l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
জলের মাঝে শতাধিক দ্বীপ ভেসে রয়েছে একা একা। কিন্তু তারা নিজেদেরকে জুড়ে
নিয়েছে মাঝারি চওড়া ক্যানালের মাধ্যমে— ভেনিস। জলের কথা উঠল যখন,
ঘুরে আসা যাক তবে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকেও। সেখানে রয়েছে জল-ঘেরা
প্রচুর দ্বীপ। এই দুই জায়গার ‘জলের গল্প’ নিয়ে এ সংখ্যার
আপনার কলমে
।
সঙ্গে
ফোটো শপে
পিন্ডারি যাওয়ার বর্ণনা, অবশ্যই ক্যামেরায়।
মা ও দুই ছেলের ঝুলন্ত দেহ নবদ্বীপে
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ
একই ঘরে মা ও দুই ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নবদ্বীপের পোড়ামাতলায়। মৃতেরা হলেন, মৃদুলা সাহা (৫৫), সঞ্জয় সাহা (৩৫) ও সমরেশ সাহা (৩০)। তিন জনেরই গলায় নাইলনের দড়ির ফাঁস দেওয়া ছিল। সঞ্জয় ও সমরেশের পকেট থেকে দু’টি ‘সুইসাইড নোট’ পাওয়া গিয়েছে। তাতে তাঁরা দু’জনেই বড় ছেলে সঞ্জয়ের স্ত্রী পায়েল সাহা ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে ‘মানসিক নির্যাতন’ করার অভিযোগ করেছেন। সঞ্জয়ের স্ত্রীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নদিয়ার পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “সুইসাইড নোটে বড় ছেলের স্ত্রীর দিকেই পারিবারিক অশান্তি তৈরির করার অভিযোগ করা হয়েছে। আমরা তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করছি। এই অভিযোগের ভিত্তিতেই তদন্তও শুরু হয়েছে। তদন্তে অন্য কোনও দিক উঠে এলে, আমরা তা-ও খতিয়ে দেখব।” এই দিন রাতে পায়েলের বাবা গোপাল সাহা বালেশ্বর থেকে নবদ্বীপে আসেন। তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বিস্তারিত...
উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে ধসের আশঙ্কা পাহাড়ে
নিজস্ব প্রতিবেদন
বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড় থেকে সমতল সর্বত্রই রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সঙ্কেত জারি করেছে কোচবিহার জেলা প্রশাসন। মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারের শহরতলি এমনকী শহরের কিছু কিছু এলাকাও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নিকাশি নালা উপচে জল রাস্তায় উঠে যাওয়ায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। পাহাড়ের তিন মহকুমা দার্জিলিং সদর, কালিম্পং, কার্শিয়াংয়ে টানা তিন দিন ধরে অনবরত বৃষ্টি চলায় ফের ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার মংপংয়ে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছিল ডুয়ার্স থেকে সিকিম ও শিলিগুড়ি যাওয়ার ৩১ নম্বর জাতীয় সড়ক। দার্জিলিং জেলা প্রশাসনের এক কর্তা বলেন, “প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় আমরা প্রস্তুত।” বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয় মালদহে। দোকানপাট কম খুলেছে। বাজারও দেরিতে বসে। রাস্তায় লোক চলাচল কম। হরিশ্চন্দ্রপুরে নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়ে। বাজার, বাসস্ট্যাণ্ডের পাশাপাশি কামবিধু মোড় থেকে হরিশ্চন্দ্রপুর হাইস্কুলগামী রাস্তাতেও এক হাঁটু জল। খানাখন্দে ভরা রাস্তার জন্য ছাত্রছাত্রী থেকে সাধারণ বাসিন্দাদের যাতায়াতে সমস্যা হচ্ছে।
বিস্তারিত...
