টুকরো খবর
আন্দোলনে সভা বয়কট
দখল হয়েছে রাস্তার ফুটপাত। নেই যাত্রী প্রতীক্ষালয়। যাত্রীদের জন্য শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা। রাস্তা দখল করে চলছে বিকল গাড়ি মেরামতের কাজ। শহর এলাকায় পরিষেবার বেহাল দশার প্রতিবাদে প্রশাসনের ডাকা সভা বয়কট করে আন্দোলনে হুমকি দিল ময়নাগুড়ির বেসরকারি পরিবহণ কর্মীদের ৪টি সংগঠনের যৌথ সংগ্রাম কমিটি। সংগঠন সহকারী সম্পাদক সিরাজ আহমেদ বলেন, “প্রশাসনের কর্তাদের শহরের সমস্যার কথা কয়েকবার জানানো হয়েছে। কিন্তু লাভ হয়নি। আলোচনায় না-বসে আন্দোলনের কর্মসূচি ঠিক করা হচ্ছে।” রাস্তায় না-দাঁড়িয়ে টার্মিনাস থেকে বাস ছাড়ার বিষয় নিয়ে আলোচনার জন্য ১১ এপ্রিল ব্লক প্রশাসনের কর্তারা সভার আয়োজন করেছিলেন। আমন্ত্রণ জানানো হয়েছিল বেসরকারি পরিবহণ কর্মী সংগঠনের নেতৃত্বকেও। তাঁরা যোগ না দেওয়ায় ওই সভা ভেস্তে যায়। পরিবহণ কর্মীদের অভিযোগ, রাস্তা ও ফুটপাতের সমস্যার সমাধান না-করে প্রশাসনের তরফে শুধুমাত্র টার্মিনাস নিয়ে বলা হচ্ছে। এটা মানা যায় না। আগে কয়েক দফায় আলোচনায় পরিষেবার বেহাল দশার কথা জানিয়ে লাভ হয়নি। তাই তাঁরা নতুন করে একই বিষয়ে আলোচনায় বসতে নারাজ। যৌথ সংগ্রাম কমিটির সহকারী সম্পাদক বলেন, “যাত্রী ও পথচারীর সুবিধার জন্য উন্নত পরিষেবার পরিকাঠামো তৈরির কথা ভাবতে হবে। প্রশাসন কর্তারা গুরুত্ব দিয়ে দেখছেন না।” যদিও ময়নাগুড়ির বিডিও সম্রাট চক্রবর্তী বলেন, “পরিবহণ কর্মীদের আলোচনায় বসার জন্য ফের অনুরোধ করব। ওরা যে সমস্ত সমস্যার কথা বলছেন সেটাও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রতিবাদে চিঠি
ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবি তুলে ফের সরকারকে চিঠি দিল বানারহাট ব্যবসায়ী সমিতি। সোমবার যৌথমঞ্চের ডাকা বনধের দিন ডুয়ার্সের বানারহাটের ১৫টি দোকান জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরে বানারহাটের সর্বস্তরের নাগরিকরা প্রতিবাদে সামিল হন। বৃহস্পতিবার বানারহাট ব্যবসায়ী সমিতির একটি প্রতিনিধি দল জলপাইগুড়িতে গিয়ে জেলাশাসকের কাছে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ক্ষতিপূরনের দাবি জানান। এর পরে প্রায় চারদিন কেটে গেলেও সরকারের তরফে কোনও সাড়া না পাওয়া যায়নি বলে ব্যবসায়ী সমিতির তরফে অভিযোগ করা হয়েছে। ফের প্রশসানের বিভিন্ন স্তরে এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি পাঠিয়ে দাবি জানানো হবে বলে জানানো হয়েছে। বানারহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক বিজয় বড়ুয়া বলেন, “বিনা প্ররোচনায় নিরপরাধ ব্যবসায়ীদের দোকান জ্বালানো হয়। আমরা মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠাচ্ছি।”

উন্নয়নের দাবি
সীমান্ত এলাকায় মহিলাদের উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়ার দাবিতে সোচ্চার হলেন সীমান্তবাসী মহিলারা। রবিবার নগর বেরুবারি গ্রাম পঞ্চায়েতের লালবাজারপাড়া প্রাথমিক স্কুলের মাঠে মহিলা কংগ্রেসের সম্মেলনে এই দাবি ওঠে। ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে এলাকার সীমান্তের মহিলাদের সংগঠিত করার কাজে একধাপ এগোল কংগ্রেস। সম্মেলনে উপস্থিত জলপাইগুড়ি জেলা মহিলা কংগ্রেস সভাপতি অনিতা মৌলিক বলেন, “সীমান্ত এলাকায় স্বনির্ভর গোষ্ঠী আরও বাড়িয়ে তোলা দরকার। জোট সরকার আসার দশ মাস কেটে গেলেও সীমান্তে উন্নয়ন সে ভাবে হয়নি। পঞ্চায়েতগুলির অধিকাংশ এখনও বামেদের দখলে আছে। অবস্থার পরিবর্তন দরকার।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.