টুকরো খবর
প্রধানকে শো-কজ
১০০ দিনের কাজের প্রকল্পের বরাদ্দ দেড় লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠায় এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে শোকজ করল প্রশাসন। মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তুলসিহাটা পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। বরাদ্দ টাকায় সবুজায়ন প্রকল্পে আমগাছ না লাগিয়ে একটি প্রকল্প দেখিয়ে প্রধান টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার অভিযোগ পেয়েই প্রধানকে শোকজ করেন বিডিও। এক সপ্তাহের মধ্যে প্রধানকে শোকজের উত্তর দিতে বলা হয়েছে। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বিডিও সজল তামাং বলেছেন, “বরাদ্দ টাকায় কাজ হয়নি বলে অভিযোগ উঠেছে। প্রধানকে শোকজ করা হয়েছে। পাশাপাশি, প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। প্রধানের উত্তর পেলেই ব্যবস্থা নেওয়া হবে।” পঞ্চায়েতের কংগ্রেস প্রধান বিজলি সাহা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ভিত্তিহীন অভিযোগ তুলে আমাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। যে জমিতে গাছ লাগানোর কথা ছিল সেখানে তা লাগানো হয়নি ঠিক। অন্য জমিতে লাগানো হয়েছে। প্রশাসন তদন্ত করলেই তা স্পষ্ট হয়ে যাবে। বিডিওকে সব জানাব।”

ঝুলন্ত দেহ উদ্ধার
ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ইসলামপুর থানার কুন্দরগাও এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃত ওই ছাত্রীর নাম মেহেরুন খাতুন (১৬)। সে এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। এদিন রাতে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের লোকেরা ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান, মানসিক অবসাদে জেরে ওই ছাত্রী আত্মহত্যা করেছে।

উত্তরবঙ্গ জুড়ে নজরুল জয়ন্তী
শুক্রবার উত্তরবঙ্গ জুড়ে পালিত হল নজরুল জন্মজয়ন্তী। শুক্রবার জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে বকুলতলা মোড় এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ছবিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত-সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং শহরের স্কুল কলেজের শিক্ষকেরা। আলিপুরদুয়ার থানা ও মহকুমা তথ্য সংস্কৃতি দফতরে কবির জন্মদিন পালিত হয়। মালবাজার পুরসভার উদ্যোগে নজরুল জয়ন্তী উপলক্ষে কবির আবক্ষ মূর্তি বসানো হয় আদর্শ বিদ্যাভবনের সামনে। মূর্তির আবরণ উন্মোচন করেন শিক্ষক রাধারমণ বসাক। পুরপ্রধান সুপ্রতীম সরকার জানান, যেখানে মূর্তিটি বসানো হয়েছে সেখানে পুরসভার উদ্যোগে পার্কও গড়ে তোলা হবে।

অভিযুক্ত সভাপতি
মালদহ মেডিক্যাল কলেজে এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে সংগঠনেরই সদস্যদের কাছ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি ক্ষুদিরাম মিস্ত্রির বিরুদ্ধে। মোট ১ লক্ষ ৪৫ হাজার টাকা তিনি নিয়েছেন বলে অভিযোগ। শুক্রবার ইংরেজবাজার থানায় জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মালদহ কলেজ ইউনিটের প্রাক্তন সভাপতি মনোজ দাস। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।” অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ক্ষুদিরাম মিস্ত্রি বলেন, “ছাত্রীদের সঙ্গে বাজে আচরণের জন্য মনোজকে পদ থেকে সরানো হয়েছিল। এক জনের সঙ্গে সম্পর্ক থাকার পরেও বিয়ে করতে চাইছিল না। আমরা বিয়ে করার কথা বলি। চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলি। এর লিখিত রয়েছে। টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন।”

সচেতনতা শিবির
সৌদি আরবে হারিয়ে যাওয়ার ঘটনা ঠেকাতে হজ যাত্রীদের নিয়ে সচেতনতা শিবির করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আগামী ২৪ জুন বালুরঘাটের রবীন্দ্র ভবনে ওই শিবিরের আয়োজন করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “কলকাতা থেকে হজ কমিটির প্রশিক্ষিত প্রতিনিধিরা যাত্রীদের ওই বিষয়ে সচেতন করবেন।” এ বছর দক্ষিণ দিনাজপুরে ১৫৮ জন সৌদি আরবে হজের জন্য তালিকাভুক্ত হয়েছেন।

প্রতিষ্ঠা দিবস
শুক্রবার রায়গঞ্জ শহরের পুর বাসষ্ট্যান্ড এলাকায় সংগঠনের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস পালন করল সিপিএমের সাংস্কৃতিক সংগঠণ ভারতীয় গণনাট্য সংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটি। অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন উত্তরবঙ্গ ও কলকাতার বিশিষ্ট শিল্পীরা। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য অশোক ঘোষ, জেলা সম্পাদক বিশ্বনাথ সিংহ-সহ অন্য সদস্যরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.