টুকরো খবর

জাল রেশন কার্ড, দফতরে খাদ্যমন্ত্রী
খ্যদ্য সরবরাহ দফতরের দার্জিলিং মহকুমা অফিসে হানা দিয়ে ১০০টি জাল রেশন কার্ড উদ্ধার করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে খাদ্যমন্ত্রীর অভিযোগ, গোটা রাজ্যে ১ কোটি ৪০ লক্ষ জাল রেশন কার্ড রয়েছে। দার্জিলিং জেলায় জাল রেশন কার্ডের সংখ্যা ৫ লক্ষের কিছু বেশি। গত জুন মাসেই দার্জিলিং থেকে ১৬৪১ জাল রেশন কার্ড উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “প্রতিটি ক্ষেত্রেই তদন্ত করে এফআইআর করা হবে। তবে এ ভাবে সমস্ত জাল রেশন কার্ড উদ্ধার করা যাবে না। এ জন্য ‘নয়া কার্ড’ চালু করা হবে। তাতে জাল কার্ড উদ্ধার করা সম্ভব হবে। আগামী ছয় মাসের মধ্যে যাতে তা চালু করা যায় সে ব্যপারে চেষ্টা করা হচ্ছে।” মন্ত্রী জানান, কাল শনিবার নয়া কার্ড চালুর ব্যপারে মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এবং দুটি তথ্যপ্রযুক্তি সংস্থা কর্তাদের সঙ্গে ও নিয়ে বৈঠক করবেন। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নয়া কার্ড এটিএমের কার্ডের মতো। তা মেশিনে ঢোকালে সমস্ত তথ্য উঠে আসবে রেশন থেকে কত পরিমাণ জিনিসপত্র গ্রাহকদের দেওয়া হয়েছে তা কম্পিউটরে থেকে যাবে। সেই হিসেব দেখে রেশনে বরাদ্দ করবে খাদ্য দফতর। তাতে যেমন জাল কার্ড বাতিল হয়ে যাবে পাশাপশি রেশনে জিনিস সরবরাহে সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। রাজ্যে ৪১ হাজার ডিলার রয়েছেন। এদের মধ্যে অনেকেই গ্রামে। যেখানে বিদ্যুতের সমস্যা রয়েছে। সে জন্য ব্যাটারির মাধ্যমে মেশিনটি চালু রাখার ব্যবস্থা থাকবে। এ দিন খাদ্যমন্ত্রী দার্জিলিংয়ে যান। তাঁর সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী সুনীল তিরকি। তাঁরা দার্জিলিং পার্বত্য পরিষদের আধিকারিক অনিল ভার্মা, জেলা শাসক মোহন গাঁধী, মোর্চার ৩ জন বিধায়ককে নিয়ে ‘রুংনিত’ বাগানে যান। ওই চা বাগানে ১৮০ শ্রমিকের রেশন কার্ড নই। ১৩-১৫ জুলাই ক্যাম্প করে রেশন কার্ড দেওয়া হবে। মন্ত্রী বলেন, “রেশন কার্ডের ক্ষেত্রে সরলীকরণ করা হয়েছে। তবে তদন্ত করে রেশন কার্ড দেওয়া হবে।”

