গ্রামের ভিতরে রাস্তা আগে হবে, না নিকাশি নালা হবে। দীর্ঘ দশ বছর কেটে গেলেও এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে পারল না নলহাটি পুরসভা। এর ফলে ১৫ নম্বর ওয়ার্ডের সিউড়া গ্রামের মোল্লাপাড়ার বাসিন্দাদের রাস্তা ও নিকাশি নালার অভাবে বাস করতে হচ্ছে। বর্ষাকালে এলাকা দুর্গম হয়ে পড়ে। বিভিন্ন এলাকায় ভাল কাজ হয়েছে বলে পুরসভা যতই দাবি করুক, মোল্লাপাড়ায় ঢুকলে দাবির সঙ্গে বাস্তবে অনেক ফারাক।
এলাকাবাসী লুতফা বিবি, ফতেমা বিবিদের ক্ষোভ, “এটাকে কি পুরসভা এলাকা বলে? না আছে নিকাশি নালা, না আছে রাস্তা। ট্যাপের জল পেতে হাফ কিমি পথ যেতে হয়।” এলাকার যুবক আলিরাজ মোল্লার ক্ষোভ, “পঞ্চায়েত এলাকায় বাস করা ভাল। পঞ্চায়েতে পুকুর কাটা হয়, রাস্তা সংস্কার করা হয়, ১০০ দিন কাজের প্রকল্পে রাস্তাঘাটের উন্নয়ন, নিকাশি নালার কাজ হয়। গ্রামীণ এলাকাকে পুরসভা করে দেওয়া হয়েছে,অথচ যথার্থ পরিষেবা পাওয়া যায় না।” |
এই সব ক্ষোভের কথা শোনার পরে সিউড়া গ্রামের ভিতরে গিয়ে দেখা গেল, নতুন রাস্তা নির্মাণ হয়েছে। বিদায়ী কাউন্সিলর সিপিএমের আকিবুল হোসেন বিগত পুরবোর্ডে বিরোধী দলনেতার ভূমিকায় ছিলেন। আকিবুল ইসলামের অভিযোগ, “পুরসভা নিজেদের মতো করে ঠিকাদার পাঠিয়ে এলাকায় কাজ করিয়েছে। কাজ করতে গিয়ে বাধা পেলে তখন তারা কাউন্সিলরের খোঁজ করেন। তার আগে কী কাজ আছে, কী পরিমাণ টাকার কাজ হচ্ছে, কোথায় কাজ হচ্ছে সে ব্যাপারে কাউন্সিলরকে জানানোর প্রয়োজন বলে মনে করে না।” সিউড়ি গ্রামের ক্যানালপাড় এলাকার বাসিন্দারা জানালেন, রাস্তা সংস্কারের অভাবে নলহাটি যাতায়াত করা মুশকিল হয়। এলাকায় পর্যাপ্ত নলকূপের অভাবে রাত তিনটে থেকে উঠে ক্যানালপাড়া এলাকায় একটি ইঁদারা থেকে জল তুলতে হয়। এলাকার গৃহবধূ দিলারা বেগম, সাজিমা বিবিরা বলেন, “রেশনকার্ড দিয়ে ডিলারের কাছ থেকে কেরোসিন তেল ছাড়া, কিছুই পাওয়া যায় না। গরিব মানুষের জন্য পুরসভা থেকে যথার্থ পরিষেবা পাওয়া যায় না।” ওয়ার্ডের আর এক বাসিন্দা কালাম শেখের অভিযোগ, “ক্যানালপাড় এলাকায় পানীয় জল, নিকাশি নালা, রাস্তাঘাটের সংস্কারের ব্যাপারে কাউন্সিলর খুব একটা নজর দেন না।” আগের ১৬ নম্বর ওয়ার্ড এ বার ১৫ নম্বর হয়েছে। কংগ্রেস প্রার্থী রাবেয়া বাসারি বলেন, “ক্যানালপাড় এলাকায় পানীয় জলের সমস্যা আছে। ইঁদারার জল শুকিয়ে যাছে।” অথচ কাউন্সিলর কোনও ব্যবস্থা নিচ্ছেন না বলে তাঁর অভিযোগ। তবে বাসিন্দাদের প্রশ্ন, আর কত বছর পার হলে রাস্তা, নিকাশি নালা, জলের সমস্যা মিটবে? |
নজরে নলহাটি |
ওয়ার্ড ১৫ |
• পানীয় জল সমস্যা মেটেনি।
• মোল্লাপাড়ায় নিকাশি, রাস্তা আজও হয়নি।
• ক্যানালপাড়ে রাস্তা সংস্কার হয়নি। |
এলাকায় প্রচারে গিয়ে মানুষের নানা বিধ ক্ষোভের
মুখে পড়তে হয়েছে। তাঁদের আশ্বাস দেওয়া
ছাড়া এখন আমি কী বা করতে পারি।
রাবেয়া বাসারি, কংগ্রেস প্রার্থী |
স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে দেওয়া হয়নি।
গৃহহীন প্রকল্পে ৪টি বাড়ি এবং বস্তি উন্নয়ন
প্রকল্পে ১৫টি বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে।
আকিবুল হোসেন, সিপিএম কাউন্সিলর |
|