সরকারি টাকা ‘আত্মসাৎ’ করেছেন বলে শিবলুন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক দুধকমল হালদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন কেতুগ্রাম ২ বিডিও হেমন্ত ঘোষ। বৃহস্পতিবার বিডিও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত-রিপোর্ট কেতুগ্রাম থানায় জমা দেন। শুক্রবার বিকেলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি টাকা ‘আত্মসাৎ’ করার অভিযোগ এনে মামলা শুরু করা হয়। |
তুলে নিলেও মুদি দোকানী ও শিবলুনের স্কুলে যে স্বনির্ভর গোষ্ঠী মিড-ডে মিল রাঁধে, তাদের ১১ জন মহিলা প্রায় ৯ মাস কোনও টাকা পাননি। প্রসঙ্গত, শুধুমাত্র মুদি দোকানেই ১৭ হাজার টাকা বাকি থাকায় মাসখানেক ওই স্কুলে মিড-ডে মিল রান্না হয়নি।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন বিডিও হেমন্ত ঘোষ। তদন্তে গ্রামবাসীদের অভিযোগের সত্যতা উঠে আসে। এর পরেই দুধকমল হালদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিডিও। কেতুগ্রাম থানার আইসি রঞ্জন সিংহ বলেন, “কয়েক দিন আগে স্কুল পরিচালন সমিতির সভাপতি ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ডায়েরি করেছিলেন। শুক্রবার বিডিও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।” যদিও অভিযুক্ত প্রধান শিক্ষকের দাবি, “আমি সৎ। আমাকে ফাঁসানো হল।” |