মান্তাদাড়ি হাইস্কুলে ভোটে যুযুধান তৃণমূল-কংগ্রেস
স্কুল প্রতিনিধি নির্বাচনে রাজগঞ্জের অধিকাংশ স্কুলে কোনও না কোনও দল জোট করে নির্বাচন হলেও মান্তাদারিতে এবারের চিত্রটি একেবারে আলাদা। আগামী ৩ জুলাই রাজগঞ্জের মান্তাদারি হাইস্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচন। কিন্তু এবার সেখানে সব রাজনৈতিক দলই একক ভাবেই প্রতিদ্বন্দ্বিতা করছে। বিজেপি ছাড়া সব ক’টি আসনেই কংগ্রেস, তৃণমূল, সিপিএম ও কেপিপি আলাদা ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। চারটি দলেই ইতিমধ্যে ৬ টি আসনেই আলাদা করে প্রার্থী দিয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের জেলা কার্যকরী কমিটির সভাপতি খগেশ্বর রায়ের দাবি, “আমরা বিধানসভা নির্বাচনে সিপিএমের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়াই করেছি। ইতিপূর্বে বেশির ভাগ স্কুলে কংগ্রেস-তৃণমূল জোটবদ্ধ লড়াই হয়েছে। মান্তাদারি হাইস্কুলের ক্ষেত্রে একসঙ্গে লড়াইয়ের জন্য আমরা কংগ্রেসের কাছে প্রস্তাব রেখেছিলাম। কিন্তু আমাদের সঙ্গে কোনও রকমের আলোচনা না করেই কংগ্রেস একক ভাবে ৬ টি আসনেই প্রার্থী দিয়েেছে। তাই আমরাও ৬ টি আসনেই প্রার্থী দিয়েছি। আমরা আশাবাদী জিতব।” তৃণমূলের দাবি উড়িয়ে দিয়ে কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত নাগের দাবি, “আমরা জোটের পক্ষে আন্তরিক ছিলাম। কিন্তু তৃণমূল আমাদের সঙ্গে সহযোগিতা করেনি বলে একই ভাবে লড়াইয়ে আমরাও ৬ টি আসনেই প্রার্থী দিয়েছি। আগের থেকে মান্তাদারিতে আমাদের শক্তি রেড়েছে। সেই দিক দিয়ে আমরা আশাবাদী।” মান্তাদারির সিপিএম নেতা বৈদ্যশ্বর রায়ও আশাবাদী। তিনি বলেন, “২৫ বছর ধরেই মান্তাদারি হাইস্কুলে সিপিএমের বোর্ড রয়েছে। পঞ্চায়েতেও আমাদের দখলে। বিধানসভা ভোটে মান্তাদারি সবচেয়ে বেশি লিড দিয়েছে। জেতা নিয়ে আমাদের কোনও আশঙ্কা নেই।” কেপিপির রাজগঞ্জ ব্লক সভাপতি বিমল রায় জানান, তাঁদের দলের সঙ্গে অন্য কোনও দলের মতাদর্শ অনেক ফারাক রয়েছে বলেই তাঁরা কোনও জোটে যাননি। তাঁর কথায়, “আমরাও ৬ টি আসনেই একক ভাবে লড়াই করব। ৬ টি আসনেই প্রার্থী দিয়েছি। দেখা যাক কি হয়?”

স্টল বিলিতে পক্ষপাত, অভিযোগ
হাটের স্টল বিলির ক্ষেত্রে কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে আন্দোলনে নামল ব্যবসায়ীরা। বুধবার রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবা নিয়ন্ত্রিত বাজারে ঘটনাটি ঘটেছে। ফরওয়ার্ড ব্লক নেতা নারায়ণ বসাক ও কংগ্রেস নেতা তপন রায়ের অভিযোগ, বাজার সমিতির তরফে ৫০টি স্টল তৈরি হয়। ২০টি স্টল ব্যবসায়ীদের মধ্যে বিলির জন্য মাস তিনেক আগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল আগ্রহীরা স্টল নিতে চাইলে তাঁকে সংশ্লিষ্ট দফতর থেকে ফর্ম সংগ্রহ করে আবেদন জমা দিতে হবে। সেলামি হিসাবে জমা দিতে ১ লক্ষ টাকা। ভাড়া ধার্য করা হয়েছে ৩০০ টাকা। এলাকার বেশির ভাগই ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁরা এত টাকা দিতে জমা পারবেন না বলে আপত্তি জানিয়ে স্মারকলিপি দেন। ফর্ম বিলি বন্ধ হয়ে যায়। এ দিন ফের স্টল বিলির জন্য বিজ্ঞপ্তি দিয়ে বাইরের ব্যবসায়ীদের মধ্যে ফর্ম বিলি শুরু করে। ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা ফর্ম বিলি বন্ধ করে দেন। পরে মার্কেট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে সেলামির অঙ্ক ও ভাড়া কমানোর দাবি জানান। এই ব্যাপারে বেলাকোবা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব ঊমাপদ রক্ষিত বলেন, “যা করা হয়েছে সরকারি সিদ্ধান্তে এবং সহমতে। ২২ জুন এসডিও অফিসে বৈঠক হয়। এসডিও ছাড়াও বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সভাপতি সত্যেন মণ্ডল, পঞ্চায়েত প্রধান প্রভা কুজুর, উপ-প্রধান কল্যাণ হোড়ের উপস্থিতিতে ওই সিদ্ধান্ত হয়েছে।

