l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের খেলা
চেন্নাই সুপার কিংস
বনাম
কলকাতা নাইট রাইডার্স
বিস্তারিত স্কোর
আজকের শিরোনাম..
• উড়ান পরিষেবা নিয়ে মহাকরণে কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী-মমতা বৈঠক
• আরুষি হত্যাকাণ্ড: নুপুর তলোয়ারের জেল হেফাজতের নির্দেশ আদালতের
• ভাঙড় কাণ্ড: আদালতে আবাবুলের আত্মসমর্পণ
বিস্তারিত..
থুতনির ক্ষতের চেয়েও মর্যাদায়
আঘাতে বেশি যন্ত্রণা দেবযানীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ভাঙড় কলেজের শিক্ষিকা দেবযানী দে’র থুতনিতে এক্স-রে করানোর পরামর্শ দিয়েছেন ডাক্তারেরা। তাঁদের আশঙ্কা, কোনও ‘টিস্যু’ ছিঁড়ে ভিতরে রক্তক্ষরণের ফলেই ব্যথা জিইয়ে আছে। যে কারণে ভাঙড়ের নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা শনিবার তাঁকে ইঞ্জেকশন ও যন্ত্রণা কমানোর ওষুধ দিয়েছেন। দেবযানীর অভিযোগ: গত ২৪ এপ্রিল তিনি কলেজের স্টাফরুমে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি আরাবুল ইসলাম ও তাঁর সঙ্গীদের হাতে ‘আক্রান্ত’ হয়েছিলেন। তখনই একটি জলের জগ এসে লাগে তাঁর থুতনিতে। তবে শারীরিক ক্ষত ছাপিয়ে মানসিক আঘাতটাই ওঁকে আপাতত বেশি কষ্ট দিচ্ছে। দেবযানীকে ‘হেনস্থা’র অভিযোগে পুলিশি তদন্ত শুরু হলেও ঘটনার জেরে তাঁর পেশাগত যোগ্যতা ও মর্যাদা ‘ক্ষুণ্ণ’ করার প্রয়াসেও ওই শিক্ষিকা মানসিক ভাবে ‘বিধস্ত।’ রবিবার দেবযানী বলেন, “কখনও ভাবিনি, শিক্ষক হিসেবে আমার যোগ্যতা ও মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা হবে। জগটা থুতনিতে লাগায় আমার চোট যতটা লেগেছে, মানসিক আঘাতটা তার ঢের বেশি।”
বিস্তারিত...
নলহাটিতে অধীরের তোপ মুকুল-তৃণমূলের বিরুদ্ধে
নিজস্ব সংবাদদাতা • নলহাটি
রেল-প্রকল্পের শিলান্যাস ঘিরে কংগ্রেস-তৃণমূলের চাপানউতোর আরও তীব্র হল বীরভূমের নলহাটিতে। বিবাদের কেন্দ্রে থাকা প্রকল্পটির রবিবার শিলান্যাস হল রেলমন্ত্রী মুকুল রায়ের হাতে। এই অনুষ্ঠানে ডাক পাননি স্থানীয় কংগ্রেস বিধায়ক ‘প্রণব-পুত্র’ অভিজিৎ মুখোপাধ্যায়। তার জেরে রেলমন্ত্রী ও তৃণমূলের সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। নলহাটির দীর্ঘদিনের যানজট সমস্যা মেটাতে স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে স্থানীয় করিমপুর বাইপাসে একটি রোড ওভারব্রিজ (আরওবি) এবং সংলগ্ন রাস্তা তৈরির কাজ অনুমোদন করেছে রেল মন্ত্রক। পুর-নির্বাচনের মুখে এই প্রকল্পের কৃতিত্বের দাবিকে ঘিরে কংগ্রেস-তৃণমূল বিরোধ তুঙ্গে উঠেছে। এদিনের শিলান্যাস কর্মসূচির আমন্ত্রণপত্রে নাম ছিল না অভিজিৎবাবুর। নলহাটিতে আসন্ন পুরভোট উপলক্ষে এ দিনই দলীয় এক কর্মিসভায় এসেছিলেন অধীরবাবু। তিনি বলেন, “রেল যা করেছে, তা শিষ্টাচার বিরোধী। এটা কোনও কৃতিত্ব দেখানোর প্রতিযোগিতা নয়। বরং উদারতা দেখাতে পারলে রেলের পক্ষে সম্মানজনক হত ব্যাপারটা। আমন্ত্রণপত্রে অভিজিৎবাবুর নাম না রেখে নলহাটিবাসীকেই অপমান করেছেন রেলমন্ত্রী!”
বিস্তারিত...
