|
|
|
|
দুই অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের |
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
শিক্ষাগত যোগ্যতা গোপন করে চাকরি করার অভিযোগ উঠল খানাকুল-১ ব্লকের অধীন দু’টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুই কর্মীর বিরুদ্ধে। খানাকুল-১ পঞ্চায়েতের উবিদপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুক্লা পাত্র এবং অরুন্ডা পঞ্চায়েতের কেদারপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পারমিতা সামন্ত নামে ওই দুই কর্মীর বিরুদ্ধে এ ব্যাপারে মঙ্গলবার থানায় এফআইআর দায়ের করেছেন সিডিপিও তথাগত নাগ। দুই অভিযুক্তই প্রায় এক বছর ধরে চাকরি করছিলেন।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খানাকুল-১ ও ২ নম্বর ব্লকের অধীন বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্তত ৮০ জন কর্মী শিক্ষাগত যোগ্যতা গোপন করে চাকরি করছেন বলে বেশ কিছু দিন ধরেই অভিযোগ উঠছিল। ওই অভিযোগ তুলছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির কর্মীদের একাংশই। বিধানসভা ভোট মেটার পরে এ ব্যাপারে তদন্ত শুরু করে প্রশাসন।
সেই তদন্তেই শুক্লাদেবী এবং পারমিতাদেবী শিক্ষাগত যোগ্যতা গোপন করেছেন বলে প্রমাণিত হয় বলে জানিয়েছেন আরামবাগের মহকুমাশাসক অরিন্দম নিয়োগী। প্রসঙ্গত, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অধীন। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল, মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক স্তর অনুত্তীর্ণ।
মহকুমাশাসক বলেন, “তদন্তে জানা গিয়েছে, শুক্লাদেবী এবং পারমিতাদেবী স্নাতক। সেই তথ্য গোপন করে তাঁরা চাকরি করছিলেন। তাঁরা যতদিন কাজ করছেন, তত দিনের বেতনের টাকা তাঁদের ফেরত দিতে বলা হয়েছিল। নির্দিষ্ট সময় পর্যন্ত তা না দেওয়ায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হল।” পুলিশ জানায়, অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।
তাঁরা যে স্নাতক, সে কথা অস্বীকার করেননি শুক্লাদেবী এবং পারমিতাদেবী। শুক্লাদেবী বলেন, “আমরা যোগ্যতা অনুযায়ী অনেক চেষ্টা করেও চাকরি পাইনি। তাই এই চাকরির জন্য আবেদন করি। এখন আমাদের চাকরি গেলে সংসার চালানো দায় হবে।” একই বক্তব্য পারমিতাদেবীরও। মহকুমাশাসক বলেন, “আরও অনেক অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে তথ্য গোপন করে চাকরি করার অভিযোগ রয়েছে। সবই তদন্ত হবে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বেতনের টাকা ফেরত দিতে হবে। নচেৎ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী জানান, তাঁরা আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন। |
|
|
|
|
|