ক্ষোভে দলত্যাগী ৫
দলেরই এক সদস্য অনাস্থা ভোটে অংশ নেননি। সেই কারণে সিপিএম পরিচালিত ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি বোর্ড বেঁচে যাওয়ায় ক্ষোভে দলত্যাগ করলেন বিজেপি’র ৫ পঞ্চায়েত সমিতি সদস্য। বৃহস্পতিবার ওই পঞ্চায়েত সমিতিতে অনাস্থা ভোট হয়। ৪৬ সদস্যের ওই পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস-তৃণমূল-বিজেপির মিলিত আসন ২৩টি। বিজেপি’র দখলে রয়েছে ৬টি। অন্যদিকে, সিপিএমের দখলে ২৩টি আসন। ভোটাভুটিতে হাজির ছিলেন না এক বিজেপি সদস্য। দলত্যাগী ওই পাঁচ বিজেপি সদস্য তৃণমূলে যোগদানের কথা ঘোষণা করেছেন। অভিযোগ, ব্লক সভাপতির নির্দেশে ওই সদস্য অনাস্থা ভোটে অংশ নেননি। তাই তাঁরা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সাহায্যের আর্জি
কলেজের নিজস্ব ভবন তৈরির কাজ শেষ করার ব্যাপারে সাহায্যের আর্জি জানিয়ে রাজ্যের পূর্তমন্ত্রী এবং উচ্চ শিক্ষামন্ত্রী দ্বারস্থ হল আলিপুরদুয়ার মহিলা কলেজ কর্তৃপক্ষ। ২০০৭ সালে এই কলেজ চালু হলেও এখনও নিজস্ব ভবন তৈরিুর কাীজ শেষ হয়নি। আলিপুরদুয়ার কলেজিয়েট স্কুলের কয়েকটি ঘর নিয়ে কোনও মতে পড়াশোনার কাজ চলছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, “স্কুল ভবনে সকালে ক্লাস হয়। নিজেদের ভবন চালু হলে দিনের বেলায় ক্লাস করানো যাবে। আরও বেশি ছাত্রীকে ভর্তি নেওয়া যাবে। সেই জন্যই উচ্চ শিক্ষামন্ত্রী এবং পূর্ত মন্ত্রীর দ্বারস্থ হয়েছি।”

ব্যাঙ্কে প্রশ্নোত্তর-সভা
এক, প্রভাবশালীর সঙ্গে পরিচিতির সুবাদেই ঋণ মেলে। দুই, ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকার ঋণ নিলেও হাতে মেলে ৭০ হাজার টাকা। তিন, ব্যাঙ্ক ভবন তৈরির জমি কেনায় অস্বচ্ছ্বতা কেন? বৃহস্পতিবার এমনই একঝাঁক প্রশ্নের মুখে পড়তে হল জলপাইগুড়ি কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। জলপাইগুড়ি শাখার উদ্যোগে এ দিন স্থানীয়ব্যবসায়ী, কৃষক, আইনজীবী থেকে সাধারণ গ্রাহকদের নিয়ে ওই সভার আয়োজন করা হয়েছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষ দাবি করেছেন, তাঁরা এই প্রশ্নগুলির উত্তর দিতেই এদিন এই সভার আয়োজন করেছিলেন। এ দিন সভার শুরুতে ঘোষণা করা হয়, “ব্যাঙ্কের ত্রুটি থাকলে তুলে ধরুন। যা ইচ্ছে প্রশ্ন করতে পারেন, কোনও বাধা নেই।” সমবায় ব্যাঙ্কগুলিকে নিয়ে বিভিন্ন সময়ে যখন গাদা গাদা অভিযোগ ওঠে সেই সময়ে কোনও সমবায় ব্যাঙ্কের কর্তৃপক্ষের এমন ‘গণশুনানি ব্যাতিক্রমী ও নজিরহীন’ বলে ব্যাঙ্কের তরফে দাবি করা হয়।