বাড়তি ট্রেন-বাস, তবু এড়ানো গেল না হয়রানি
সুব্রত সীট • দুর্গাপুর
সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষাকে কেন্দ্র করে দুর্গাপুরে যে ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছিল, প্রশাসন মাঠে নামা সত্ত্বেও তা পুরোপুরি ‘এড়ানো’ গেল না। পরিস্থিতি সামলাতে রবিবার অতিরিক্ত বাস ও ট্রেন চালানো হয়। তবু মোটা টাকার বিনিময়ে রাত্রিবাস বা পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অটো, ট্যাক্সিকে অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে বলে অভিযোগ অনেকের। দুর্গাপুরের মহকুমাশাসক আয়েষা রানি অবশ্য বলেন, “নির্বিঘ্নেই যাতায়াত করেছেন পরীক্ষার্থীরা।” এ বার রাজ্যে শুধু শিলিগুড়ি ও দুর্গাপুরে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) আয়োজিত এই ইঞ্জিনিয়ারিং পরীক্ষা (এআইইইই) নেওয়ার ব্যবস্থা করা হয়। এআইইইই-র দুর্গাপুরের কো-অর্ডিনেটর পাপিয়া মুখোপাধ্যায় জানান, ১৯১৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৬৫৮ জন এসেছিলেন। মোট কেন্দ্র ছিল ২৪টি। পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর সময় ছিল সকাল সাড়ে ৮টা। দূরের পরীক্ষার্থীদের তাই আগের দিন চলে আসা ছাড়া উপায় ছিল না। দুর্গাপুরের সব হোটেল ও লজ মিলিয়ে হাজার পাঁচেক মানুষের থাকার ব্যবস্থা আছে। শনিবার দুপুর থেকেই অনেকে আসতে শুরু করেন। যাঁদের আগে থেকে ঘর ‘বুক’ করা ছিল, তাঁরা সমস্যায় পড়েননি।
বিস্তারিত...
বজ্রপাতে ৯ জনের মৃত্যু উদয়নারায়ণপুরে
নিজস্ব সংবাদদাতা • উদয়নারায়ণপুর
কালীপুজো উপলক্ষে হওয়ার কথা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। তারই প্যান্ডেল বাঁধা চলছিল হাওড়ার উদয়নারায়ণপুরের উত্তর হরিশপুর গ্রামে। সেই কাজ দেখতে বেরিয়ে রবিবার বিকেলে বাজ পড়ে মৃত্যু হল ৯ জনের। আহত হলেন ৬ জন। পুলিশ জানায়, বজ্রপাতে মৃতেরা হলেন উত্তর হরিশপুরের লবকুশ পোড়েল (৪০), বিদ্যুৎ ধাড়া (৩০), নিমাই দলুই (৬০), ভরত দলুই (৩৫), শ্যামসুন্দর মল্লিক (২০), বন্যা পোড়েল (২০), ভোলা ধাড়া (১৭), তিলকবালা পোড়েল (৭০), এবং ভীম পোড়েল (৪৫)। আহতদের উদয়নারায়ণপুর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে এক জনের অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করানো হয় হাওড়া জেলা হাসপাতালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য সরকারের তরফ থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের সব রকম সাহায্যের ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমি ব্যথিত ও মর্মাহত। এ রকম প্রাকৃতিক দুর্যোগ ঠেকানোর সাধ্য মানুষের নেই। কিন্তু আমরা ওই সব মানুষের পাশে আছি।”
বিস্তারিত...
কিশোরীকে গণধর্ষণের পরে খুনের চেষ্টা চোপড়ায়
অভিজিৎ পাল • ইসলামপুর
সৌমিত্র কুণ্ডু • শিলিগুড়ি
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক কিশোরীকে রাস্তা থেকে অপহরণ করে শনিবার দুপুরে তাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানারা কালাগছে। অভিযোগ, ওই কিশোরীকে খুনের চেষ্টাও হয়। একাদশ শ্রেণির ছাত্রী ওই কিশোরী উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রের খবর, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মানসিকভাবেও ছাত্রীটিভেঙে পড়েছে। এই ঘটনায় অভিযুক্ত এলাকার প্রভাবশালী নেতা কংগ্রেসের মাঝদিয়া অঞ্চল সভাপতি নাসিরুদ্দিন হকের পুত্র-সহ ৮ জন। তাদের বেশিরভাগই ওই কংগ্রেস নেতার পুত্রের সহপাঠী ও বন্ধু। অভিযুক্তদের শাস্তির দাবিতে চোপড়ায় দলমত নির্বিশেষে ছাত্রছাত্রী, তরুণ-তরুণীরা রবিবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন। নাসিরুদ্দিন হক অবশ্য দাবি করেছেন, তাঁর ছেলেকে ‘ফাঁসানো’ হয়েছে। পুলিশ জানিয়েছে, রাতেই তল্লাশি চালিয়ে অভিযুক্তদের একজনকে গ্রেফতার করা হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। নাসিরুদ্দিন হকের পুত্রও একই স্কুলের একই শ্রেণির ছাত্র। ওই কংগ্রেস নেতার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তাঁর ছেলেকে ধরতে পুলিশ গেলে তিনি প্রতিরোধ করায় পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
বিস্তারিত...
