মধ্যপ্রদেশে পুলিশ-ডাকাত গুলির লড়াই, মৃত ১ ডাকাত |
পুলিশ ও ডাকাতের গুলির লড়াইয়ে মৃত্যু হল এক ডাকাতের। আজ সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্ডে। স্থানীয় বাসিন্দারা জানান, এক ব্যক্তি মেয়ের বিয়ের জন্য দু’লক্ষ টাকা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ৩ জন ডাকাত তার পথ আটকে টাকা লুঠ করে নিয়ে পালায়। পুলিশে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় তারা। ডাকাতরা নিজেদের বাঁচাতে একটি বাড়িতে আশ্রয় নেয়। পুলিশ বাড়ি ঘিরে ফেললে ডাকাতরা গুলি চালাতে শুরু করে। দু’পক্ষের প্রায় পাঁচ ঘন্টা ধরে গুলির লড়াই চলে। মোট ১৩৬ রাউন্ড গুলি চলেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এক ডাকাতের, আত্মসমর্পণ করেছে বাকি দু’জন। আহত হয়েছে এক এএসআই ও কনস্টেবল।
|
দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত ৫ |
দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক দম্পতির। হাওড়া থেকে বর্ধমান যাচ্ছিলেন অশোক মিত্র, তাঁর স্ত্রী ও ছেলে। গাড়ি চালাচ্ছিলেন অশোকবাবু নিজেই। হুগলির হরিপালের কাছে মহিষটিগরিতে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই অশোকবাবু ও তাঁর স্ত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হয় তাঁদের ১১ বছরের ছেলে। তাঁকে সিঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের ডেবরায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ সদস্যের। এঁরা তিনজন মোটরবাইকে করে যাওয়ার সময় পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
|
বেলপাহাড়িতে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার |
এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বেলপাহাড়ির ঢেলাইডিহায়। নিহতের নাম শ্যামল সাহা। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। শ্যামলবাবুর পরিবারের অভিযোগ, রাত ২টো নাগাদ সিপিএমের তিন জন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। শ্যামলবাবুর বাবা সুধীর সাহার খোঁজে এসেছিল তারা। সেই সময় সুধীরবাবু বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তিনি এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলে জানা গেছে। দুষ্কৃতীরা সুধীরবাবুকে বাড়িতে না পেয়ে তাঁর ছেলে শ্যামলবাবুকে তুলে নিয়ে যায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে খুন করে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ঝাড়গ্রাম মহকুমার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
বারুইপুরে পথ দুর্ঘটনা, মৃত ১ |
বারুইপুরের যোগীবটতলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আজ সকালে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে যাত্রীবাহী একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির এক আরোহীর। গুরুতর জখম হয়েছেন আরও ৪ জন। তাঁদের চিকিত্সার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পরই পালিয়েছে লরি ও গাড়ির চালক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ। আটক করা হয়েছে গাড়ি দু’টিকে। |