l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
Content on this page requires a newer version of Adobe Flash Player.
আজকের শিরোনাম...
• দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত ৫
• মধ্যপ্রদেশে পুলিশ-ডাকাত গুলির লড়াই, মৃত ১ ডাকাত
• বারুইপুরে পথ দুর্ঘটনা, মৃত ১
বিস্তারিত....
আর ‘ও পথে’ নয়, বলছেন আনোয়ারেরা
গৌরব বিশ্বাস • তেহট্ট
সবুজ পর্দার সামনে থমকে গিয়েছে ভিড়টা। কনুই মেরে চলছে এ-ওকে ঠেলা দেওয়া—“তুই যা না!” “তুমিই যাও না কেন!” মলিন পাৎলুন, খয়াটে লুঙ্গি, ছেঁড়া হাফ-প্যান্ট, মুখে খোঁচা দাড়ি, সবুজ পর্দা ঠেলতে সাহস পায় না। “স্যার আসব?” চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন মহকুমাশাসক। “আরে আপনাদের জন্যই তো বসে আছি, আসুন, আসুন...”। আমলার চওড়া হাসিতে ঘাম দিয়ে জ্বর নামে ওঁদের। গদি আঁটা চেয়ারে জড়সড় ভাবে একে-একে বসেন। তেহট্টের মহকুমাশাসক অচিন্ত্য মণ্ডল চায়ের অর্ডার দেন। খাতিরের ‘বহর’ দেখে শুরু হয় ফিসফাস, ‘‘এখান থেকেই অ্যারেস্ট করবে না তো!’’ অচিন্ত্যবাবু অবশ্য সে বান্দা নন। বরং মিঞাপুরের (নাম পরিবর্তিত) বাসিন্দাদের কাঁচুমাচু মুখগুলোর দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, “কি, সকলের দুধ চা চলবে তো!” তারপরে শুরু করেন ‘বৈঠক’। কীসের বৈঠক? মাস আটেক ধরে বড় বেকাদায় পড়েছে নদিয়ার ওই মহকুমা সদর। শ’খানেক সাইকেল, খান তিরিশেক জেনারেটর, রাস্তার আলো‘উধাও’। খোদ মহকুমাশাসকের দফতর থেকেই এক মাসে চুরি গিয়েছে দু’-দু’টি জেনারেটর। পুলিশ? অচিন্ত্যবাবু বলেন, “অভিযোগ হচ্ছে, কিন্তু কিনারা কোথায়!”
বিস্তারিত...
ধর্ষণ-কাণ্ডে আরও ৩ জনকে পরোয়ানা
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
‘ধর্ষিতা’র বর্ণনা শুনে আঁকা ছবি দেখে দুই অভিযুক্তকে চিহ্নিত করে ফেলেছিল পুলিশ। সেই সূত্র ধরে খুঁজে পাওয়া তিন জনের বিরুদ্ধে বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কাটোয়া আদালত। গত ২৫ ফেব্রুয়ারি রাতে বর্ধমানে কাটোয়া-আমোদপুর ছোট লাইনে ডাকাতির সময়ে এক মহিলাকে ট্রেন থেকে নামিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বীরভূমে লাভপুরের চৌহাট্টা গ্রাম থেকে ধৃত ফরিদ শেখ ও নয়ন শেখকে গত ১৯ মে কাটোয়া উপ-সংশোধনাগারে গিয়ে চিহ্নিত করেছেন অভিযোগকারিণী। ঘটনার সময়ে তাঁর সঙ্গে থাকা ১১ বছরের মেয়েও তাদের শনাক্ত করে। তবে কাটোয়ার কেশিয়া থেকে ধৃত নুর মহম্মদ ও সেন্টু শেখকে তিনি চিনতে পারেননি বলে পুলিশ সূত্রের খবর। পুলিশের ধারণা, তারা ট্রেন ডাকাতি ও ধর্ষণে যুক্ত না-ও থাকতে পারে। আঁকা ছবির সূত্রে বৃহস্পতিবার যাদের নামে গ্রেফতারি পরোয়ানা দারি হয়েছে তারা হল রেজাউল মির্জা ওরফে বাবু, কালাম শেখ ও কায়েশ শেখ। বাড়ি যথাক্রমে মুর্শিদাবাদে বড়ঞার বদুয়া গ্রামে, বীরভূমে নানুরের পোষলা গ্রামে ও বর্ধমানের কেতুগ্রামে।
বিস্তারিত...