ট্রেলারের ধাক্কায় মুম্বই রোডে বাবা-ছেলের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া
ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহী বাবা ও ছেলের। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে হাওড়ার উলুবেড়িয়ায় জেলেপাড়া সেতুর কাছে মুম্বই রোডে। মৃত মাবুদ খান (৪৫) ও তাঁর ছেলে মাসুদ (১৭) বাগনানের খাজুরনান গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পরে স্থানীয় যুবকেরা একটি গাড়ি নিয়ে ট্রেলারটিকে ধাওয়া করেন। ধুলাগড়ি টোল-প্লাজার কাছে তাঁরা ট্রেলারটিকে ধরে ফেলেন। চালককে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাবুদ উলুবেড়িয়া মহকুমা আদালতে মুহুরির কাজ করতেন। মাসুদ এ বার উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তির চেষ্টা করছিল। মাস কয়েক ধরে মাবুদ ছেলেকে আদালতে আনছিলেন তাঁর কাজ শেখাতে। প্রতিদিনের মতো এ দিনও মাবুদই বাইক চালিয়ে আদালতে আসছিলেন। পিছনে বসেছিল মাসুদ। মুম্বই রোডে একটি ১২ চাকার ট্রেলার তাঁদের পিছনে আসছিল। নিমদিঘি ছাড়িয়ে জেলেপাড়া সেতুর কাছে মাবুদ বাইকটি ডান দিকে ঘুরিয়ে উলুবেড়িয়া শহরে ঢোকার রাস্তা ধরতে যাচ্ছিলেন। তখনই ট্রেলারটি ধাক্কা মারে। বাবা-ছেলে দু’জনেই বাইক ছেকে ছিটকে পড়েন। ট্রেলারের পিছনের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই মাবুদের মৃত্যু হয়। কাছেই ইএসআই হাসপাতালে আনার পথে মারা যায় মাসুদ। এই খবর পৌঁছতে শোকের ছায়া নেমে আসে উলুবেড়িয়া মহকুমা আদালতে। দুর্ঘটনার পরে ট্রেলারটিকে দ্রুত গতিতে পালাতে দেখে একটি গাড়ি নিয়ে স্থানীয় কয়েক জন যুবক ধাওয়া করেন। ধুলাগড়ি টোল প্লাজার কাছে তাঁরা ট্রেলারটি ধরে ফেলেন। চালককে মারধর করা হয়। এক যুবক জানান, সেই সময়ে ট্রেলারটির খালাসি রড দিয়ে তাঁদের এক জনকে মারে। পুলিশ ট্রেলারের চালক এবং খালাসিকে গ্রেফতার করেছে। আটক করা হয় ট্রেলারটি।
বিস্তারিত...
পালিত হুল উৎসব
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
সাঁওতাল বিদ্রোহ ও সিদো-কানহোর স্মৃতিতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েই পালিত হল হুল উৎসব। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম থেকে মেদিনীপুর, গোয়ালতোড় সর্বত্রই ছিল নানা অনুষ্ঠানের আয়োজন। জেলা প্রশাসনের উদ্যোগে হুল উৎসবের প্রধান আয়োজনটি ছিল গোপীবল্লভপুরে। জেলা পরিষদ চত্বরেও অনুষ্ঠান হয়। সিদো-কানহোর মূর্তিতে মালা দেন সভাধিপতি অন্তরা ভট্টাচার্য-সহ কর্মাধ্যক্ষরা। ঝাড়গ্রামের সুভাষপল্লিতে বিরসা টোলা খেরওয়াল গাঁওতা ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি দশরথ হেমব্রম বলেন, “মুমুর্ষু রোগীদের পাশে দাঁড়াতেই আমাদের এই উদ্যোগ।” ঝাড়গ্রামেরই একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের উদ্যোগে সকালে বেরোয় পদযাত্রা। পরে অনুষ্ঠানে আসেন জেলা প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান স্বপন মুর্মু। চন্দ্রকোনা রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা-সহ বিশিষ্টজনেরা। দিনটি পালিত হয়েছে গোয়ালতোড়েও। মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে কৃতী তফসিলি উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর (সদর)-এর মহকুমাশাসক সুরজিৎ রায়। রক্তদান শিবিরেরও আয়োজন ছিল। ব্লক অফিসের কর্মীরা রক্ত দেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কয়েকটি আদিবাসী সাংস্কৃতিক সংস্থা। সদর ব্লকের বিডিও অয়ন নাথ বলেন, “কৃতী ছাত্রছাত্রীদের আরও উৎসাহ দিতেই সংবর্ধনা। আমরা ওদের পাশেই রয়েছি।”
বিস্তারিত...
