l
ABP Ananda
l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• জঙ্গিপুর উপনির্বাচনে জয়ী প্রণব-পুত্র
বিস্তারিত...
পুজো পর্যায়ে
জয়ের জটিল অঙ্ক কষতে ব্যস্ত সব পক্ষই
বিমান হাজরা • রঘুনাথগঞ্জ
গণনার আগে সংশয় রয়েছে। থাকারই কথা। কিন্তু সে সংশয়ের মূল কারণ বাড়তি ভোট। অনুমান ছিল ভোট পড়বে নিতান্তই কম। কিন্তু বুধবার, ভোটের পরে দেখা যায় প্রদত্ত ভোট প্রায় ৬৮ শতাংশ। এই বাড়তি ভোট নিয়েই সংশয়ে কংগ্রেস-সিপিএম। বিজেপিও। এমনকী পিডিএসআই-র মতো ছোট দলগুলিও। পার্টি অফিস থেকে চায়ের দোকান, সর্বত্র সেই অঙ্কের জটিল জট খোলার চেষ্টা চলেছে। তবে সিপিএম কিংবা কংগ্রেস, দু’পক্ষেরই হিসাব গুলিয়ে দিয়েছে বিজেপি। না সিপিএম, না কংগ্রেস কোনও পক্ষই জানে না বিজেপি কতটা ভোট টানবে। কেউ আবার দু’টি ছোট প্রতিদ্বন্দ্বী দলকেই ধরেছেন বড় ফ্যাক্টর। জঙ্গিপুর লোকসভায় প্রায় ১২ লক্ষ ৪১ হাজার ভোটারের মধ্যে ৬৭.৭ শতাংশের হিসাবে প্রায় ৮ লক্ষ ৩০ হাজার ভোট পড়েছে। সে ক্ষেত্রে সকলেরই আগ্রহ কতটা এগোতে পারে বিজেপির ভোটব্যাঙ্ক। ছোট দল দু’টিই বা কত পাবে, তা নিয়েও দিনভর চলেছে হিসেব নিকেষ।
বিস্তারিত...
গাংপুরের কাছে লাইনে ফাটল
গামছা নেড়ে ট্রেন বাঁচাল ত্রয়ী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
অন্য দিনের মতোই শুক্রবারও রেললাইনের ধারে বেড়াতে এসেছিল তিন বন্ধু। লাইনের দিকে তাকাতেই চক্ষু চড়কগাছ! বর্ধমান-হাওড়া লাইনে গাংপুর ও বর্ধমান স্টেশনের মধ্যে লাইনের এক জায়গায় ইঞ্চি চারেকের ফাটল। ওই লাইন দিয়েই ছুটে আসছে আপ হাওড়া-বালিয়া এক্সপ্রেস। কী করবে বুঝে না পেরে কোমরে জড়ানো গামছা খুলেই প্রাণপণে নাড়াতে শুরু করে ওরা। দেখতে পেয়ে চালক এমার্জেন্সি ব্রেক কষেন। ওরা হিরণ হাজরা, বাবু দাস ও শিবশঙ্কর চৌধুরী। ওদের মধ্যে একমাত্র হিরণই স্কুলে যেতে পেরেছে। বাকিরা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে। রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে রায়নগর এলাকার কাছে আপ লাইনে ফাটলের জেরে লাইনটি দু’টুকরো হয়ে গিয়েছিল। ওই তিন যুবক গামছা নেড়ে ট্রেনটিকে থামিয়ে দেন। মেরামতির কারণে ওই লাইনে ট্রেন চলাচল বিকেল সোয়া ৪টে থেকে পৌনে ৬টা পর্যন্ত বন্ধ ছিল। রাতেও রেললাইন মেরামতির কাজ চলছে। তবে ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
বিস্তারিত...
মিছিলের ঠিক পরের দিনই
গড়বেতায় আক্রান্ত সিপিএম
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
দীর্ঘদিন পরে সিপিএমের মিছিল ও কিছু কার্যালয় খোলার পরদিনই রক্তাক্ত হল গড়বেতা। একাধিক জায়গায় সিপিএম নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রচণ্ড মারধরে বড়মুড়ার সিপিএম কর্মী চিত্তরঞ্জন রক্ষিত (৫২) মারা যান বলে অভিযোগ। গিলাবনিতে সিপিএমের ধাদিকা লোকাল কমিটির সম্পাদক কিরীটী হাজরার বাড়িতে হামলা চালানো হয়। গুলি চলে। কিরীটীবাবু এলাকাছাড়া। তাঁর বৌদি ঝর্না হাজরার পেটে গুলি লাগে। আর এক বৌদি চাঁপা হাজরাকে মারধর করা হয়। দু’জনেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি। পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “কয়েকটি জায়গায় গোলমাল হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।” গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, “গড়বেতার মানুষ প্রতিবাদ-প্রতিরোধ করছেন। সে জন্যই পুলিশকে সঙ্গে নিয়ে পরিকল্পিত ভাবে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল।” দলের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকারেরও অভিযোগ, “বৃহস্পতিবার কিছু এলাকায় মিছিলের পর থেকেই তৃণমূল হামলা চালাচ্ছে।”
বিস্তারিত...
