নিজস্ব সংবাদদাতা • লাভপুর |
কালবৈশাখীর ঝড়ে লাভপুরের ইন্দাস ও নানুরের কীর্ণাহার ২ নম্বর পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসন সূত্রে খবর, শুক্রবার রাতে লাভপুরের ইন্দাস পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর, রানিপাড়া এবং লাগোয়া নানুরের কীর্ণাহার ৩ নম্বর পঞ্চায়েতের গোমাই-আকুপুরচটি প্রভৃতি গ্রামের উপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যায়। ঝড়ে বেশ কিছু বাড়ির চাল উড়ে যায়। উড়ে গিয়েছে গোমাই জুনিয়র হাইস্কুলের মিড-ডে মিল রান্নার চালা। ক্ষতি হয়েছে ফসলেরও। দক্ষিণ দুর্গাপুরের জাব্বার খাঁ, জামানউদ্দিন শেখদের বাড়ির চাল উড়ে গিয়েছে। |
ঝড়ের কবলে। ছবি: সোমনাথ মুস্তাফি। |
তারা বলেন, “কালবৈশাখীর ঝড়ে আমরা নিরাশ্রয় হয়ে পড়েছি। সরকারি সহায়তা না পেলে খুব অসুবিধায় পড়ব।”
গোমাই জুনিয়র হাইস্কুলের পরিচালন সমিতির সম্পাদক প্রতুল নাগ বলেন, “অবিলম্বে চাল ছাওয়ানোর ব্যবস্থা না হলে মিড-ডে মিল রান্না করায় সমস্যা হবে।” নানুরের বিডিও সজল দাস বলেন, “শুধু ওই গ্রামেই নয়, গোটা ব্লকের ৭০টি বাড়ি সম্পূর্ণ এবং ১১০০টি বাড়ি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৫০ মেট্রিক টন ধানও নষ্ট হয়েছে।” তিনি জানিয়েছেন, ব্লক থেকে প্রায় ৬০০টি ত্রিপল দুর্গতদের দেওয়া হয়েছে। অন্যদিকে, লাভপুরের বিডিও অনাবিল দত্ত বলেন, “ক্ষয়ক্ষতির সঠিক হিসেব এখনও পাওয়া যায়নি। তবে ওই এলাকায় ৫০টি ত্রিপল দেওয়া হয়েছে।” |