দুর্গাপুরে ধরাই হল না পুলকার
নিজস্ব প্রতিবেদন
সময়সীমা শেষ হতেই প্রতিশ্রুতি মতো রাস্তায় নেমেছে আসানসোল মহকুমা প্রশাসন। কিন্তু যেখানে ছাত্রীর অপমৃত্যুর জেরে সারা জেলায় পুলকারের উপরে নতুন নজরদারি শুরু হয়েছে, সেই দুর্গাপুরের পরিবহণ কর্তা ‘বৈঠক’ করেই সারা দিন কাটিয়ে দিলেন। তাঁর সাফাই অন্তত তেমনই। মহকুমাশাসক অবশ্য দাবি করেছেন, কিছুটা অভিযান হয়েছে। শহর জুড়ে বেআইনি পুলকারের দাপাদাপি বন্ধ করতে বুধবারই ২৪ ঘন্টার সময়সীমার কথা জানিয়েছিল দুর্গাপুর ও আসানসোল মহকুমা প্রশাসন। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই ধরপাকড় শুরু হয় আসানসোলে। অভিযানের নেতৃত্ব দেন মহকুমাশাসক সন্দীপ দত্ত। দুর্গাপুরে বুধবার পাঁচটি গাড়ি ধরা হলেও এ দিন কার্যত কিছুই হয়নি। বরং কর্তৃপক্ষ পরস্পরবিরোধী কথা বলছেন। দুর্গাপুরের সহকারী আঞ্চলিক পরিবহণ আধিকারিক অনিমেষ সিংহ রায়ের ‘যুক্তি’, তিনি জরুরি বৈঠকে ব্যস্ত থাকায় অভিযান করা যায়নি। মহকুমাশাসক মৌমিতা বসু আবার দাবি করেন, “সকালে কয়েকটি স্কুলের সামনে অভিযান চালানো হয়েছে। তবে তেমন বেহাল গাড়ি পাওয়া যায়নি। আগামী সাত দিন তো বটেই, প্রয়োজনে তার পরেও লাগাতার অভিযান চলবে।” অভিজ্ঞতা বলছে, অবৈধ পুলকার ধরতে কোনও অভিযানের আয়ুই বড় জোর এক সপ্তাহের বেশি হয় না। তার পরে যে কে সেই। সোমবার দুর্গাপুরের কাছেই স্কুলবাস থেকে পড়ে ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর পরে ফের নড়ে বসেছে প্রশাসন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
তারুণ্যকে প্রাধান্য
সব দলেই
বরো অফিসে কর্মীদের
চাঙ্গা করলেন গৌতম
দক্ষিণবঙ্গ
তছরুপের অভিযোগ প্রধান ও নির্মাণ সহায়কের বিরুদ্ধে
দুই অঙ্গনওয়াড়ি কর্মীর
বিরুদ্ধে এফআইআর দায়ের
বর্ধমান
হিসেবই নেই পুলকারের
জামুড়িয়ার ওসি
হলেন মাধব মণ্ডল
পুরুলিয়া
চাল বিলি নিয়ে বিক্ষোভ
রাস্তা সংস্কার হয়নি,
বন্ধ বাস চলাচল
মুর্শিদাবাদ
যাবজ্জীবন তৃণমূল
পঞ্চায়েত সদস্যের
খন্দ-খানায়
ক্ষতবিক্ষত রাস্তাঘাট
মেদিনীপুর
সংস্কার সত্ত্বেও প্রতি
বর্ষায় ভাঙে বাঁধ
কলকাতা
৩২.৮/২৭.৬
আজকের দিনে
•
১৮৬০:
মার্কিন আবিষ্কর্তা চার্লস
গুডইয়ারের মৃত্যু।
•
১৯৪৮:
পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের
উদ্বোধন করলেন মহম্মদ আলি জিন্না।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
শ্রেণিবদ্ধ
অনিবার্য কারণবশত এখন
থেকে আর
পাত্র-পাত্রী
প্রকাশিত হবে
না। এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.