প্রদীপ তা ও কমল গায়েন হত্যার চার্জশিট পেশ আজ বর্ধমান আদালতে |
গত ফেব্রুয়ারি মাসে বর্ধমান শহরে পিটিয়ে-থেঁতলে খুন করা হয়েছিল সিপিএমের প্রাক্তন বিধায়ক এবং জেলা কমিটির সদস্য, ৭৩ বছরের বৃদ্ধ প্রদীপ তা ও স্থানীয় সিপিএম সদস্য কমল গাঁয়েনকে। এই ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছিল হাইকোর্টে। পরে ২ মার্চ এই ঘটনায় তদন্তভার সিআইডির হাতে তুলে দেয় হাইকোর্ট। আজ বর্ধমান আদালতে চার্জশিট জমা দেবে বলে জানা গেছে। এখন হাইকোর্টে পেশ করা চার্জশিটের সঙ্গে এই চার্জশিটের মিল আছে কিনা এ বিষয়ে যথেষ্ট মতান্তর দেখা যাচ্ছে। |
মিলল রুশ বিমানের ধ্বংসাবশেষ |
৫০ আরোহী-সহ গতকাল নিখোঁজ হয় রুশ বিমান সুখোই। বিমানটি উড়েছিল জাকার্তার হালিম পারদানাকুসুমা বিমানবন্দর থেকে, স্থানীয় সময় দুপুর ২:২০। ১০০ আসনের বিমানটিতে ৪৪ জন যাত্রী ছিলেন। এ ছাড়া ছিলেন বিমান চালক-সহ ৬ জন কর্মী। সালাক পার্বত্য অঞ্চলে ওড়ার সময়ে বিমানটি নিখোঁজ হয়ে যায়। উড়ান শুরুর ২০ মিনিট পরেই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যাত্রিবাহী বিমানটির। অবশেষে আজ সকালে পশ্চিম ইন্দোনেশিয়ার পাহাড়ের ঢালে পাওয়া যায় এটির ধ্বংসাবশেষ। উদ্ধারকাজে নেমেছে সেনারা।
|
বারুইপুর ব্যাঙ্ক ডাকাতির কিনারা করল পুলিশ |
কিছু দিন আগে ব্যাঙ্ক ডাকাতি হয়েছিল বারুইপুরে। চার দুষ্কৃতি ব্যাঙ্ক থেকে ৬ লক্ষ টাকা এবং এক লক্ষ টাকার সোনার গয়না লুঠ করে বলে পুলিশ সূত্রে জানা যায়। এর মধ্যে দু’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ক্যানিং থেকে বাকি দু’জনের হদিশ পায় পুলিশ, এবং তাদের কাছ থেকে ১ লক্ষ ৭৮ হাজার টাকা, ছ’টি কার্তুজ, দুটি মোবাইল ফোন ও একটি বাইক উদ্ধার করে যা তারা ওই দিন ব্যবহার করেছিল। ধৃত মনিরুদ্দিন নাঁইয়া ও হাবিবুল খান এলাকার কুখ্যাত ডাকাত বলে পরিচিত বলে জানা যায়। এ ছাড়া তারা অন্য কিছু কাজে লিপ্ত ছিল কিনা এ বিষয়ে তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ। |
জনসমক্ষে খুন প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে |
বার্ণপুরের প্রাক্তন বিধায়ক বামাপদ মুখোপাধ্যায়ের ছেলে অর্পণ মুখোপাধ্যায়(৫০) আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় কিছু দুষ্কৃতি সামনে থেকে তাঁকে গুলি করে খুন করে। শরীরে কতগুলো বুলেট রয়েছে তা জানার জন্য দেহটি পোস্টমর্টেম করতে নিয়ে গেছে হিরাপুর থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য শুরু হয়। দুষ্কৃতি গ্রেফতারের দাবিতে হিরাপুর থানা ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা। কিছু স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় বাস চলাচলও। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। |
জলদাপাড়াকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা |
জলদাপাড়াকে জাতীয় উদ্যান ঘোষণা করল কেন্দ্রীয় বন দফতর।
গরুমারার পর রাজ্যে এটি তৃতীয় জাতীয় উদ্যান। এর ফলে কেন্দ্রের কাছ থেকে আর্থিক সাহায্যের পরিমাণ ও পর্যটনের ক্ষেত্রে সুবিধা বাড়বে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। |
দুর্গন্ধে স্থগিত রাজ্য সভার অধিবেশন |
আজ সকালে অধিবেশন চলাকালীন বিকট গন্ধে ভরে যায় রাজ্যসভা। সময়ের সঙ্গে সঙ্গে তীব্রতা বাড়তে থাকে, শেষ পর্যন্ত ১৫ মিনিটের জন্য স্থগিত রাখা হয় রাজ্যসভা। এর পর অধিবেশন শুরু হওয়ার ১ মিনিট পর পুনরায় গন্ধ আসে। এর ফলে আতঙ্কিত হয়ে পড়ে সাংসদেরা। এর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। |