|
|
|
|
জ্যান্ত গাছ কাটায় অভিযুক্ত সেল গ্রোথ ডিভিশন |
|
নিজস্ব সংবাদদাতা, কুলটি: সবুজ গাছ কেটে নেওয়া হচ্ছে ইচ্ছে মতো। এমনই অভিযোগ কুলটি ইস্পাত শহরের বাসিন্দাদের। গাছ কাটায় সেল গ্রোথ ডিভিশনের কুলটি কারখানা কর্তৃপক্ষ জড়িত রয়েছেন বলেও তাঁদের দাবি। কুলটি থানায় এ ব্যাপারে অভিযোগও করেছেন তাঁরা। স্মারকলিপি দেওয়া হয়েছে বন দফতরেও। কোনও ফল না হওয়ায় মুখ্যমন্ত্রী, বনমন্ত্রী ও পরিবেশমন্ত্রীকেও তাঁরা চিঠি পাঠিয়েছেন বলে দাবি বাসিন্দাদের। কারখানা কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। সেল গ্রোথ ডিভিসনের কুলটি কারখানার জমিতে শিশু, সেগুন, মেহেগনি, অশ্বত্থ-সহ বেশ কিছু পুরনো মূল্যবান গাছ রয়েছে। |
|
কুকুরদের হানা, হরিণশিশু রক্ষা করলেন বাবা ও ছেলে |
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: কুকুরদের হামলা থেকে এক শিশু হরিণকে বাঁচালেন বাবা ও ছেলে। শুক্রবার আড়শার খুকড়ামুড়া গ্রামের ঘটনা। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণ শাবকটিকে উদ্ধার করেন। হরিণটির পায়ে, মাথায় ও পিঠে ক্ষত রয়েছে। পুরুলিয়ার ডিএফও অজয় কুমার দাস বলেন, “হরিণ শাবকটির সুরুলিয়া বন্যপ্রাণী পুর্নবাসন কেন্দ্রে চিকিৎসা চলছে।” বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে খুকড়ামুড়া গ্রামের সঞ্জয় সিংহ সর্দারের গ্রামের এক প্রান্তে কয়েকটি কুকুরের জটলা দেখে সন্দেহ হয়। |
|
|
টুকরো খবর |
|
|
|
|
|
|
|