থানা চত্বরে বোমা ফেটে জখম ২ পুলিশ
নিজস্ব সংবাদদাতা • বড়ঞা
থানা চত্বরের মধ্যে একটি ফাঁকা জায়গায় কয়েকটি জলের পাত্রে রাখা ছিল বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া কিছু বোমা। কিন্তু তার মধ্যে একটি কৌটো বোমা যে নজর এড়িয়ে জলে না ভিজিয়েই পাশে রেখে দেওয়া হয়েছে, তা বুঝতে পারেননি মুর্শিদাবাদের কান্দির বড়ঞা থানার সাব ইনস্পেক্টর সুবোধ মণ্ডল। তাঁরই হাতে লেগে ওই বোমাটি পাশে পড়ে থাকা একটি লোহার পাইপের গায়ে ধাক্কা খেয়ে ফেটে যায়। রবিবার সকালে সেই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন সুবোধবাবু ও তাঁর সহকর্মী ওই থানারই সাব ইন্সপেক্টর জীবন মিশ্র। সুবোধবাবুর ডান হাত কব্জি থেকে বাদ দিতে হয়েছে। ওই দুই পুলিশকর্মীই বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর নভেম্বর ও ডিসেম্বরে এলাকার বিভিন্ন গ্রাম থেকে ওই বোমাগুলি উদ্ধার করা হয়েছিল। সেগুলি থানা চত্বরেই খোলা আকাশের নিচে ঝোপ-জঙ্গলে ঘেরা ওই ফাঁকা জায়গায় তেলের টিন, বালতি বা মাটির পাত্রে রাখা ছিল। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই বোমাগুলি জলে ভিজিয়ে রাখা হয়। তার মধ্যে একটি কোনও ভাবে জলে না ভিজিয়ে পাশে রেখে দেওয়া হয়েছিল। তা থেকেই এই বিপত্তি ঘটেছে।”
বিস্তারিত...
স্কুলে পরীক্ষাগার গড়ল সৌম্যজিতের পরিবার
নিজস্ব সংবাদদাতা • বলাগড়
রাজ্য সরকারের দেওয়া ক্ষতিপূরণের টাকায় বলাগড়ের কামারপাড়া উচ্চ বিদ্যালয়ে ভূগোলের পরীক্ষাগার (ল্যাবরেটরি) গড়ে দিলেন মাওবাদীদের হাতে নিহত ব্যান্ডেলের সৌম্যজিৎ বসুর পরিবার। ওই স্কুলেরই ভূগোলের শিক্ষক ছিলেন সৌম্যজিৎ। শনিবার স্কুলের ৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে ওই পরীক্ষাগারের উদ্বোধন করেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। ২০১০-এর ২১ অক্টোবর পরিবেশপ্রেমী সৌম্যজিৎ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যান। সঙ্গে ছিলেন পুলিশকর্মী পার্থ বিশ্বাস। দু’জনের নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় হয়। ২০১১ সালের ১১ জুন দু’জনের মৃতদেহ মেলে। মাওবাদীরাই তাঁদের খুন করে মাটিতে পুঁতে দিয়েছিল বলে দাবি করে পুলিশ-প্রশাসন। ক্ষতিপূরণ বাবদ রাজ্য এক লক্ষ টাকা দেয় সৌম্যজিতের পরিবারকে। স্কুল সূত্রে জানানো হয়েছে, পরীক্ষাগারটি গড়তে ৬০ হাজার টাকা খরচ হয়েছে। অনুষ্ঠানে ছিলেন সৌম্যজিতের স্ত্রী স্বচ্ছতোয়া, ছেলে আরণ্যক, মা সুমিতাদেবী এবং দাদারা।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
দু’টি আগুনে
ছাই ৯টি দোকান
বেটিং-সূত্রে ঠিকাদারকে
খুন কি না, ধন্ধে পুলিশ
দক্ষিণবঙ্গ
সন্ত্রাসের অভিযোগ তুলে
সরে দাঁড়াল সিপিএম
বকেয়া পেতেই অপহৃত
ইঞ্জিনিয়ার, বলছে পুলিশ
বর্ধমান
‘বদল কীসের’, প্রশ্ন
কংগ্রেসের প্রতিবেদনে
কারও থাকছে আফশোস,
কেউ আশ্বস্ত
পুরুলিয়া
বাড়িতেই খুন
দম্পতি, ধন্দে পুলিশ
ঝড়ে ক্ষতি
লাভপুর-নানুরের গ্রামে
মুর্শিদাবাদ
ছেলেকে এ বার স্কুলে
ভর্তি করবেন কাজলরেখা
একই পরিবারের চার
জন খুনে ধৃত এক
মেদিনীপুর
জঙ্গলমহলে বিডিওদের
সতর্ক করল প্রশাসন
পুরভোটের মুখে সিটুর
জয়ে অস্বস্তিতে তৃণমূল
কলকাতা
৩৮.২/২৭.৮
আজকের দিনে
• ২০১১:
অরুণাচলপ্রদেশের
মুখ্যমন্ত্রী দোরজি খান্ডুর মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
আজকের দিনে
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.