কলেজেই ছাত্রীকে গণধর্ষণে
অভিযুক্ত ছাত্রনেতা-সহ পাঁচ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
মাদক-পানীয় খাইয়ে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল বর্ধমানের রূপনারায়ণপুর নজরুল পলিটেকনিক কলেজে। চিত্তরঞ্জন রেল আবাসনের ওই তরুণীর অভিযোগ, র্যাগিং নিয়ে মুখ খোলায় তাঁর উপরে এই ভাবে ‘প্রতিশোধ’ নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলের ওই ‘ঘটনা’য় রূপনারায়ণ ফাঁড়িতে অভিযোগ দায়ের হয় বৃহস্পতিবার রাতে। অভিযুক্ত টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের এক নেতা-সহ তিন ছাত্রছাত্রী, এক নিরাপত্তারক্ষী ও এক বহিরাগত যুবক। শুক্রবার আসানসোল আদালতে ছাত্রীটির গোপন জবানবন্দি নেওয়া হয়। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, পুলিশ ও গোয়েন্দা দফতর তদন্ত করছে। এক জন গ্রেফতার হয়েছে। বাকিদের খোঁজ চলছে। কলেজের অধ্যক্ষ ঋতুপর্ণ বসু জানান, ক্যান্টিন ও ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়ে একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। বহিরাগতদেরও প্রবেশ নিষিদ্ধ। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্রীর অভিযোগ, গত অগস্টে ভর্তির পরেই দুই সিনিয়র ছাত্র তাঁকে র্যাগিং করে। সে কথা নিজের দাদাকে জানালে তিনি ছেলে দু’টিকে ‘সতর্ক’ করেন।
বিস্তারিত...
ক্রেতা সুরক্ষার প্রচারে লোকসংস্কৃতি
সমীর দত্ত • মানবাজার
ধামসার বাজনা শুনে হাঁটা থামিয়ে অনেকেই বাজনদারদের ঘিরে ধরছেন। ঠিক তখনই মুখোশ পড়ে ছৌশিল্পীরা আসরে ঢুকে পড়ে নাচ শুরু করছেন। পাশ থেকে তাঁদের সঙ্গীরা জিনিসপত্র কিনে ঠকলে কী করা উচিত, সেই কথা সুর করে শোনাচ্ছেন। এ ভাবেই ছৌনাচকে হাতিয়ার করে সচেতনতার প্রচার চালাচ্ছে পুরুলিয়া জেলা ক্রেতা সুরক্ষা দফতর। কোথাও আবার পথ নাটিকা, কোথাও কথা-বলা পুতুল, বাউলগান বা ঝুমুরদলেরও শিল্পীদেরও প্রচারে নামানো হয়েছে। পুরুলিয়া জেলা জুড়েই লোক সংস্কৃতির মোড়কে প্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকরা। তাঁদের দাবি, ক্রেতা সচেতনতায় এ ধরনের প্রচারে সুফলও মিলছে। প্রচার মাধ্যমের বিভিন্ন দিক থাকা সত্ত্বেও এখনও পুরুলিয়াতে লোক সংস্কৃতি যে ভাবে মানুষকে আকৃষ্ট করে, তা অন্য কোনও মাধ্যমে সম্ভব নয় বলে তাঁরা মনে করছেন।
বিস্তারিত...