‘ভেবেছেনটা কী’, প্রচারে গিয়ে
শুনলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী
রাজদীপ বন্দ্যোপাধ্যায় • বাঁকুড়া
ভোটটা অকাল। কিন্তু জলসঙ্কট তো অকালের নয়! ভরা জৈষ্ঠ্যের সন্ধ্যায় তাই বাঁকুড়া শহরের কাছের দেরুয়া-রশুনকুড় গ্রামে গিয়ে বেশ অস্বস্তিতেই পড়তে হল তৃণমূল প্রার্থী মিনতি মিশ্রকে। তার আগে অবধি অবশ্য সব ঠিকঠাকই চলছিল। একঘর থেকে অন্য ঘরে গিয়ে ভোট চাওয়া। আশ্বাস মেলায় হাসি মুখে সেখান থেকে বেরিয়ে অন্য ঘরে। তাল কাটল হঠাৎই। দীর্ঘদেহী এক যুবক আচমকাই গলা চড়িয়ে ক্ষোভের সঙ্গে বলে উঠলেন, “জলের জন্য পাগল পাগল দশা। কী ভেবেছেনটা কি?” ভোটের ময়দানে হঠাৎই কঠোর বাস্তবের মুখোমুখি প্রয়াত কাশীনাথ মিশ্রের স্ত্রী। গ্রামে জল নেই। সে তো এই সময় বাঁকুড়া জেলার বেশির ভাগ এলাকারই সমস্যা। কিন্তু, প্রার্থীকে সামনে পেয়ে ভোটারদের ক্ষোভ যে বেড়েছে! পানীয় জলের সমস্যায় জেরবার গ্রামবাসীরা চান নির্দিষ্ট আশ্বাস। অস্বস্তির আরও কারণ, যে গ্রামের ঘটনা, তা তৃণমূল এবং এসইউসি পরিচালিত জগদল্লা-১ পঞ্চায়েতের অন্তর্গত। অথচ ধারেপাশে কোথাও দেখা যাচ্ছে না এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যকে।
বিস্তারিত...
পুলিশে চাকরির নামে টাকা তুলে গ্রেফতার পুলিশই
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার মামলায় জড়িত থাকার অভিযোগে পশ্চিম মেদিনীপুরে পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরকে (এএসআই) শুক্রবার গ্রেফতার করেছে সিআইডি। পুলিশ সূত্রের খবর, ধৃত এএসআই বাসুদেব সিংহ ঝাড়গ্রাম পুলিশ জেলার রিজার্ভ অফিসে কর্মরত। জঙ্গলমহলে পুলিশে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার কারবারে জড়িত একটি দুষ্ট-চক্রের হদিস পেয়েছেন গোয়েন্দারা। ওই চক্রের দু’জনকে গত ৯ মে খড়্গপুর থেকে ধরা হয়। তাদের জেরার সূত্রে গত ১১ মে কলকাতার ভবানী ভবনে ডেকে পাঠিয়ে বাসুদেববাবুকে এক দফা জেরা করেন গোয়েন্দারা। পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (খড়্গপুর) মীরেজ খালেদ জনান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওই পুলিশকর্মীকে ধরেছে সিআইডি। জেলা পুলিশ সূত্রের খবর, সাঁকরাইলের দিলীপ সিংহ নামে এক যুবক অভিযোগ করেন, পুলিশে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে দেড় লক্ষ টাকা চাওয়া হয়েছিল। জুনিয়র কনস্টেবল পদের লিখিত পরীক্ষায় পাশ করার পরে সম্প্রতি মৌখিক পরীক্ষা দেন দিলীপ।
বিস্তারিত...
দীপার সঙ্গে তরজা শুভেন্দু-মুকুলের
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া
সিপিএম নয়, হলদিয়ায় পুরভোটের প্রচারে এসে শরিক তৃণমূলকেই বিঁধলেন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি। আবার তাঁর এই হলদিয়া আসা নিয়েই পাল্টা কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী ও রেলমন্ত্রী মুকুল রায়। শুক্রবার সন্ধ্যায় হলদিয়ার গিরিশমোড়ে সভা ছিল কংগ্রেসের। আর বালুঘাটা ও টাউনশিপে সভা করে তৃণমূল। রাজ্যে ও কেন্দ্রে জোট রেখেও পুরভোটে দু’দলের সম্পর্ক হয়েছে অহি-নকুলের। শুক্রবারের পর শিল্পশহর হলদিয়ায় দু’দলের আকচাআকচিও পৌঁছল অন্য মাত্রায়। বৃহস্পতিবারই হলদিয়ার ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে হেনস্থা ও তাঁর স্বামী ও কংগ্রেস-কর্মীদের মারধরে অভিযুক্ত হয় তৃণমূল। সেই প্রার্থী ঝর্ণাদেবীর বাড়িতেই এ দিন বিকেলে প্রথম পৌঁছন দীপাদেবী। এই নিয়েই কটাক্ষ করে শুভেন্দু বলেন, “ওখানে সিপিআইয়ের এক মহিলা কর্মীকে কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে। মানুষ ওদের আসল খেলা মানে সিপিএম তথা বামফ্রন্টকে মদতের বিষয়টা ধরে ফেলেছেন।”
বিস্তারিত...
