|
|
|
|
বালিকাকে বিয়ে, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে উত্তর প্রদেশের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনায় ওই যুবকের মা ও আরেক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার অনন্তপুর-১ গ্রাম পঞ্চায়েতের মধ্য গৌরীপুর এলাকায়। পুলিশ জানায়, ১৮ বছর বয়সী ধৃত পাত্রের নাম লবকুশ সিংহ। তার বাড়ি উত্তর প্রদেশের আলিগড় জেলার জামা থানা এলাকায়। ওই মহিলার নাম গায়ত্রী সিংহ। পাশাপাশি, বিয়েতে ঘটকালি করার অভিযোগে কালিয়াগঞ্জ থানা এলাকার বাসিন্দা ধৃত ব্যক্তির নাম কানাই রাজভর। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সোমবার মধ্য গৌরীপুর এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর নারায়ণ রায়ের নাবালিকা মেয়ের সঙ্গে পেশায় ট্রাক্টর চালক লবকুশের বিয়ে হয়। এ দিন পাত্রপক্ষ ওই নাবালিকাকে নিয়ে উত্তর প্রদেশে যাওয়ার তোড়জোড় শুরু করেছিলেন। সেই সময় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এর পরে নারায়ণ রায়ের বাড়িতে গিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করার পরে পাত্র-সহ তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার পরে ওই বালিকার বাবা-সহ পরিবারের লোক জন এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন। রায়গঞ্জের ডিএসপি অম্লান ঘোষ এই দিন এই প্রসঙ্গে বলেন, “ওই নাবালিকাকে জেলা শিশুকল্যাণ কমিটির হাতে তুলে দেওয়া হবে। নাবালিকার পরিবারের লোকজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ধৃতদের বিরুদ্ধে চাইল্ড ম্যারেজ অ্যাক্টে মামলা দায়ের করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই ঘটনার সঙ্গে নারী পাচার চক্রের যোগ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।” |
|
|
|
|
|