|
|
|
|
চাল বিলি নিয়ে বিক্ষোভ |
চাল বিলি নিয়ে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
খরার চাল বিলি করা নিয়ে অসন্তোষ ক্রমশ ছড়িয়ে পড়ছে বাঁকুড়ায়। বিপিএল তালিকায় নাম না থাকা দুঃস্থ বাসিন্দারা খরার বিনামূল্যের চাল দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বাঁকুড়া ১ ব্লকের তৃণমূল পরিচালিত আঁচুড়ি পঞ্চায়েতের দরজায় আড়াই ঘণ্টা তালা ঝুলিয়ে রেখে বিক্ষোভ দেখান। পঞ্চায়েতের প্রধান ও কর্মীদের অফিসের ভিতরে ঢুকতে দেননি বিক্ষোভকারীরা। শেষে বিডিও-র আশ্বাসে তালা খোলা হয়। |
|
ছবি: অভিজিৎ সিংহ। |
মহম্মদ সাহিল, গফ্ফর মিদ্যা, নুরজাহান বিবি, নাজমুন্নেসা বিবিদের ক্ষোভ, “এলাকার প্রকৃত দুঃস্থদের অনেকের নাম বিপিএল তালিকায় নেই। অথচ অবস্থাপন্নদের অনেকের নাম বিপিএল তালিকায় রয়েছে। আমাদের দাবি, এলাকার প্রকৃত দুঃস্থদের খরার ওই চাল বিনামূল্যে দেওয়া হোক।” পঞ্চায়েতের তৃণমূল প্রধান রুকুবুদ্দিন খানও স্বীকার করেন, “এলাকার অনেক গরিব পরিবারের নাম বিপিএল তালিকায় নেই। কিন্তু সরকারের নির্দেশ, শুধু বিপিএল তালিকাভুক্তরাই ওই চাল পাবেন। সেই অনুযায়ী, গত কয়েক দিন ধরে স্থানীয় সানাবাঁধ, বরুট, কড়গাহিড় গ্রাম সংসদে ওই চাল বিলি করা হয়। বাদুলাড়ায় এ দিন চাল বিলি চলার সময় স্থানীয়দের বিক্ষোভে তা বন্ধ করে দেওয়া হয়।” বিডিও কৌশিক সিংহ এলাকায় গিয়ে বিপিএল তালিকায় নাম তোলায় আগ্রহীদের কাছে আবেদনপত্র জমা নেন। পরে তিনি বলেন, “প্রধানকে বলেছি সদস্যদের নিয়ে এলাকার বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করে চাল বিলি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।” গত সপ্তাহে বিডিও নির্দেশ তিনি কেঞ্জাকুড়ার পঞ্চায়েত প্রধানকেও দিয়েছিলেন। কিন্তু, তারা এখনও সিদ্ধান্ত নিতে না পারায় সেখানে চাল বিলি বন্ধ রয়েছে। এই জট কী ভাবে কাটবে, তার জবাব প্রশাসনের আধিকারিকেরাও দিতে পারেননি। |
|
|
|
|
|