ঐতিহ্যবাহী ভবনে অফিস খোলার উদ্যোগে ক্ষোভ
রাজদীপ বন্দ্যোপাধ্যায় • বাঁকুড়া
ঐতিহ্যবাহী ‘এডওয়ার্ড মেমোরিয়াল হলে’ এ বার কনস্ট্রাকশন বোর্ডের অফিস খুলতে চলেছে পূর্ত দফতর। সভাঘরের ভিতরে শৌচাগার তৈরির জন্য ইট-সিমেন্টের কাজও শুরু হয়ে গিয়েছে। নানা গুনীজনের স্মৃতিধন্য শতাব্দী প্রাচীন এই ভবনকে ভগ্নদশা থেকে উদ্ধার করে জনগণের কাছে খুলে দেওয়ার জন্য এত দিন আন্দোলন করা বাঁকুড়ার সংস্কৃতি প্রেমী বাসিন্দারা এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়ে উঠেছেন। আঁচ পেয়ে বুধবার হলটি পরিদর্শন করেন বাঁকুড়ার তৃণমূল বিধায়ক মিনতি মিশ্র। তিনিও প্রশাসনের এই সিদ্ধন্তে ক্ষোভ প্রকাশ করেছেন। এক সময় বিভিন্ন সভা, অনুষ্ঠান হওয়া শতাব্দী প্রাচীন এই হলটি দীর্ঘদিন ধরে বেদখল হয়ে ছিল। স্থানীয় কিছু সংগঠনের আন্দোলেন প্রশাসন নড়েচড়ে বসায় গত কয়েক বছরে এই হল পুরনো শ্রী ফিরে পায়। সংগঠনগুলির আর্জির পরিপ্রেক্ষিতে বছর তিনেক আগে রাজ্য হেরিটেজ কমিশন এডওয়ার্ড হলকে ঐতিহ্যবাহী ভবনের স্বীকৃতি দেয়।
বিস্তারিত...
ভাঙড়ে সিপিএমের পাল্টা সভা তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • ভাঙড়
চার দিনের ব্যবধানে শুক্রবার ভাঙড়ের চন্দনেশ্বর মাঠে সিপিএমের পাল্টা সভা করল তৃণমূল। সকাল থেকে বৃষ্টি হলেও সভার আগে তা থেমে যায়। পুলিশের হিসেবে, প্রায় হাজার পাঁচেক মানুষ এসেছিলেন সভায়। তবে, পুলিশের এই হিসেব মানেনি তৃণমূল। দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের ভাইস-চেয়ারম্যান শক্তি মণ্ডলের দাবি, “বৃষ্টির কারণে অনেকে আসতে না পারলেও আমাদের সভায় দশ হাজার মানুষ এসেছিলেন। পুলিশ কী হিসেব দিল তাতে আমাদের কিছু যায় আসে না।” পঞ্চায়েত ভোটের প্রস্তুতির অঙ্গ হিসেবে গত রবিবার চন্দনেশ্বর মাঠেই সভা করেছিলেন সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ, রেজ্জাক মোল্লারা। এ দিনের পাল্টা সভায় মূলত, ক্যানিং-২ ব্লকের জীবনতলা, মউখালি, সোনারপুর এবং বারুইপুর থেকে আসা তৃণমূল কর্মী-সমর্থকদেরই বেশি দেখা গিয়েছে। সাড়ে ৩টের সময়ে সভা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তখনও সে ভাবে লোক না হওয়ায় স্থানীয় তৃণমূল নেতারা ফোন করে বিভিন্ন জায়গা থেকে লোক আনার চেষ্টা করেন। অনেক নেতাদেরই দৌড়ঝাঁপ করতেও দেখা যায়। ৪টে নাগাদ সভা শুরু হয়।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
উৎসবে সামিল
মূক-বধিরেরা
রফায় থমকে ‘ব্যবস্থা’
দক্ষিণবঙ্গ
জামিনে মুক্ত অভিযুক্তকে
ফের গ্রেফতারের নির্দেশ
মুঘল আমল থেকে
পুজো পান দেবী
বর্ধমান
কারখানায় মৃত্যু শ্রমিকের, ক্ষোভ নিরাপত্তা নিয়ে
শান্তিনিকেতনের উপাসনা
ইস্পাতনগরীতে
পুরুলিয়া
অতীত আবাহনে
জেগে ওঠেন বুড়ি দুর্গা
আবাহনে জেগে
ওঠে তিনশো বছর
মুর্শিদাবাদ
জঙ্গিপুরের দিকে আজ
তাকিয়ে তিন শিবিরই
খুনে গ্রেফতার,
থানায় বিক্ষোভ
মেদিনীপুর
স্কুলের গেট ভেঙে মৃত ছাত্র
দুই শিল্পী ছাত্রের হাতেই
সাজছে নীলনদের দেশ
কলকাতা
৩০.৯/২৩.৯
আজকের দিনে
•
আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ হ্রাসকরণ দিবস
• ১৯১১:
ভাগলপুরে জন্মগ্রহণ করেন প্রবাদপ্রতিম অভিনেতা অশোককুমার গঙ্গোপাধ্যায়। তিনি ভারতীয় চলচ্চিত্রের ‘দাদামণি’ নামে সুপরিচিত।
হপ্তা শেষে...
শুক্রবার
শনিবার
রবিবার
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.