টুকরো খবর

গোষ্ঠীদ্বন্দ্ব
হাট সংগ্রাম কমিটি এবং মহকুমা ব্যবসায়ী সমিতির বিরোধে সমস্যা বেড়েছে প্রশাসনিক কর্তাদের। সংগ্রাম কমিটির বক্তব্য, কালীবাড়ি চত্বরেই হাট বসুক। ব্যবসায়ী সমিতির দাবি, রায়ডাকের চরে বসানো হোক হাট। দুটি সংগঠন তৃণমূল প্রভাবিত। দুটি সংগঠনেই দলের দুই বিধায়কের নিয়ন্ত্রণ। এই পরিস্থিতি ৫ জুলাই দুই বিধায়ক এবং দুই সমিতির কর্তাদের নিয়ে বৈঠকের আয়োজন করছেন মহকুমা প্রশাসন। হাট সংগ্রাম কমিটি নাটাবাড়ির বিধায়ক জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। আর মহকুমা ব্যবসায়ী সমিতির সঙ্গে ঘনিষ্টতা রয়েছে দলের তুফানগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায়প্রধানের। তাই বৈঠকে ওই দুই বিধায়ককেও ডেকেছে প্রশাসন। মহকুমাশাসক অদীপ রায় বলেন, “এক পক্ষ রায়ডাক চরে হাটের দাবিতে স্মারকলিপি দিয়েছে। অন্য পক্ষ কালীবাড়ি এলাকাতেই হাট রাখার পক্ষপাতী। কাগজপত্র দেখা হচ্ছে। ৫ জুলাই-এর বৈঠকে সমস্যা মেটানোর চেষ্টা করা হবে।” পুলিশ সুপার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “এলাকায় পুলিশি টহল চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” বৃহস্পতিবার শহর লাগোয়া রায়ডাক নদীর চর এলাকায় হাট চালুর দাবিতে ব্যবসা বন্ধের ডাক দেয় মহকুমা ব্যবসায়ী সমিতি। সমিতির ডাকা বন্ধে দোকান, বাজার বন্ধ ছিল। উত্তেজনা থাকায় এদিন সকাল ৬টা থেকে রাত ৮টা হাট চত্বরে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। হাট সরানো হলে বড় আন্দোলনের হুমকি দিয়েছে সংগ্রাম কমিটির সদস্যরা।

ধৃত প্রাক্তন প্রধান
আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ে হামলা, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম প্রধান। বৃহস্পতিবার বাড়ি থেকে ওই সিপিএম নেতাকে পুলিশ আদালতে পাঠায়। ধৃত সিপিএম নেতার নাম খুরসেদ আলি। এদিন ওই সিপিএম নেতাকে পুলিশ আদালতে হাজির করলে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক শুভাশিস ঘোষাল তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ইসলামপুরের মহকুমা পুলিশ আধিকারিক ইন্দ্র চক্রবর্তী বলেন, “খুরসেদ আলির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আজই সকালে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালত ওই অভিযোগের বিচার করবে।”

পঞ্চায়েতে ভাঙচুর
রাস্তার দাবি জানাতে দিয়ে পঞ্চায়েত দফতরে প্রধান-কর্মী-আধিকারিকদের না-পেয়ে গ্রামবাসী ব্যাপক ভাঙচুর চালালেন। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ মালদহে কাজীগ্রাম পঞ্চায়েতে ওই ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তাল হয়ে উঠেছে। মালদহ থেকে বিশাল পুলিশ বাহিনী ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জেলা পুলিশ সুপার ভুবন মণ্ডল বলেন, “কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগে নওদাপাড়ার বাসিন্দাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।” পঞ্চায়েতে হামলার পঞ্চায়েতের সিপিএম প্রধান দুলাল মণ্ডল বলেন, “সিপিএমের পঞ্চায়েত বলেই উদ্দেশ্যপ্রণোদিত কংগ্রেসিরা ভাবে হামলা চালিয়েছে।

মারধরে ধৃত চার
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগে চার যুবককে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতে চাঁচলের মালতিপুরে চাঁচল-২ নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ঘটনাটি ঘটে। মোটর সাইকেল থেকে পড়ে আহত এক যুবকের চিকিৎসা দেরিতে শুরু করার অভিযোগ তুলে তাঁকে মারধর করা হয়েছে বলে ওই চিকিৎসক পুলিশকে অভিযোগ করেছেন। বিষয়টি টের পেয়ে বাসিন্দারা এসে অভিযুক্তদের আটকে রাখে। পরে পুলিশ এসে চারজনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে আহত যুবকও রয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল মানিরুল ইসলাম, মাজারুল ইসলাম, হাসানুজ্জামান এবং শেখ মাসরেলকুল। প্রত্যেকেই চাঁচলের দামাইপুরের বাসিন্দা। মানিরুল মোটর সাইকেল থেকে পড়ে জখম হয়েছিলেন। চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক সন্দীপ মণ্ডল বলেন, “চিকিৎসককে মারধরের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা দেওয়ার মামলা করা হয়েছে।” বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে নিরাপত্তা নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য কর্তারা। চাঁচল-২ ব্লকের বিএমওএইচ বিমল কৃষ্ণ রায় বলেন, “আগেও এ ধরনের ঘটনা ঘটেছে।”

