টুকরো খবর |
|
পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
জব কার্ড দেওয়া হলেও সেখানে প্রধানের সাক্ষর না থাকায় একশো জনেরও বেশি জব কার্ড হোল্ডার এখনও পর্যন্ত কাজ পাননি। এই অভিযোগ করে বৃহস্পতিবার দুপুরে তিরাট গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল যুব কংগ্রেসের আসানসোল দক্ষিণ ব্লক কমিটি। এ দিন পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে প্রধান বা উপপ্রধান কাউকে দেখতে না পেলে তাঁরা পঞ্চায়েতের এক সহায়ক কর্মীর হাতে দাবিপত্র তুলে দেন। এর পর বিক্ষোভকারীরা রানিগঞ্জের ব্লক অফিসে এসে বিক্ষোভ দেখান। যুব নেতা সুবীর বন্দ্যোপাধ্যায় জানান, তিরাট গ্রাম পঞ্চায়েতের দামালিয়া এলাকার একশো জনেরও বেশি জব কার্ড হোল্ডার এখনও পর্যন্ত কাজ পাননি। খোঁজ নিয়ে তাঁরা জানতে পেরেছেন ওই জব কার্ডগুলিতে পঞ্চায়েত প্রধান বা সংশ্লিষ্ট অধিকর্তার কোনও সাক্ষর না থাকায় সেগুলির বৈধ নয়। এই ঘটনার প্রতিকারের দাবিতেই বিক্ষোভ দেখান তাঁরা। বিডিও সুবোধ ঘোষ জানান, দাবিগুলি গুরুত্ব দিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
|
খনি খোলার দাবি, অনশন
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
গ্রামবাসীর সঙ্গে বচসায় দু’মাস আগে বন্ধ হয়ে যাওয়া খনি খোলার দাবিতে গত আট দিন ধরে আমরণ অনশনে বসেছেন ৬ জন খনিকর্মী। বুধবার অসুস্থ হয়ে পড়ায় এক অনশনকারী কর্মীকে বাঁশড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৪ এপ্রিল পরাশিয়া ৬-৭ নম্বর খনিতে কয়লা চাইতে গেলে ম্যানেজারের সঙ্গে ধান্ডাডিহি গ্রামের বাসিন্দাদের সঙ্গে বচসা হয়। এর পর গ্রামবাসীরা ওই ম্যানেজারকে গ্রামে নিয়ে গিয়ে আটকে রাখেন বলেও অভিযোগ। ইসিএলের সিএমডি-র কার্যকরী সচিব নীলাদ্রী রায় বলেন, “মূল অভিযুক্তেরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কোনও ম্যানেজার এখানে কাজ করতে নারাজ।”
|
পুরসভার অনুষ্ঠানে গরহাজির ২ বিধায়ক
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সিপিএম পরিচালিত পুরসভার অনুষ্ঠানের নিমন্ত্রণপত্রে বিশেষ অতিথি হিসেবে নাম ছিল দুই তৃণমূল বিধায়কের। বুধবার ওই অনুষ্ঠানে গরহাজির ছিলেন দুর্গাপুরের দুই বিধায়কই। পরে তাঁরা জানালেন, পুরসভার তরফে তাঁদের সরাসরি নিমন্ত্রণই জানানো হয়নি। বুধবার বিএসইউপি প্রকল্পে দু’শো বাসিন্দার হাতে বাড়ি তুলে দেওয়া হয় দুর্গাপুর পুরসভার তরফে। সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নিমন্ত্রনপত্রে লেখা ছিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলাকার দুই বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় ও নিখিল বন্দোপাধ্যায়। কিন্তু দু’জনের কেউই আসেননি। প্রসঙ্গত, সম্প্রতি সিধু-কানু ইন্ডোর স্টেডিয়ামের পুরসভা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দুই তৃণমূল বিধায়কই হাজির ছিলেন। সে দিন নিখিলবাবু বলেছিলেন, “যে কোনও ভাল কাজেই সঙ্গে আছি।” বুধবার অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই তাঁদের অনুপস্থিতি নিয়ে কেউ ‘অন্য মানে’ খুঁজে পাননি। বুধবার তাই তাঁরা কেউ না আসায় অনেকেই বিস্মিত হন। তবে বৃহস্পতিবার নিখিলবাবু বলেন, “আমি কোনও নিমন্ত্রণপত্র পাইনি। ফোনেও কেউ কিছু জানাননি।” অন্য দিকে, অপূর্ববাবুও জানান, পুরসভার তরফে সরাসরি যোগাযোগ করে কেউ কোনও নিমন্ত্রণ জানাননি।” পুরসভার মেয়র পারিষদ (পূর্ত) প্রভাত চট্টোপাধ্যায় অবশ্য বলেন, “বিধায়কদের সঙ্গে আলোচনা করেই অনুষ্ঠানের দিনক্ষণ নির্দিষ্ট করা হয়েছিল বলে জানি। তবে ভুল বোঝাবুঝির কোনও অবকাশ নেই। সবাইকে নিয়েই পুরসভা চলবে।”
|
