উত্তরবঙ্গ |
খুনে অভিযুক্তকে কুপিয়ে খুন |
|
বাপি মজুমদার, রতুয়া: জমি বিবাদের জেরে ২০১০ সালের অক্টোবর মাসে খুন হন কুমেদ ঘোষ। তাঁকে কুপিয়ে খুনের অভিযোগে প্রতিবেশী ভুটু ঘোষের বিরুদ্ধে মামলা হয়। ৫ বছরের মাথায় বৃহস্পতিবার রাতে ৩৫ বছর বয়সী ভুটুবাবুকে গুলি করে কুপিয়ে খুনের ঘটনা ঘটল। মালদহের রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটের ঘটনা। পুলিশ জানায়, ভুটুবাবুকে খুনের অভিযোগ উঠেছে নিহত কুমেদ ঘোষের আত্মীয় দীনেশ ঘোষ সহ ১০ জনের বিরুদ্ধে। |
|
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: জেলাশাসকের আশ্বাসে অবসরের আগের দিন দফতরে গেলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অসিত দাস। আজ, শনিবার উপাচার্য হিসাবে অসিতবাবুর মেয়াদ শেষ হবে। ওই দিন ছুটি থাকায় শুক্রবার ছিল তার কর্মজীবনের শেষ ‘অফিস ডে’। অসিতবাবু বলেন, “উপাচার্য হিসাবে শেষ অফিস ডে কামাই করতে চাইনি। কিন্তু গত রাতে ঘেরাও আন্দোলনের ঘটনার জন্য চিন্তা হচ্ছিল। জেলাশাসক আশ্বাস দেওয়ায় দফতরে পৌছে যাই।” |
শেষ দিন
দফতরে উপাচার্য |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
ত্রিফলা আলো
বসানোর কাজ
আপাতত স্থগিত |
কিশোর সাহা, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রীর নির্দেশ, শিলিগুড়ি-বাগডোগরা জাতীয় সড়কের দু’ধারে সৌন্দর্যায়ন করতে হবে। সেই মতো সুদৃশ্য ত্রিফলা আলো লাগানোর জন্য ই-টেন্ডার করে ঠিকাদার সংস্থাকে বাছাইও করে শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি (এসজেডিএ)। কিন্তু, এসজেডিএ-র সদস্য তথা তৃণমূল নেতাদের একাংশের আপত্তিতে ওই কাজ থমকে গেল। |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ির ইউকো রোডের বর্ধমান রোড শাখায় ফিক্স ডিপোজিট (এফডি)-এর টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে তথ্য সংগ্রহে নামল সিবিআই। শুক্রবার সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার অফিসাররা ব্যাঙ্কে গিয়ে অফিসার-কর্মীদের জেরা করে তথ্য সংগ্রহ করেছেন। ব্যাঙ্ক সূত্রের খবর, পুলিশি তদন্ত চলছে। বিভাগীয় পর্যায়েও তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে নয়ছয়ের অভিযোগ হওয়ায় সিবিআইয়ের ওই শাখা স্বতঃপ্রণোদিত ভাবে তদন্তে নেমেছে বলে ব্যাঙ্কের এক পদস্থ অফিসার জানান। |
তথ্য সংগ্রহে
সিবিআই |
|
প্রচারে সঙ্গীকেই
উপেক্ষা সুব্রত’র |
বন্ধ্যা জমিতে
ফিরছে ফসল |
|
টুকরো খবর |
|
|
|
|