|
|
|
|
সাজছে উত্তরের সেন্ট জেভিয়ার্সও |
সেন্টার ফর এক্সেলেন্স’ হিসাবে গড়ে তুলতে আগ্রহী রাজ্য সরকার |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গের সেন্ট জেভিয়ার্সকে ‘সেন্টার ফর এক্সেলেন্স’ হিসাবে গড়ে তুলে আগ্রহী রাজ্য সরকার। বৃহস্পতিবার শিলিগুড়ির অদূরে রাজগঞ্জের হাতিমোড় এলাকায় ওই কলেজ পরিদর্শনে গিয়ে এ কথা জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “উচ্চ শিক্ষার সঙ্গে কথা হয়েছে। কর্তৃপক্ষ সে ভাবে বিশেষ কিছু সাহায্য না চাইলেও তাঁরা চান সরকার তাঁদের পাশে থাকুক। কলকাতায় তাদের প্রতিষ্ঠানের যে সুনাম রয়েছে এই ক্যাম্পাস ভবিষ্যতে সেই পর্যায়ে যাক এটা চাই। গবেষণার সুযোগও গড়ে উঠুক।” পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী চান, উত্তরবঙ্গের পরিবেশ পরিস্থিতির কথা বিবেচনা করে এই কলেজে টি ম্যানেজমেন্ট, জনসংযোগ এবং মিডিয়া বিষয়ে পড়াশোনার সুযোগ থাকুক। কর্মসংস্থানের সুযোগ হবে এমন বিষয়ে পড়াশোনার সুযোগ মিললে ভাল হয়। গ্রন্থাগার বিষয় বা কৃষি ভিত্তিক পড়াশোনা এবং বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ থাকা দরকার বলে তিনি মনে করেন। ২০০৭-এ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এই স্কুলটি জনপ্রিয়তা পেয়েছে। বাণিজ্য, কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগে প্রায় ১৪০০ ছেলেমেয়ে ওই কলেজে পড়োশোনা করেন। কলেজে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে ৪০ জন শিক্ষক রয়েছেন। এ ছাড়া কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকেই শিক্ষকেরা এখানে ক্লাস নিতে আসেন। এ দিন ওই কলেজ পরিদর্শনে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি অধ্যক্ষ ফাদার চেরিয়ানের সঙ্গে ওই কলেজের পরিকাঠামো-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। কলেজের পক্ষ থেকে রাজ্য সরকারের প্রস্তাবকে স্বাগত জানিয়ে আরও বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়। অধ্যক্ষ বলেন, “এ দিন একেবারেই প্রাথমিক স্তরের আলোচনা হয়েছে। খুব শীঘ্রই কলকাতায় রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উপস্থিতিতে কলেজে আরও একটি বৈঠক হবে। সেখানে বিস্তারিত আলোচনা হবে বলে আমরা আশা করছি।” |
|
|
|
|
|