এক সপ্তাহের বেশি সময় ধরে রাস্তায় জল জমে থাকার প্রতিবাদে দেড় ঘণ্টা পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া শহরের লোকপুর এলাকায়, গোবিন্দনগর বাসস্ট্যান্ডগামী রাস্তায় বৃহস্পতিবার সকালে অবরোধ হয়। পূর্ত দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অমরেন্দ্রকুমার সিংহ সেখানে গিয়ে রাস্তায় জল নিকাশির ব্যবস্থা করার আশ্বাস দেওয়ার পর অবরোধ ওঠে। ফি বছর লোকপুর ও কানকাটার মাঝে রাস্তার বাঁকে নিচু এলাকায় বৃষ্টি হলেই জল জমে থাকে। এর ফলে পিচ, পাথর উঠে রাস্তায় খানাখন্দ তৈরি হয়। এ দিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অটো-চালকেরাও অবরোধে সামিল হন। স্থানীয় বাসিন্দা সুশোভন ঘোষ, অটোচালক রামু দাসদের অভিযোগ, “এক সপ্তাহের ওপর রাস্তায় জল জমে থাকছে। দুর্ঘটনাও ঘটছে। অথচ প্রশাসন নিকাশির ব্যবস্থা করেনি।” অমরেন্দ্রবাবু বলেন, “আশপাশের জল এই রাস্তায় নেমে এসে জমে যাচ্ছে। কিন্তু রাস্তার জল নালা কেটে পাশের এলাকায় ফেলতে গেলে স্থানীয়দের একাংশ বাধা দিচ্ছিলেন। এর স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।” শেষ পর্যন্ত এ দিন পূর্ত দফতরের কর্মীরা রাস্তার এবড়োখেবড়ে অংশ কেটে সমান করে জল নিকাশির অস্থায়ী ব্যবস্থা করেন।
|
স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আরও এক সদ্যোজাত শিশুর ঠাঁই হল পুরুলিয়া সদর হাসপাতালে। বৃহস্পতিবার ভোরে বরাবাজার ব্লকের চিরুডি গ্রামের একটি পুকুরের ধার থেকে ওই সদ্যোজাত শিশুকন্যাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক যুবক। স্থানীয় বাসিন্দা কর্পুরা মাহাতো বলেন, “পুকুরের ধার থেকে শিশুটিকে বাড়িতে নিয়ে আসি।” চিরুডি গ্রামটি ভাগাবাঁধ গ্রাম পঞ্চায়েতের মধ্যে। পঞ্চায়েত প্রধান দীপালি মাণ্ডি বলেন, “খবর পেয়ে ওই শিশুকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।” এ দিন হাসপাতালে গিয়ে দেখা গেল, শকুন্তলার সঙ্গে এক ঘাটে শুয়ে ঘুমোচ্ছে শিশুটি। উল্লেখ্য, শকুন্তলাকে কিছু দিন আগে পুরুলিয়ার মফসস্ল থানার দুমদুমি গ্রামের কাছে একটি গাছের তলা থেকে উদ্ধার করেছিলেন স্থানীয় বাসিন্দারা। হাসপাতালের ডেপুটি সুপার প্রিয়াঙ্কনা ভুঁইয়া বলেন, “আপাতত কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে।”
|
তৃণমূল কর্মী খুন-সহ রাজনৈতিক সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাত্রসায়র থেকে এক সিপিএম নেতাকে গ্রেফতার করল পুলিশ। পাত্রসায়রের বামিরা গ্রামের বাসিন্দা তপন হাজরা নামে ওই সিপিএম নেতাকে বৃহস্পতিবার গ্রেফতার করে বিষ্ণুপুর আদালতে হাজির করানো হয়েছিল। তাঁর ১৪ দিন জেলহাজত হয়। জেলা পুলিশের এক পদস্থ কর্তা বলেন, “২০১০-এর ১১ অগস্ট বামুনপুকুর গ্রামে বদরে আলম মিদ্যা নামে এক তৃণমূল কর্মী খুন হয়েছিলেন। ওই ঘটনা-সহ একাধিক রাজনৈতিক সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।”
|
স্থানীয় স্কুল পরিদর্শককে তালাবন্দি করে রাখার ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার দু’পক্ষকে নিয়ে বৈঠক করলেন পুরুলিয়া জেলা স্কুল পরিদর্শক (প্রাথমিক) মধুপ দে। বুধবার অবর স্কুল পরিদর্শকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে তাঁকে অফিসে তালাবন্দি করে রাখেন কিছু প্রাথমিক শিক্ষক। রাতে জেলা পরিদর্শকের অনুরোধে তালা খুলে দেওয়া হয়। যদিও অবর পরিদর্শক অজয় বেরা অসহযোগিতার অভিযোগ মানতে চাননি। এ দিন শিক্ষকদের একাংশ ও অজয়বাবুকে নিয়ে বৈঠকের পরে মধুপবাবু বলেন, “একটা সমস্যা তৈরি হয়েছিল। তা মিটে গিয়েছে। শিক্ষকদের একাংশের সঙ্গে অজয়বাবুর বোঝাপড়ার অভাব ছিল। কাজের পরিবেশ ফিরিয়ে আনতে দু’তরফের সম্পর্কে উন্নতি ঘটানোর চেষ্টা করেছি। ২০ জুলাইয়ের পরে অবস্থা খতিয়ে দেখে প্রয়োজন মাফিক ব্যবস্থা নেব।”
|
সিপিএমের পঞ্চায়েত সদস্যদের ইস্তফা দেওয়ার তালিকা ক্রমে দীর্ঘ হচ্ছে। দ্বারিক-গোঁসাইপুর, মড়ারের পরে এ বার রাধানগরের পঞ্চায়েতের দুই সিপিএম সদস্যও পদত্যাগ করলেন। ৩টি পঞ্চায়েতেই বিষ্ণুপুর ব্লকের অধীনে। রাধানগরের সিপিএম পঞ্চায়েত সদস্য মিনতি দে মঙ্গলবার বিষ্ণুপুরের বিডিও’র সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগ পত্র জমা করেন। বুধবার, বিডিও’র দফতরে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন আর একজন সিপিএম সদস্য অশোক চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিষ্ণুপুরের বিডিও সুদীপ্ত সাঁতরা বলেন, “মিনতি দে ও অশোক চট্টোপাধ্যায় পদত্যাগপত্রে শারিরীক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দর্শিয়েছেন। রাধানগর পঞ্চায়েতে মোট ১২টি আসন রয়েছে। তার মধ্যে দুজন ইস্তাফা দেওয়ার জন্য কাজেখুব একটা সমস্যা তৈরি হবে না।” |