l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের খেলা
ডেকান চার্জার্স
বনাম
দিল্লি ডেয়ারডেভিলস
বিস্তারিত স্কোর
রাজস্থান রয়্যালস
বনাম
চেন্নাই সুপার কিংস
বিস্তারিত স্কোর
আজকের শিরোনাম...
•
জলদাপাড়াকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষনা
•
প্রদীপ তা ও কমল গায়েন হত্যার চার্জশিট পেশ আজ বর্ধমান আদালতে
•
জনসমক্ষে খুন প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে
বিস্তারিত...
তৃণমূল নেতাকে ‘মারধর’, সরতে হল ৫ জওয়ানকে
কিংশুক গুপ্ত • লালগড়
দলের স্থানীয় এক নেতাকে ‘মারধর’ করেছেন ‘সিপিএম-ঘনিষ্ঠ’ জওয়ানেরা এই অভিযোগে লালগড়ের ধরমপুর সিআরপি ক্যাম্প অন্যত্র সরানোর দাবি তুলেছিল শাসক তৃণমূল। ক্যাম্প না সরালেও ঘটনার জেরে ৫ জন সিআরপি জওয়ানকে তড়িঘড়ি সরিয়ে দেওয়া হল। মঙ্গলবার সন্ধ্যায় দিলীপ মাহাতো নামে ওই প্রাক্তন মাওবাদী এবং অধুনা তৃণমূল নেতা নিজে ক্যাম্পে গিয়ে ‘অভিযুক্ত’ ৫ জওয়ানকে ‘শনাক্ত’ করেন। তার পরই সরিয়ে দেওয়া হয় ৫০ নম্বর ব্যাটালিয়নের ওই জওয়ানদের। ওই জওয়ানদের কেউই বাঙালি নন। সিআরপি-র এক পদস্থ কর্তা অবশ্য জানিয়েছেন, এটা কোনও শাস্তিমূলক ব্যবস্থা নয়। দিলীপবাবু ছিলেন জনগণের কমিটির প্রথম সারির নেতা। রাষ্ট্রদ্রোহ, খুন, হামলা, নাশকতা ও অপহরণের একাধিক মামলায় ২০১০ সালে গ্রেফতারও হন তিনি। তবে গত বছর বিধানসভা নির্বাচনের আগে সব ক’টি মামলায় তিনি জামিন পেয়ে যান। তার পরই তাঁকে তৃণমূলের অঞ্চল সভাপতি করা হয়।
বিস্তারিত...
নলহাটিতে ‘মর্যাদা’র লড়াই চাইছে কংগ্রেস
নিজস্ব প্রতিবেদন
বীরভূমের নলহাটির পুরভোট নিয়ে ‘মর্যাদার লড়াই’য়ে নামছে প্রদেশ কংগ্রেস। এবং কংগ্রেসের শীর্ষনেতৃত্বের ‘অনুমোদন’ সাপেক্ষেই ওই সিদ্ধান্ত। প্রসঙ্গত, নলহাটির কংগ্রেস বিধায়ক কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ। পুরভোটের আগে থেকেই সেখানে জোট ভেঙে গিয়েছে এবং জোটের দুই শরিক কংগ্রেস-তৃণমূলের সম্পর্কও যথেষ্ট ‘তিক্ত’। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। আপাতত কংগ্রেস মনে করছে, নলহাটি পুরসভায় সব আসনে শুধু প্রার্থী দেওয়া নয়, বরং সেখানে যত বেশি সম্ভব আসনে জিততে হবে। সেই মর্মে রাজ্য কংগ্রেসের সব নেতাকে বার্তা দেওয়া হয়েছে। এমনকী, কংগ্রেসের প্রার্থীরা কোনও ‘প্ররোচনায়’ পা-দিয়ে শেষ মুহূর্তে যেন মনোনয়ন প্রত্যাহার করে না-নেন, সে ব্যাপারেও রাজ্য নেতাদের ‘সতর্ক’ করা হয়েছে। প্রয়োজনে মনোনয়ন প্রত্যাহারের শেষদিন পর্যন্ত দলের ১৫ জন প্রার্থীকে কোনও গোপন জায়গায় রাখার কথাও ভাবা হচ্ছে। কংগ্রেসের এক শীর্ষনেতার কথায়, “কংগ্রেসের প্রার্থীদের ভাঙানোর চেষ্টার আশঙ্কা রয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আচমকা কোনও প্রার্থী সেই পথে হাঁটলে দলের মুখ পুড়বে। কংগ্রেসের মূল লক্ষ্য, দলীয় প্রতীকে যত বেশি সম্ভব প্রার্থীকে জিতিয়ে আনা। জয়ী কংগ্রেস প্রার্থী পরে শিবির বদলালে অন্য ব্যাপার। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।”
বিস্তারিত...
