|
|
|
|
জামুড়িয়ার ওসি হলেন মাধব মণ্ডল |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জামুড়িয়া থানার ওসি হলেন দুর্গাপুরে জেলা গোয়েন্দা দফতরে থাকা সাব-ইন্সপেক্টর মাধব মণ্ডল। বৃহস্পতিবার এই নির্দেশ জানিয়ে পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, শৃঙ্খলাজনিত কারণে আসানসোল (উত্তর) থানার ওসি সুদীপ দাশগুপ্তকে আসানসোল পুলিশ লাইনে ‘ক্লোজ’ করা হয়েছে। তাঁর জায়গায় গিয়েছেন জামুড়িয়ার ওসি বিকাশ দত্ত। সেই শূন্যস্থানে মাধববাবুকে পাঠানো হয়েছে।
মাধববাবুর বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অভিযোগ উঠেছে। ২০০৬ সালে কাটোয়ার ওসি থাকাকালীন তিনি পুরভোটের আগে কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নামে অশ্লীল গান বেঁধেছিলেন বলে অভিযোগ। রবীন্দ্রনাথবাবু বলেন, “গানের সিডি বিধানসভায় তৎকালীন মুখ্যমন্ত্রীর হাতে জমা দিয়ে বিহিত চেয়েছিলাম। তার পরেই ওঁকে কাটোয়া থানার ওসির পদ থেকে সরানো হয়েছিল।” মন্তেশ্বর থানার ওসি থাকার সময়ে আবার তাঁর বিরুদ্ধে তৃণমূল নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ওঠে। সিপিএমের বর্ধমান জেলা সম্পাদক অমল হালদারকে আপত্তিকর এসএমএস পাঠানোর অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।
উল্টো দিকে, বেছে বেছে নির্দিষ্ট পুলিশ অফিসারদের আসানসোল ও দুর্গাপুর মহকুমার বিভিন্ন থানায় বহাল করা হয় বলে অভিযোগ তুলেছিলেন মাধববাবু। মাস ছয়েক আগে তাঁকে দুর্গাপুরে গোয়েন্দা দফতরে পাঠানো হয়। গত ৩১ মে তাঁকে কোচবিহারে বদলি করা হয়েছিল। কিন্তু তিনি সেখানে কাজে যোগ দেননি। ১৫ জুন সেই বদলি রদের নির্দেশ আসে। পুলিশ সুপার বলেন, “উনি জেলার অন্যতম সিনিয়র এসআই। তাই ওঁকে জামুড়িয়ার ওসি করা হয়েছে।” |
|
|
|
|
|