উত্তরবঙ্গ |
হরিরামপুর থানার আইসি মৃত দুর্ঘটনায় |
|
নিজস্ব প্রতিবেদন: পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার আইসি নীলেশচন্দ্র ঘোষ (৪৪) সহ দু’জন। জলপাইগুড়িতে একটি মামলার সাক্ষ্য দিয়ে শুক্রবার সকালে সেখান থেকে হরিরামপুর ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু সারোয়ার হোসেন (৪৪)। ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পানিশালা এলাকায় তাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি বড় ট্রাকের। ঘটনাস্থলেই মারা যান তাঁরা।
|
|
উত্তরবঙ্গে ঝড়ে ব্যাপক ক্ষতি, মৃত্যু দু’জনের |
নিজস্ব প্রতিবেদন: প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গের ৪ জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। ডুয়ার্সে শিলার আঘাতে ও গাছ চাপা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঝড়ের সময়ে আঘাত লেগে অন্তত ২০০ জন জখম। বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝড়ে কমপক্ষে ২০ হাজার ঘরবাড়ি ভেঙে গিয়েছে। ঘরদোর হারিয়ে বহু মানুষ আকাশের নীচে থাকতে হচ্ছে বলে অভিযোগ। জেলা জুড়ে বিদ্যুৎ ও টেলিফোন পরিষেবা বিপর্যস্ত। বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহও বিঘ্নিত হয়েছে। |
|
|
|
বৃষ্টি নেই, জলাশয়ও
শুকিয়ে কাঠ চাঁচলে |
|
ঘরে ঘরে ফ্রিজ,
কদরহীন কুঁজো |
|
|
|
বন্যা মোকাবিলায়
কমিটি উত্তরবঙ্গে |
|
নিয়োগ নিয়ে মামলা দায়ের |
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
মানা হয়নি রেল-বিধি, তদন্ত
|
|
নিলয় দাস, মাদারিহাট: ঝড়ের সময়ে লাইনে ট্রেন চালানো নিরাপদ নয়। রেল বিধিতে এ কথা স্পষ্ট করে বলা রয়েছে। তা সত্ত্বেও বৃহস্পতিবার রাতে মুজনাই স্টেশন থেকে এনজেপি-আলিপুরদুয়ারগামী প্যাসেঞ্জার কেন ছাড়া হয়েছিল। তা নিয়ে তদন্তে নেমে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রের খবর, ওই রাতে ট্রেনটি আরও বড় মাপের দুর্ঘটনায় পড়তে পারত। বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠায় তদন্তের নির্দেশ দিল রেল। আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সচ্চিদানন্দ বলেন, “ঝড়ের কারণে গাড়িটি ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলছিল। |
|
আশ্রয়-হারা বহু পরিবার |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ও ফাঁসিদেওয়া: ঝড়ে প্রথমে উড়ে যায় টিনের চাল। আতঙ্কে ৩ ছেলেমেয়ে, স্ত্রীকে নিয়ে চৌকির নিচে আশ্রয় নেন ফাঁসিদেওয়ার লিচুপাখুরির দিনমজুর সাগর রায়। চোখের সামনে ঘরের চারদিকের বেড়া উড়িয়ে নিয়ে যায় প্রবল বেগে বইতে থাকা ঝোড়ো বাতাস। প্রায় রাতভর চৌকির নিতে ৩ ছেলেকে নিয়ে আঁকড়ে ঠকঠক করে কেঁপেছেন ওই দম্পতি। ভোর হওয়ার পরে কী ভাবে সব সামলে নেবেন তা ভেবে কুলকিনারা পাচ্ছিলেন না সাগরবাবু ও তাঁর স্ত্রী। |
|
|
|
ঝড়ের পরে রাতভর
জাগলেন জেলাশাসক |
|
|
|
শঙ্করকে আর্জি আইনজীবীদের |
দার্জিলিঙে বধূকে ‘গণধর্ষণ’ |
|
টুকরো খবর |
|
|