উত্তরবঙ্গ |
কিশোরীকে
গণধর্ষণের পরে খুনের
চেষ্টা চোপড়ায় |
অভিজিৎ পাল, ইসলামপুর ও সৌমিত্র কুণ্ডু, শিলিগুড়ি: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক কিশোরীকে রাস্তা থেকে অপহরণ করে শনিবার দুপুরে তাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানারা কালাগছে। অভিযোগ, ওই কিশোরীকে খুনের চেষ্টাও হয়। একাদশ শ্রেণির ছাত্রী ওই কিশোরী উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রের খবর, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মানসিকভাবেও ছাত্রীটিভেঙে পড়েছে। এই ঘটনায় অভিযুক্ত এলাকার প্রভাবশালী নেতা কংগ্রেসের মাঝদিয়া অঞ্চল সভাপতি নাসিরুদ্দিন হকের পুত্র-সহ ৮ জন। |
|
নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: একই রাতে দিনহাটার দুটি এলাকায় অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। শনিবার রাতে দিনহাটার গোসানি রোড ও নিগমনগর বাজার চত্বরে প্রায় একই সময়ে ওই দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিস্থিতি সামলাতে হিমসিম খান দমকল কর্মীরা। বাসিন্দা ও ব্যাবসায়ীদের একাংশ দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান। রবিবার নিগমনগর বাজারের ক্ষতিগ্রস্ত এলাকায় যান স্থানীয় বিধায়ক উদয়ন গুহ। ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের নগদ আর্থিক সাহায্য তুলে দেন তিনি। |
দু’টি আগুনে
ছাই ৯টি দোকান |
|
পর্ষদের গাড়ি ভাঙচুর টানা বিভ্রাট ক্ষুব্ধ চাষিরা |
|
মিথ্যা মামলার নালিশ |
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
সংঘাত এড়াতে রাজ্যের বার্তা, চাপ মোর্চার অন্দরেও |
|
কিশোর সাহা, শিলিগুড়ি: ত্রিপাক্ষিক চুক্তির খেলাপ করে বিমল গুরুঙ্গ দার্জিলিং পাহাড়-তরাই-ডুয়ার্সে সরকারি অনুষ্ঠান বয়কটের হুমকি দিলেও এখনই গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে সংঘাতে যাবে না রাজ্য। রবিবার, বিজনবাড়ি সেতুর পুনর্নির্মাণ ফলকের উদ্বোধন ও বকেয়া ক্ষতিপূরণ বিলির কর্মসূচি স্থগিত করে কার্যত সেই ‘বার্তা’ই দিল সরকার। সরকারি সূত্রের খবর, মোর্চা নেতৃত্ব চুক্তির শর্ত অমান্য করে ‘অশান্তি’ ছড়ানোর চেষ্টা করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বিরক্ত’। |
|
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: আইপিএলের বেটিংয়ে জড়িয়ে পড়ে আলিপুরদুয়ারের ঠিকাদার কৌশিক দেব খুন হয়েছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার ওই যুবকের দেহ উদ্ধারের পরে পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ওই যুবক আইপিএলের বেটিং চক্রের সঙ্গে কোনও ভাবে যুক্ত থাকতে পারেন। তবে তিনি বেটিংয়ে বিনিয়োগ করেছিলেন না কি সরাসরি ওই চক্রে জড়িত ছিলেন সেটা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। গত ২৩ এপ্রিল সন্ধ্যায় কৌশিক নিখোঁজ হন, সেই সময়ে তাঁর মোবাইলে শেষ যাঁর ফোন এসেছিল, সেই ব্যক্তিকে জেরা করছে পুলিশ। |
বেটিং-সূত্রে
ঠিকাদারকে খুন কি
না, ধন্ধে পুলিশ |
|
যুবকের ঝুলন্ত দেহ শিলিগুড়িতে |
|
বৃদ্ধার মৃত্যু, সাহায্য দাবি |
সরকারকে দুষল ফব |
|
টুকরো খবর |
|
উত্তরের চিঠি |
|
|