ভুয়ো রেশন কার্ড উদ্ধারে
ব্যতিক্রমী দৃষ্টান্ত পুরুলিয়ার
প্রশান্ত পাল • পুরুলিয়া
রাজকোষের হাল খারাপ। গণবণ্টন ব্যবস্থা সচল রাখতে গিয়ে প্রতি মাসে কোটি কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এই যেখানে অবস্থা, সেখানে প্রতি মাসে পুরুলিয়া জেলা খাদ্য দফতর ৫৭ লক্ষ টাকা বাঁচাচ্ছে। ভুয়ো রেশন কার্ডের ভূত ঘাড় থেকে নামিয়ে এই অসাধ্য সাধন করা হয়েছে। গত বছরের নভেম্বর থেকেই পুরুলিয়ায় এই ‘উলটপুরাণ’ হয়ে চলেছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, “প্রতি মাসে দফতরকে গণবন্টন ব্যবস্থা সচল রাখতে ৫৫ কোটি টাকা ও পরিবহণ খরচ বাবদ ১৫ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।” সেখানে কী ভাবে পুরুলিয়া সাশ্রয় করছে? পুরুলিয়ার জেলাশাসক অবনীন্দ্র সিংহ জানান, খাদ্যমন্ত্রী জেলা সফরে এসে বারবার ভুয়ো রেশন কার্ড খুঁজে বের করতে বলেছিলেন। সেই কাজটাই ‘কোমর বেঁধে’ করা হয়েছে। তিনি বলেন, “আমরা ঠিক করি, গ্রামে গ্রামে গিয়ে বাসিন্দাদের নিয়ে গণশুনানি করে মৃত অথবা অন্যত্র চলে যাওয়া এবং ভুয়ো ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করা হবে। গত দুর্গাপুজোর আগে থেকে গণশুনানি শুরু হয়। গ্রামবাসীই ভুয়ো কার্ড ধরিয়ে দেন।” জেলা খাদ্য নিয়ামক সাধন পাঠক জানান, প্রথমে জেলা প্রশাসন ও খাদ্য দফতরের আধিকারিক ও কর্মীরা গ্রামে গিয়ে শুনানি করেন।
বিস্তারিত...
৩৯ মাস বন্ধ থাকার পরে খুলল চা নিলাম কেন্দ্র
নিজস্ব প্রতিবেদন
টানা ৩৯ মাস বন্ধ থাকার পরে বুধবার ফের খুলল জলপাইগুড়ির চা নিলাম কেন্দ্র। এবং শুরুতেই প্রথাগত পদ্ধতির বদলে বৈদ্যুতিন পদ্ধতির (ইলেকট্রনিক অকশন) নিলামে চায়ের সর্বোচ্চ দর উঠল ১৬৮ টাকা প্রতি কেজি। যা এই নিলাম কেন্দ্রের গত সাত বছরের ইতিহাসে রেকর্ড। শুধু রেকর্ড গড়াই নয়, এই নিলাম কেন্দ্রটি ফের চালু হওয়া এবং বৈদুতিন নিলাম হওয়ার ঘটনা উত্তরবঙ্গ তথা সার্বিক ভাবে চা শিল্পের কাছে বৃহত্তর বার্তা দেবে বলেই মনে করছেন টি বোর্ডের (চা পর্ষদ) কর্তারা। প্রশাসন ও চা পর্ষদ সূত্রের খবর, ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে চাপানউতোরের জেরে জন্মলগ্ন থেকেই জলপাইগুড়ি নিলাম কেন্দ্রটি চা পাতার জোগানের অভাবে ভুগছে। ক্রেতাদের একটা অংশের অভিযোগ ছিল, বিক্রেতারা এই কেন্দ্রে নিলামের জন্য চা পাঠাতে চান না। জেলায় চা বাগানের অভাব না থাকলেও বিক্রেতাদের অনেকেরই মূল আগ্রহ শিলিগুড়ি কিংবা কলকাতা নিলাম কেন্দ্র। তাই ক্রমশ কমছিল ক্রেতার সংখ্যাও।
বিস্তারিত...
২৭ কাঠা জমি দান রাস্তার জন্য
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া
রাস্তা তৈরির জমি মিলছিল না। স্রেফ এই কারণে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘেঁষা বাঘমুণ্ডিতে প্রস্তাবিত পলিটেকনিক কলেজ গড়াকে ঘিরে তৈরি হয়েছিল সংশয়ের মেঘ। সমস্যা মেটাতে প্রায় ২৭ কাঠা জমি দান করলেন স্থানীয় তিন বাসিন্দা। জমি জটে যেখানে আটকে রয়েছে রাজ্যের বহু প্রকল্প, সেখানে এলাকার উন্নয়নের স্বার্থে এই তিন জনের জমিদান নিঃসন্দেহে ব্যতিক্রমী। বাঘমুণ্ডিতে এই পলিটেকনিক কলেজ গড়ার প্রক্রিয়ার শুরু থেকেই জমি সমস্যা রয়েছে। প্রশাসন সূত্রের খবর, কারিগরি শিক্ষা দফতরের বিধি মোতাবেক এই ধরনের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়তে গেলে ন্যূনতম পাঁচ একর জমি প্রয়োজন। বাঘমুণ্ডি-ঝালদা রাস্তার ধারে, যেখানে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার কথা, সেখানে সরকারি খাস জমি পাওয়া যায় ৪ একর ১ ডেসিমেল।
বিস্তারিত...
