু’টাকা
দরে ৫৫ কেজি চাল
মুর্শিদাবাদ
‘রাজনীতি’ ভুলে
পরস্পরের পাশে চরবাসীরা
রাতের নবদ্বীপ নিয়ে
উদ্বেগ বাড়ছে শহরে
মেদিনীপুর
দুঃস্থদের নিখরচায়
পড়ানোর উদ্যোগ
অফিসে বাহিনীর ক্যাম্প,
দু’টি চক্রের কাজে সঙ্কট
কলকাতা
২৭.৪/২৪.৫
আজকের দিনে
•
১৯৭৬:
অভিনেতা
বিবেক ওবেরয়ের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.