উত্তরবঙ্গ |
উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে
ধসের আশঙ্কা পাহাড়ে |
নিজস্ব প্রতিবেদন: বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড় থেকে সমতল সর্বত্রই রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সঙ্কেত জারি করেছে কোচবিহার জেলা প্রশাসন। মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারের শহরতলি এমনকী শহরের কিছু কিছু এলাকাও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নিকাশি নালা উপচে জল রাস্তায় উঠে যাওয়ায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। পাহাড়ের তিন মহকুমা দার্জিলিং সদর, কালিম্পং, কার্শিয়াংয়ে টানা তিন দিন ধরে অনবরত বৃষ্টি চলায় ফের ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। |
|
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: দলের তরুণ নেতৃত্বকে সামনে রেখে রায়গঞ্জ পুরভোটে লড়াইয়ে নেমেছে কংগ্রেস-তৃণমূল জোটের পাশাপাশি বামেরাও। পুরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে ২৫-৪৫ বছর বয়সী ১৪ জনকে প্রার্থী করেছে কংগ্রেস-তৃণমূল জোট। একই ভাবে বামেরা প্রার্থী করেছে ১৬ জন তরুণ প্রার্থীকে। গত বছর বামেরা এই পুরসভার ৮ জন তরুণকে প্রার্থী করে। তার মধ্যে বিজয়ী হয় ২ জন। কংগ্রেস টিকিট দেয় ১১ জনকে। |
তারুণ্যকে প্রাধান্য
সব দলেই |
|
বর্ষা-বেহাল রাস্তায়
বিচ্ছিন্ন গ্রামাঞ্চল |
বরাদ্দ বাড়াতে
মমতার কাছে সাবিত্রী |
|
সেন্টার ফর এক্সেলেন্স’ হিসাবে গড়ে তুলতে আগ্রহী রাজ্য সরকার |
|
বাড়তি টাকার দাবি ভর্তিতে |
মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কলেজ |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
বরো অফিসে কর্মীদের চাঙ্গা করলেন গৌতম |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: বর্ষার মরসুমে মেয়র ইস্তফা দিলেও শহরের নাগরিক পরিষেবায় যাতে বিঘ্ন না-ঘটে, সে জন্য বরো অফিসগুলিতে গিয়ে অফিসার-কর্মীদের উদ্দীপ্ত করার চেষ্টা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে ৩টি বরো অফিসে যান গৌতমবাবু। তিনি অফিসার-কর্মীদের কাছে জানতে চান, তাঁদের কাজ করতে দৈনন্দিন কী ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে। সমস্যার কথা শুনে সমাধানের জন্য সঙ্গে সঙ্গেই পুর কমিশনার পাশাং নরবু ভুটিয়া, সচিব কাজল সাহাকে নির্দেশ দেন। |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ির হাসমিচক লাগোয়া বিধান রোডে এসজেডিএ এবং বেসরকারি সংস্থার উদ্যোগে একটি বাণিজ্যিক ভবন তৈরির কাজ চলছে। পার্কিং ব্যবস্থা করার জন্য রেলের তরফে ওই জমি অল্প দামে দেওয়া হয়েছিল। অথচ সেখানে ওই কাজ না হওয়ায় প্রশ্ন তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার ওই নির্মীয়মাণ ভবন পরিদর্শনও করেন মন্ত্রী। এ ব্যাপারে বর্তমানে এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্যের সঙ্গেও তিনি কথা বলেছেন। |
শহর সাজতে উদ্যোগী
মন্ত্রী, পুরসভাও |
|
ডিআই-কে স্মারকলিপি
অভিভাবকদের |
|
|
টুকরো খবর |
|
|