|
|
|
|
আদালতে তোলা হবে আজ |
পুলিশে চাকরির নামে টাকা তুলে গ্রেফতার পুলিশই |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার মামলায় জড়িত থাকার অভিযোগে পশ্চিম মেদিনীপুরে পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরকে (এএসআই) শুক্রবার গ্রেফতার করেছে সিআইডি। পুলিশ সূত্রের খবর, ধৃত এএসআই বাসুদেব সিংহ ঝাড়গ্রাম পুলিশ জেলার রিজার্ভ অফিসে কর্মরত।
জঙ্গলমহলে পুলিশে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার কারবারে জড়িত একটি দুষ্ট-চক্রের হদিস পেয়েছেন গোয়েন্দারা। ওই চক্রের দু’জনকে গত ৯ মে খড়্গপুর থেকে ধরা হয়। তাদের জেরার সূত্রে গত ১১ মে কলকাতার ভবানী ভবনে ডেকে পাঠিয়ে বাসুদেববাবুকে এক দফা জেরা করেন গোয়েন্দারা। পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (খড়্গপুর) মীরেজ খালেদ জনান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওই পুলিশকর্মীকে ধরেছে সিআইডি।
জেলা পুলিশ সূত্রের খবর, সাঁকরাইলের দিলীপ সিংহ নামে এক যুবক অভিযোগ করেন, পুলিশে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে দেড় লক্ষ টাকা চাওয়া হয়েছিল। জুনিয়র কনস্টেবল পদের লিখিত পরীক্ষায় পাশ করার পরে সম্প্রতি মৌখিক পরীক্ষা দেন দিলীপ। তার পরেই এক ব্যক্তি তাঁকে ফোনে জানান, মৌখিক পরীক্ষায় তাঁর যা নম্বর, তাতে চাকরি পাওয়া অসম্ভব। তবে দেড় লক্ষ টাকা দিলে চাকরি হয়ে যাবে। ৯ মে রাতে ২০ হাজার টাকা নিয়ে খড়্গপুর স্টেশন লাগোয়া এলাকায় যান দিলীপ। ফাঁদ পেতে মিহির রাণা ও অনুপ পট্টনায়েক নামে চক্রের দু’জনকে ধরে পুলিশ।
তাঁরা আপাতত জেলে। সিআইডি-র দাবি, ধৃতদের জেরা করে তারা জানতে পারে, মৌখিক পরীক্ষায় কে কত নম্বর পেয়েছেন, তার তালিকা বাসুদেববাবুই তাঁদের দিয়েছেন। দুষ্টচক্রে ওই পুলিশকর্মীর যোগাযোগ সম্পর্কে ‘নিশ্চিত’ হয়ে শুক্রবার তাঁকে ধরা হয়। আজ, শনিবার ধৃতকে মেদিনীপুর আদালতে হাজির করা হবে। মাসকয়েক আগেও পুলিশে চাকরির টোপ দিয়ে টাকা নেওয়ার অভিযোগে সাঁকরাইলে জনতার হাতে পাকড়াও হন এক কনস্টেবল। পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ায় পুলিশেরই নাম বার বার জড়িয়ে যাওয়ায় ‘বিড়ম্বনা’য় পড়ছে প্রশাসন। |
|
|
|
|
|