|
|
|
|
|
গাড়িতে তুলে নিয়ে গিয়ে বধূকে
গণধর্ষণের অভিযোগ মালদহে
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
|
শপিং মলের সামনে থেকে এক গৃহবধূকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল মালদহে। মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানার রথবাড়ি এলাকার ঘটনা। রাত প্রায় ১১টা বাজলেও বধূটি বাড়ি না ফেরায় তাঁর স্বামী থানায় খবর দেন। পুলিশ রাত দেড়টা নাগাদ শপিং মল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নলডুবি এলাকার একটি রাস্তা থেকে মহিলাকে উদ্ধার করে। তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তারি পরীক্ষায় অভিযোগের প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রের দাবি।
রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “ন্যক্কারজনক ঘটনা। জেলা পুলিশ সুপারকে দ্রুত দুষ্কৃতীদের খুঁজে বার করতে বলেছি।” ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “যে এলাকা থেকে ওই গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে তা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বলে পরিচিত। পুলিশ ঘটনায় জড়িতদের দ্রুত ধরুক।”
পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “গণধর্ষণের মামলা রুজু করে অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। মহিলা সুস্থ হলেই বিশদে জেরা করা হবে। যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেফতার করা হবে।”
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর আঠাশের ওই মহিলা মালদহ শহরের পিরোজপুরে স্বামী ও ছ’বছরের ছেলের সঙ্গে ভাড়া বাড়িতে থাকেন। তাঁর স্বামী গাড়ির ব্যবসা করেন। বধূটি পুলিশকে জানিয়েছেন, মঙ্গলবার রাজমহল রোডে গৃহশিক্ষকের বাড়িতে ছেলেকে পৌঁছে দিয়ে তিনি ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি শপিং মলে যান। তাঁর অভিযোগ, রাত ৮টা নাগাদ শপিং মলের সামনে যেতেই একটি গাড়ি থেকে দু’জন বার হয়ে তাঁকে গাড়ির ভিতরে তুলে মুখে কাপড় গুঁজে দেয়। তার পরে কিছুটা দূরে নির্জন এলাকার একটি মাঠে নিয়ে গিয়ে তাঁকে পর পর ৮ জন ধর্ষণ করে বলে মহিলার অভিযোগ। তিনি অচৈতন্য হয়ে পড়লে তাঁকে রাস্তার ধারে ফেলে দুষ্কৃতীরা পালায়। মহিলা পুলিশকে জানিয়েছেন, তিনি কাউকে চিনতে পারেননি।
এ দিকে, মহিলার ছেলের গৃহশিক্ষক রাত ১১টা পর্যন্ত অপেক্ষা করে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার জন্য মহিলার বাড়িতে ফোন করেন। ছেলেকে নিয়ে বাড়ি ফিরেই মহিলার স্বামী পুলিশকে ফোন করেন।
জেলা পুলিশের এক কর্তা জানান, মহিলার কাছ থেকে বিবরণ শুনে অভিযুক্তদের ছবি আঁকানোর প্রস্তুতি নিয়েছে পুলিশ। শপিং মল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হয়েছে। তবে ওই শপিং মলের কর্তৃপক্ষের দাবি, মলের সামনে প্রায় ২৪ হাজার ওয়াটের আলো জ্বালানো থাকে। তার উপরে মঙ্গলবার, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ভিড় থাকায় মলে ৮ জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। সেখান থেকে কোনও মহিলাকে গাড়িতে জবরদস্তি তুলে নিয়ে যাওয়ার ঘটনা তাঁদের নজরে পড়েনি। |
|
|
|
|
|