দেশপ্রাণের ধ্বংসপ্রায় বাড়ি সংস্কারে আর্জি
সুব্রত গুহ • কাঁথি
বসতবাটি ধ্বংসপ্রায়। ফাটলের ফাঁকে বিশাল বটগাছ আর তার শিকড়-বাকড়। ঝোপঝাড়-আগাছায় ঢেকেছে চাতাল। বাদুড়, চামচিকে আর বিষাক্ত সাপ ছাড়া আনাগোনা নেই কারও। ধ্বংসস্তূপের আনাচে-কানাচে চাপা পড়েছে স্বাধীনতা আন্দোলনের চুপকথা। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীভেটি গ্রামে স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের বাড়ি সংস্কার ও সংরক্ষণে উদ্যোগ নেই কোনও। কাঁথি শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে দেশপ্রাণ ব্লকের চণ্ডীভেটি গ্রাম। কাঁথি-রসুলপুর রাস্তায় মুকুন্দপুরে নেমে রিকশা বা ট্রেকারে চেপে প্রত্যন্ত ওই গ্রামে পৌঁছনো যায়। আর দিঘা-কলকাতা রাজ্য সড়ক দিয়ে গেলে মারিশদা বাসস্টপে নেমে ট্রেকার বা রিকশায় আঁউরাই বটতলা, সেখান থেকে মোরাম রাস্তায় মাইলখানেক হাঁটাপথ। ১৮৮১ সালের ২৬ অক্টোবর এই বাড়িতেই গ্রামের জমিদার বিশ্বম্ভর শাসমল ও তাঁর স্ত্রী আনন্দময়ীদেবীর মেজো ছেলে বীরেন্দ্রনাথের জন্ম। বিশাল দোতলা সেই বসতবাটি এখন খণ্ডহরে পরিণত।
বিস্তারিত...
গাড়িতে তুলে নিয়ে গিয়ে বধূকে
গণধর্ষণের অভিযোগ মালদহে
নিজস্ব সংবাদদাতা • মালদহ
শপিং মলের সামনে থেকে এক গৃহবধূকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল মালদহে। মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানার রথবাড়ি এলাকার ঘটনা। রাত প্রায় ১১টা বাজলেও বধূটি বাড়ি না ফেরায় তাঁর স্বামী থানায় খবর দেন। পুলিশ রাত দেড়টা নাগাদ শপিং মল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নলডুবি এলাকার একটি রাস্তা থেকে মহিলাকে উদ্ধার করে। তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তারি পরীক্ষায় অভিযোগের প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রের দাবি। রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “ন্যক্কারজনক ঘটনা। জেলা পুলিশ সুপারকে দ্রুত দুষ্কৃতীদের খুঁজে বার করতে বলেছি।” ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “যে এলাকা থেকে ওই গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে তা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বলে পরিচিত। পুলিশ ঘটনায় জড়িতদের দ্রুত ধরুক।”
বিস্তারিত...
এক নজরে...
• বাংলাদেশের ‘মন্ত্রে’
কাঁথা বুনছেন দিলরুবা
• নকশা বুনে
দিন পাল্টেছে সাবিনাদের
• বৈকুণ্ঠপুরের ইতিহাস
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
উন্নয়নে ব্যর্থ পুর কর্তৃপক্ষ,
অভিযোগ ডেপুটি মেয়রের
ত্রাণ বরাদ্দে পান ভোজন
দক্ষিণবঙ্গ
ট্রাকের রেষারেষিতে
প্রাণ গেল বালকের
রবীন্দ্রজয়ন্তীর মঞ্চেও
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
বর্ধমান
গ্রামেই কলেজ গড়তে
কোমর বাঁধছে তেহাট্টা
বিয়েতে অমত, ‘হুমকি’তে
আতঙ্কে নবদম্পতি
পুরুলিয়া
ধৃতদের আলাদা করে
জেরা করতে চায় পুলিশ
শিক্ষকদের ঘিরে
দু’টি স্কুলে বিক্ষোভ
মুর্শিদাবাদ
তরুণীকে খুনে
গ্রেফতার যুবক
মেদিনীপুর
নারায়ণগড়ে সিপিএমের পদযাত্রা, সভা
চাঁদা নিয়ে বচসা,
ধেড়ুয়া রুটে বাস বন্ধ
কলকাতা
৩৫.৬/২৭.৭
আজকের দিনে
• ২০০১:
রাজনীতিক
সুধাকররাও নায়েকের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.