খুনের চেষ্টা
বিয়ের দুই মাসের মধ্যে এক বধূকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির নামে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ রাঙাপানি নির্মলজোতের সরকারপাড়ায় ঘটনাটি ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই বধূকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর প্রায় আশি শতাংশ পুড়েছে। এই ঘটনায় বুধবার রাতে বধূর বাড়ির লোকেরা ওই বধূর শ্বশুরবাড়ির ৫ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। পবধূর নাম শম্পা দাস। বাড়ি ফাঁসিদেওয়ার হাটখোলা মে মাসের ৪ তারিখে নির্মলজোতের সরকারপাড়ার বাসিন্দা বিশ্বনাথ সরকার মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে নবদ্বীপে বিয়ে করে।  বাড়ি ফিরে দিন কয়েক পর থেকেই যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর অত্যাচার করত বলে নালিশ। পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

অক্টোবরে বৃত্তিপরীক্ষা
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের বৃত্তি পরীক্ষা আগামী ১৭-২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। পর্ষদের দার্জিলিং জেলা পরীক্ষা পরিচালন কমিটির সম্পাদক বিকাশ দেব জানান, বৃত্তি পরীক্ষায় বসতে আগ্রহী ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করার শেষ তারিখ ২৫ জুলাই। গত বছর ৪ লক্ষ ছাত্রছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। বাংলা ও হিন্দিতেও পরীক্ষার ব্যবস্থা রয়েছে।

প্রার্থিতালিকা ঘোষণা
পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিলের কার্যকারি কমিটির সদস্য নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস লিগাল সেল। বৃহস্পতিবার শিলিগুড়িতে সংগঠনের সভাপতি আব্দুল জলিল ওই তালিকা প্রকাশ করেন। জলিল আহমেদ জানান, ২৫টি আসনে নির্বাচন হবে। তৃণমূলের পক্ষ থেকে ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা হবে। ৯টি আসনে কংগ্রেস প্রার্থী দেবে।

প্রশিক্ষণ শিবির শুরু
সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে যুব কংগ্রেসের সভাপতি হয়েছেন এমন নেতাদের নিয়ে প্রশিক্ষণ শিবির হচ্ছে। ১-৫ জুলাই দুর্গাপুরে সিধু কানহু ইন্ডোর স্টেডিয়ামে ওই শিবির হবে। দার্জিলিং জেলা যুব কংগ্রেসে পক্ষে জানানো হয়েছে এই জেলায় নির্বাচিত সংগঠনের নানা বিধানসভা এলাকার সভাপতিরা অংশ নেবেন।

সিএবি-র অ্যাকাডেমি
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট অ্যাকাডেমি গড়তে চায় সিএবি। ইতিমধ্যে কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত করতে উদ্যোগী উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার তিনি বলেন, “সিএবি’র কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা অ্যাকাডেমি গড়তে ৯ একর জমি চেয়েছেন। তার বন্দোবস্ত করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।”

বর্ষসেরাদের সংবর্ধনা
ক্রিকেট থেকে খো খো, শিলিগুড়ির বর্ষসেরা খেলোয়াড়দের পুরস্কৃত করবে পানু দত্ত মজুমদার সব পেয়েছির আসর। আগামী ৬ জুলাই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে পানু দত্ত মজুমদারের প্রয়াণ গিবসে তাঁর মূর্তির সামনে আনুষ্ঠানিক ভাবে তাঁদের সংবর্ধনা দেওয়া হবে। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব নান্টু পাল বলেন, “ফুটবল, ক্রিকেট, টেবল টেনিস, অ্যাথলেটিক্স, ভলিবল, খো খো এবং কাবাডির খেলোয়াড়দের বর্ষসেরাদের সম্মানিত করা হবে।”

জয়ী টাউন ক্লাব
জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফুটবল লিগে বৃহস্পতিবার জয়ী হয়েছে টাউন ক্লাব। এ দিন নেতাজি মর্ডান ক্লাবকে তারা ১-০ গোলে হারিয়ে দিয়েছে। কাল শনিবার লিগের খেলায় আরওয়াইএ মুখোমুখি হবে মিলন সঙ্ঘের।

সিটু থেকে ইনটাক
বৃহস্পতিবার খড়িবাড়ির ভালুগাড়া হিমঘরের ২০ সিটু কর্মী ইনটাকে যোগ দিলেন।
Previous Story Uttarbanga First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.