বালিকার বিয়ে আটকাল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
এক আদিবাসী নাবালিকার বিয়ে রুখে দিল পুলিশ। বিয়ের আসর থেকে ওই নাবালিকা, তার বাবা-মা এবং পাত্রকে থানায় নিয়ে আসে পুলিশ। সাবালিকা হওয়ার পর বিয়ের মুচলেকা দিয়ে ছাড়া পান সবাই। শুক্রবার বিকালে হবিবপুর থানার কানতুর্কা গ্রামে ঘটনাটি ঘটেছে। হবিবপুর থানা আইসি আত্রেয়ী সেন জানান, গ্রামবাসীদের থেকে খবর পাই দক্ষিন দিনাজপুরের গঙ্গারামপুর থানার দূর্গাপুরের বাসিন্দা দূগার্পুর হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী রীতা মুর্মুর মুচিয়ার মহাদেবপুরের শীতল টুডুর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। পাত্রীর এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। খবর পেয়েই গ্রামে গিয়ে বিয়ে বন্ধ করা হয়। |
সালিশিসভায় কাঁদানে গ্যাস
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
দুই ব্যক্তির ধাক্কা লাগাকে কেন্দ্র করে গোলমালে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের ইসলামপুর। শুক্রবার সকালে ইসলামপুর থানার ধনতোলা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। এতে ইসলামপুর থানার আইসি সমীর পাল-সহ তিনজন পুলিশ কর্মী জখম হন। পরিস্থিতি সামলাতে পুলিশকে ৬ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল এবং তিনটি গ্যাস গ্রেনেড ফাটাতে হয়েছে। একটি পেট্রোল পাম্প ভাঙচুর করা হয়। ঘটনায় ১০ জন বাসিন্দা আহতও হয়েছেন। তবে কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। পুলিশের তরফে মামলা দায়ের করা হয়েছে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার দীপঙ্কর ভট্টাচার্য বলেন, “ গোলমালে জড়িত এবং পুলিশের উপর হামলাকারীদের ধরতে তল্লাশি শুরু হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।” পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার বিকেলে এলাকায় ঘর তৈরির জন্য ধনতোলার এক ব্যক্তি কাঠ নিয়ে যাচ্ছিলেন। ধনতোলার সংলগ্ন কাছনার এলাকার অপর এক ব্যক্তির সঙ্গে তাঁর ধাক্কা লাগে। দ্বিতীয় জনের হাতে সামান্য আঘাত লাগে। দুই বাসিন্দার গোলমাল শুরু হওয়ায় এ দিন এলাকায় সালিশি সভা ডাকা হয়। পুলিশ জানায়, এ দিন সালিশিসভা শুরু হওয়ার আগে দুই পক্ষের উত্তেজনা চরমে পৌঁছয়। |
পুড়ে গেল হল আরএসপি-র কার্যালয় |
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের করদহ এলাকায়। অভিযোগ, করদহ লোকাল কমিটির দফতরে দোতলা ভবনের একতলায় দুষ্কৃতীরা তালা ভেঙে ঢুকে আগুন লাগিয়ে দিয়েছে। শুক্রবার ভোরে দফতরের একতলা থেকে ধোঁয়া বার হতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে সেখানে আসেন নেতা কর্মীরা। তাঁদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দফতরের দুটি আলমারি, চেয়ার-টেবিল সহ যাবতীয় নথিপত্র, ফ্ল্যাগ ফেস্টুন পুড়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে আরএসপি মহলে ক্ষোভ দেখা দিয়েছে। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “আরএসপির তরফে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।” তথ্য অনুপরতন মোহান্ত ও ছবি তুলেছেন অমিত মোহান্ত। |