কেউ প্রার্থী ভাল কাজের
‘নেশায়’, কেউ বিতৃষ্ণায়
সুব্রত সীট • দুর্গাপুর
এ বার তাঁরা সংখ্যায় বেড়েছেন। কেউ প্রকৃতই নির্দল। কারও আবার দল ‘থাকা’ সত্ত্বেও নির্দল। তবে এ বারের পুরভোটে দুর্গাপুরের ১২টি ওয়ার্ডের ফলাফল ওলট-পালট হয়ে যেতে পারে তাঁদের জন্যই। ২০০৭ সালে দুর্গাপুরে পুরভোটে নির্দল প্রার্থীর সংখ্যা ছিল ১২। এ বার রয়েছেন ১৩ জন। তাঁদের মধ্যে অধিকাংশই এলাকায় তৃণমূলের কর্মী হিসেবে পরিচিত। তাই মুখে স্বীকার না করলেও বামফ্রন্ট আশাবাদী, ওই সব ওয়ার্ডে তাদের খানিকটা হলেও সুবিধা করে দেবেন নির্দল প্রার্থীরা। পুরসভার ৪৩টি ওয়ার্ডের মধ্যে ১২টিতে মোট ১৩ জন নির্দল প্রার্থী লড়াইয়ে নেমেছেন। ২৪ নম্বর ওয়ার্ডে তাঁরা সংখ্যায় দু’জন। এই ওয়ার্ডের প্রার্থী রঞ্জন বাগদি প্রকৃতই ‘নির্দল’। মোবাইল ফোন সারাই করে সংসার চালান তিনি। বাড়িতে রয়েছেন আড়াই বছরের সন্তান ও স্ত্রী। তাঁর দাবি, মানুষের ভাল করার সদিচ্ছা রাজনৈতিক দলগুলির নেই। তাই ভোটে জিতে মানুষের জন্য কাজ করার নেশায় লড়াইয়ে নেমেছেন তিনি। ওই ওয়ার্ডের অপর নির্দল প্রার্থী দেবু লোহার অবশ্য তৃণমূলের জন্মলগ্ন থেকেই এলাকায় দলের সংগঠন গড়ে তোলার কাজে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ বার আশা করেছিলেন, দল তাঁকে প্রার্থী করবে। আশাভঙ্গ হওয়ায় দাঁড়িয়ে পড়েছেন নির্দল হিসেবে। অনেকটা একই চিত্র ৩৯ নম্বর ওয়ার্ডেও।
বিস্তারিত...
খুনে অভিযুক্তকে কুপিয়ে খুন
বাপি মজুমদার • রতুয়া
জমি বিবাদের জেরে ২০১০ সালের অক্টোবর মাসে খুন হন কুমেদ ঘোষ। তাঁকে কুপিয়ে খুনের অভিযোগে প্রতিবেশী ভুটু ঘোষের বিরুদ্ধে মামলা হয়। ৫ বছরের মাথায় বৃহস্পতিবার রাতে ৩৫ বছর বয়সী ভুটুবাবুকে গুলি করে কুপিয়ে খুনের ঘটনা ঘটল। মালদহের রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটের ঘটনা। পুলিশ জানায়, ভুটুবাবুকে খুনের অভিযোগ উঠেছে নিহত কুমেদ ঘোষের আত্মীয় দীনেশ ঘোষ সহ ১০ জনের বিরুদ্ধে। এর আগেও তিনবার ভুটুবাবুর উপরে হামলা চালানো হয়েছে। তবে জমি বিবাদ হলেও যুযুধান দুটি পরিবার ভিন্ন দলের সমর্থক হওয়ায় তা নিয়ে রাজনৈতিক নেতাদের মধ্যেও চাপানউতোর শুরু হয়েছে। এলাকার কংগ্রেস নেতৃত্বের দাবি ভুটুবাবু তাঁদের দলের কর্মী। সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে পরিকল্পিতভাবে খুন করেছে। সিপিএম নেতৃত্ব ওই অভিযোগ অস্বীকার করেছেন। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে খুনের ঘটনাটি ঘটেছে। এখানে রাজনীতির কিছু নেই। দেড় বছর আগে বিপক্ষের একজন খুন হন। সেই খুনের ঘটনার মূল অভিযুক্ত ভুটু ঘোষ জামিনে ছিলেন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
শেষ দিন দফতরে উপাচার্য
ত্রিফলা আলো বসানোর কাজ আপাতত স্থগিত
দক্ষিণবঙ্গ
অনাস্থায় হার পঞ্চায়েত
সমিতির সহ-সভাপতির
পথ-বিধি ভেঙে পালাতে
গিয়ে পুলিশকে ধাক্কা
বর্ধমান
জলসঙ্কটে জেরবার নান্দাই, দাবি প্রকল্পের
রাস্তা ফাঁকা, ট্রাফিক
পুলিশ একা
পুরুলিয়া
মেটেনি রাস্তা-নিকাশি সমস্যা
পঞ্চায়েতে বন্দি কর্মীরা, বোলপুরে পথ অবরোধ
মুর্শিদাবাদ
স্ত্রী-ছেলে খুনে
অভিযুক্ত স্বামী
মেদিনীপুর
অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ
রাজনীতির সবুজ বাতিতে বিরক্ত শহরবাসী
কলকাতা
৩৭.৪/২৯.৪
আজকের দিনে
•
১৯৪৯:
মার্কিন কম্পিউটার বিশেষজ্ঞ ওয়ার্ড কানিংহ্যামের জন্ম। কানিংহ্যাম ১৯৯৪ সালে উইকিপিডিয়ার প্রথম সংস্করণের প্রকাশ করেন।
সাপ্তাহিক ক্রোড়পত্র
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.