|
|
|
|
ফের ৩ রেশন ডিলার সাসপেন্ড পুরুলিয়ায় |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
রেশন দোকান চালানোর পদ্ধতিতে ‘গরমিল’ ধরা পড়ায় আরও তিন ডিলারকে সাসপেন্ড করল পুরুলিয়া জেলা খাদ্য দফতর।
জেলা খাদ্য নিয়ামক সুনয়কুমার গোস্বামী বৃহস্পতিবার বলেন, “২০৮টি রেশন দোকানে হানা দেওয়া হয়েছে। নানা গরমিল ও গণ্ডগোল ধরা পড়ায় এর আগে সাত জন রেশন ডিলারের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছিল। তার পরে আরও তিন জন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। তাঁরা হলেন মানবাজার ১ ব্লকের স্বপন মাঝি এবং নিতুড়িয়া ব্লকের ভবানী মাহাতো ও বংশীধর সাউ।” পাশাপাশি পুরুলিয়া শহর ও শহর সংলগ্ন এলাকার চার রেশন ডিলারকে শো-কজও করেছে খাদ্য দফতর। সুনয়বাবু জানান, ওই চার জনের বিরুদ্ধে একই দোকানে মুদি ও রেশনের মাল বিক্রির অভিযোগ রয়েছে, যা বিধি-বহির্ভূত। বৃহস্পতিবার করে রেশন দোকান বন্ধ রাখার অভিযোগও উঠেছে।
জেলা খাদ্য নিয়ামকের কথায়, “আমাদের প্রতিনিধিরা দোকানে উপস্থিত হয়ে অভিযোগগুলির সারবত্তা পেয়েছেন। অথচ বৃহস্পতিবার দোকান খোলা রাখার বিধি রয়েছে। সেই কারণেই ওই চার জনকে শো-কজ করা হয়েছে।” ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক নিরঞ্জন মাহাতো বলেন, “মোট ১০ জন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর পেয়েছি। কোনও কোনও ক্ষেত্রে গরমিল মিলেছে বলেও জেনেছি। গণবণ্টন ব্যবস্থা যাতে আরও ভালভাবে পরিচালিত হয়, সেই লক্ষ্যে আমরাও ভূমিকা পালন করব। ৪ জুলাই জেলা খাদ্য নিয়ামকের সঙ্গে বৈঠকে আমরা অনুরোধ করব, সামান্য ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট ডিলারকে যেন প্রথমে শো-কজ করা হয়।” ‘ত্রুটিমুক্ত’ গণবণ্টন ব্যবস্থা পরিচালনার লক্ষ্যে ১১ জুলাই জেলার সব রেশন ডিলারকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে বলেও তিনি জানান। |
|
|
|
|
|