|
|
|
|
সরকারকে দুষল ফব |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
সিপিএমের চেয়েও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশি ভুল করছেন বলে অভিযোগ করল ফরওয়ার্ড ব্লক। রবিবার জলপাইগুড়িতে দলের জেলা কমিটির বর্ধিত সভায় ওই অভিযোগ করেন ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির নেতা জয়ন্ত রায়। এদিনের সভা দলের নেতারা বর্তমান শাসকদল তৃণমূলকে যেমন আক্রমণ করেছেন তেমনিই একই সুরে বামফ্রন্টের বড় শরিক সিপিএমেরও সমালোচনা করেন। বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পরে দলের নেতা কর্মীদের চাঙা করতে জেলাওয়াড়ি কর্মিসভা, জেলা কমিটির বর্ধিত সভার মতো কর্মসূচি নিয়েছে দলের রাজ্য নেতৃত্ব। এদিন জলপাইগুড়ির সভায় জয়ন্ত রায় ছাড়াও অক্ষয় ঠাকুর, হাফিজ আলম সাইরানি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বামফ্রন্ট রাজ্যের ক্ষমতায় থাকাকালীন সিপিএম বারবার ফরওয়ার্ড ব্লকের জনমুখি আন্দোলনকে কটাক্ষ করেছেন বলে নেতৃত্ব অভিযোগ করেন। এদিনের বৈঠকে দলের নেতাদের উদ্দেশ্যে কেন্দ্রীয় নেতা জয়ন্ত রায় বলেন, “বর্তমান রাজ্য সরকারের একের পর এক ভুল কাজ, নীতির বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লক একাই আন্দোলন করবে। সিপিএমকে আমাদের সঙ্গে রেখে লাভ নেই। ফরওয়ার্ড ব্লক একাই যথেষ্ট শক্তিশালী।” এই ব্যাপারে তৃণমূলের জলপাইগুড়ির যুব তৃণমূল সভাপতি সোমনাথ পাল বলেন, “এসব ভিত্তিহীন প্রচার। আমরা এসবে গুরুত্ব দিচ্ছি না। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে। তাতে ভয় পেয়েছে ফরওয়ার্ড ব্লক এসব উল্টোপাল্টা কথা বলছে।” এদিকে ৭ মে খড়িবাড়ি বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছেন ফরওয়ার্ড ব্লকের স্থানীয় নেতৃবৃন্দ। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে বিধিবদ্ধ করার দাবিতে ওই আন্দোলন হবে বলে জানিয়েছেন দলের দার্জিলিং জেলা সম্পাদক অনিরুদ্ধ বসু। এই ব্যাপারে এদিন খড়িবাড়িতে দলের একটি কনভেনশনও হয়। সেখানে দলের জেলা সভাপতি করুণাময় চৌধুরী জানান, নয়া বিপিএল তালিকা প্রকাশ এবং সমস্ত বৃদ্ধদের ভাতার দাবিতেও আন্দোলনে নামছেন তাঁরা। |
|
|
|
|
|