মেয়রকে হটাতে পুরসভার সামনে অবস্থান তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বিধানসভা ভোটের সাফল্যে উজ্জীবিত তৃণমূল এ বার হটাতে চাইছে দুর্গাপুরের সিপিএম মেয়রকে। স্বজনপোষণ, দুর্নীতি, বেনিয়ম-সহ বিভিন্ন অভিযোগ তুলে মেয়রের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার থেকে দুর্গাপুর পুরসভার সামনে গণ অবস্থান শুরু করল তৃণমূল যুব কংগ্রেস। ২ জুলাই পর্যন্ত এই অবস্থান চলবে বলে জানানো হয়েছে। বিএসইউপি প্রকল্পের বাড়ি তৈরিতে দুর্নীতি, যথেচ্ছ বহুতল নির্মাণ ও সিপিএম নেতা-কর্মীদের বেআইনি ভাবে জমি দান-সহ পুরসভার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন তৃণমূল যুব কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতা তথা বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় অভিযোগ করেন, সিপিএম নেতা-কর্মীরা বিএসইউপি প্রকল্পের বাড়ি দেওয়ার নামে তোলা আদায় করেছেন, বেআইনি ভাবে যত্রতত্র হোর্ডিং লাগানো হয়েছে। সিধু-কানু ইন্ডোর স্টেডিয়াম সংস্কারের নামে বহু টাকা নয়ছয় ও অঙ্গদপুর টোল প্লাজা-সহ অধিকাংশ জায়গায় পুরসভা দুর্নীতি করছে বলেও অভিযোগ। তাঁদের আরও দাবি, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ-সহ বিভিন্ন নাগরিক পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ সিপিএমের পুরবোর্ড। অপূবর্বাবু বলেন, “এই পুরসভা দুর্নীতির আখড়া। অবিলম্বে মেয়রের পদত্যাগ চাই।” মেয়র রথীন রায় অবশ্য দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন।
|
রাস্তায় আকরিক, হড়কে জখম ৫
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বাঁকুড়া মোড়ের কাছে একটি লরি থেকে গোলাকৃতি লোহার আকরিক রাস্তায় পড়ে যাওয়ায় বিপাকে পড়েন মোটরবাইক আরোহী ও পথচারীরা। আকরিকে চাকা হড়কে জখম হন পাঁচ মোটরবাইক আরোহী। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা লরিটিকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দা পুলকেশ বাগচি, সুমন দত্তরা জানান, একটি লরি থেকে রাস্তায় গোলাকৃতি ধাতব কিছু পড়ার আওয়াজ পান। তাঁদের সামনেই আহত হন পাঁচ বাইক আরোহী। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ জানায়, দুর্গাপুর রেল ইয়ার্ড থেকে বড়জোড়ার একটি কারখানায় ওই আকরিক নিয়ে যাওয়া হচ্ছিল। লরির ডালার একটি অংশ ঝুঁকে যাওয়াতেই এই বিপত্তি।
|
সড়ক দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দু নম্বর জাতীয় সড়কের মঙ্গলপুর মোড়ে। পুলিশ জানিয়েছে মৃতের নাম গোপীনাথ ঘোষ (২৪)। তাঁর বাড়ি রানিগঞ্জের চাপুই গ্রামে। মঙ্গলপুরের মামারবাড়ি থেকে বাইকে করে বাড়ি ফেরার সময়ে একটি ডাম্পার তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ডাম্পারের চালক ও খালাসি পলাতক। স্থানীয় বাসিন্দারা রাস্তায় ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের দাবি-সহ একাধিক দাবিতে ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধ উঠে যায়।
|
২৪০ কর্মীকে ভাতা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ইসিএলের সোদপুর এরিয়ার অন্তর্গত প্রায় ২৪০ জন খনিকর্মীর হাতে অবসরকালীন ভাতা তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার তাঁদের হাতে এই ভাতার চেক তুলে দেন ইসিএলের ডাইরেক্টর (পার্সোনেল) সুশীলকুমার শ্রীবাস্তব। তিনি জানান, দীর্ঘ দিন কাজ করার পরে খনি শ্রমিকদের স্বীকৃতি বাবদ অবসরের দিনই তাঁদের প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটির হিসাবের চেক দিয়ে দেওয়ার রীতি চালু হয়েছে।
|
একাধিক দাবিতে বিক্ষোভ |
একাধিক দাবির ভিত্তিতে অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ শেষে একটি দাবিপত্রও তুলে দেওয়া হয়। তৃণমূল নেতা গুরুপ্রসাদ চক্রবর্তী জানান, এত দিন স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্কের পাস বই পঞ্চায়েত কার্যালয়ে রাখা থাকত। তাঁদের দাবি, গোষ্ঠীর সদস্যদের হাতে পাস বই তুলে দিতে হবে। তাঁদের দাবি, মুক্ত বিদ্যালয় কমিটিতে বিরোধীদের রাখতে হবে। এ ছাড়াও পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে সঠিক সময়ে কার্যালয়ে আসতে হবে। গ্রাম প্রধান পুকিয়া মেঝান জানান, দাবিপত্রটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
দুর্গাপুরে বৈঠক |
এডিডিএ-র দুর্গাপুর দফতরে এলেন নতুন চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি এডিডিএ-র দুর্গাপুর দফতরে আসেন এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, বাম আমলের এডিডিএ-র বিরুদ্ধে জমি সংক্রান্ত অভিযোগ জমা পড়ছে। তিনি বলেন, “তদন্তে দোষী প্রমাণিত হলে জমি ফেরত নেওয়া হবে।”
|
বোমাতঙ্ক |
সিটি সেন্টারের মাল্টিপ্লেক্সে বৃহস্পতিবার দুপুরে বোমাতঙ্ক ছড়ায়। কর্তৃপক্ষের কাছে ই-মেলে হলে বোমা রাখার কথা জানানো হয়। পুলিশ অবশ্য তল্লাশি চালিয়ে কিছু খুঁজে পায়নি। |
|