ট্রেন চালুর প্রক্রিয়া শুরু
রাধিকাপুর-এনজেপি ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন চালুর প্রক্রিয়া শুরু হওয়ায় রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জের বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া দেখা দিয়েছে। বৃহস্পতিবার উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ট্রেন চালুর বিষয়টি জানানো হয়েছে। ট্রেনটির দিনক্ষণ এখনও ঠিক না হলেও সময়সূচি ও স্টপের বিষয়টি রেলের তরফে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেস এবং ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল রেল প্রতিমন্ত্রী মুকুল রায়ের সঙ্গে দেখা করে বিভিন্ন দাবির পাশাপাশি এই রুটে ট্রেন চালানোর দাবি করেছিলেন। জেলা তৃণমূল সভাপতি অসীম ঘোষ বলেন, “৬ জুলাই কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় রায়গঞ্জ এসে দিন ঘোষণা করবেন।”

পাশে জেলা পুলিশ
ডুয়ার্সের শামুকতলার ছাত্রী সুপ্রিয়া দেবনাথের পাশে দাঁড়াল কোচবিহার জেলা পুলিশ। বৃহস্পতিবার জেলার পুলিশ সুপার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিয়ার হাতে ১০ হাজার টাকা তুলে দেন। সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর দেখে কোচবিহারের ডিএসপি রানা মুখোপাধ্যায় সুপ্রিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। সুপ্রিয়া বলেন, “ডিএসপি’র ফোন পেয়ে কোচবিহারের এসেছিলাম। পুলিশ অফিসাররা পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ায় ভরসা পেলাম।”

প্রতারক ধৃত
চাকরি দেওয়ার নাম করে প্রতারণায় এক ব্যক্তিকে গ্রেফতার করল আমবাড়ি ফাঁড়ির পুলিশ। বুধবার রাতে রাজগঞ্জের শিকারপুরের বটতলা এলাকা থেকে ধৃতের নাম পরিমল সরকার। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সুনীল রায় ও পলাশ দে নামে আরও দুই ব্যক্তিকে খুঁজছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ক’দিন আগে অভিযুক্তদের মধ্যে সুনীল রায় নামে একজন স্থানীয় হরিচরণভিটার বাসিন্দা আফিজা খাতুন নামে এক যুবতীকে চাকরি দেওয়ার টোপ দিয়ে ৮৫ হাজার টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ। পুলিশ তদন্তে নেমে দু’জনের নাম জানতে পারে। রাতে পরিমলকে ধরে পুলিশ। সুনীলের বাড়ি হলদিবাড়ির মানিকগঞ্জ ও পলাশের আলিপুদুয়ার সোনাপুরে।

ধর্মঘটের ডাক
১৬ জুলাই থেকে উত্তরবঙ্গের তিন জেলায় অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দিল ডেকরেটর্স অ্যাসোসিয়েশন অব নর্থ বেঙ্গল। জলপাইগুড়ির বেলাকোবা থেকে উত্তরবঙ্গের ডালখোলা পর্যন্ত এলাকা এই ধর্মঘটের আওতায় পড়বে। সংগঠনের অভিযোগ, ডেকরেটর্স শিল্পের শ্রমিকদের মজুরি নিয়ে জুলুমবাজি মাত্রা ছাড়িয়ে গিয়েছে। ৮ ঘণ্টার পরিবর্তে বেশির ভাগ শ্রমিক ৪ ঘণ্টা কাজ করছেন। কিন্তু ২০০-২২০ টাকা মজুরি দাবি করা হচ্ছে।

জখম ১২
ছাত্র ভর্তি নিয়ে ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষের জেরে দুই দলের ১২ জন জখম হয়েছেন। বৃহস্পতিবার কোচবিহার কলেজে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংঘর্ষে জখমদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

মারধরের অভিযোগ
সাত বছরের মেয়েকে মারধর করার অভিযোগে তার বাবা ও সৎমাকে পুলিশ আটক করে। বৃহস্পতিবার দিনহাটা শহরের গোপালনগরে ঘটনাটি ঘটেছে। ওই শিশুটির নাম অস্মিতা বসাক। কিছু দিন আগে শিশুটির মা মারা গিয়েছে। অস্মিতার বাবা সুকমল বসাক পরে যূথিকা বসাককে বিয়ে করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যূথিকাদেবী শিশুটির উপর অত্যাচার করতেন।

সাজছে কেপিপি
আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই উত্তরবঙ্গে নিজেদের সংগঠন ঢেলে সাজার পরিকল্পনা নিল কামতাপুর পিপলস পার্টি। একেবারে ব্লক স্তর থেকে প্রতিটি কমিটি ঢেলে সাজার কাজ শুরু হয়েছে। রবিবার দলের দার্জিলিং জেলা কমিটির পুনর্গঠন হয়। নয়া জেলা কমিটি সভাপতি ও সম্পাদক মনোনীত হন দীপঙ্কর সিংহ ও যোগেশ রায়চৌধুরী।
Previous Story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.