|
|
|
|
জঙ্গলমহলে দুঃস্থদের জন্য এ বার দু’টাকা দরে ৫৫ কেজি চাল |
রাজদীপ বন্দ্যোপাধ্যায় • বাঁকুড়া |
জঙ্গলমহলের দুঃস্থ পরিবারকে দু’টাকা কেজি দরে মাসে ৩৫ কেজি চাল বিলি করার কথা নতুন রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল। এ বার সেই চালের পরিমাণ বাড়িয়ে ৫৫ কেজি করা হল। শুক্রবার বাঁকুড়া জেলায় এসে একথা জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, “জঙ্গল মহলের রেশনের দোকান থেকে দুঃস্থ পরিবার পিছু ৩৫ কেজি করে চাল বিলি করার কথা আগে ঘোষণা করা হয়েছিল। এবার তা বাড়িয়ে ৫৫ কেজি করা হয়েছ।” সিমলাপালে ব্লক অফিসে এ দিন ওই প্রকল্পের উপভোক্তাদের বিশেষ কার্ড বিলি করার সময় মন্ত্রী এ কথা জানান। জঙ্গল মহলে রেশন ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার জন্য নতুন ১২০টি রেশন দোকান খোলা হচ্ছে বলে তিনি জানান।
রাজ্য সরকার ঘোষণা করেছিল, জঙ্গল মহলের যে সব আদিবাসীর বার্ষিক আয় ৪২ হাজার টাকা ও অ-আদিবাসীর বার্ষিক আয় ৩৬ হাজার টাকার নীচে, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। ইতিমধ্যেই প্রশাসন এই পরিবারগুলিকে চিহ্নিত করে কার্ড বিলি করা শুরু করেছে। সাংবাদিকদের মন্ত্রী বলেন, “অনেক এলাকায় রেশন দোকান দূরে। তাই তিন জেলার জঙ্গল মহলে ১২০টি ও বাঁকুড়ার বাকি এলাকায় ৩০টি নতুন রেশন দোকান খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে জঙ্গলমহলে ৪৩ টি ও বাঁকুড়ার বাকি এলাকায় ১৬টি নতুন রেশন দোকান চালু করা হয়েছে।” তাঁর আশ্বাস, “দুর্গা পুজোর মধ্যে বাকি রেশন দোকানগুলি চালু করার চেষ্টা করা হচ্ছে।”
ভুয়ো রেশন কার্ড ধরার ব্যাপারে মন্ত্রী আধিকারিকদের আরও তৎপর হওয়ার জন্য নির্দেশ দেন। সাংবাদিকদের তিনি বলেন, “যাদের কাছে ভুয়ো রেশন কার্ড রয়েছে, তাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিকটবর্তী খাদ্য সরবরাহ অফিসে তা জমা দিতে বলছি। তা নাহলে পরে ওই সব কার্ড ধরা পড়লে কার্ডের মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি জানান, গত তিন মাসে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৪ লক্ষ ভুয়ো রেশন কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।
সকালে তালড্যাংরা ও সিমলাপালে দুই রেশন ডিস্ট্রিবিউটরের গুদাম মন্ত্রী পরিদর্শন করেন। বড়জোড়ার একটি ধান মিলে গিয়ে তিনি চাষিদের ১০০০ টাকা প্রতি কুইন্ট্যাল হিসেবে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমের অনুমোদিত চাল মিল গুলিতে ধান বিক্রি করার জন্য বলেন। তিনি জানান, আট কিমি’র বেশি দূর থেকে চাল নিয়ে এলে চাষিদের ভাড়া দেওয়া হবে। দুপুরে বাঁকুড়ার সার্কিট হাউসে তিনি জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। |
|
|
|
|
|