বিশ্ব অর্থনীতির আঁধার
কাটাতে পারে এশিয়াই
|
অগ্নি রায়, ম্যানিলা: ইউরোপ-সহ উন্নত দুনিয়ার আর্থিক সঙ্কটের অন্ধকার কাটাতে আলো দেখাতে পারে এশিয়াই। হয়ে উঠতে পারে দিক্ হারানো বিশ্ব অর্থনীতির বাতিঘর। শুক্রবার এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের (এডিবি) বার্ষিক সভায় যোগ দিতে এসে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। একই সঙ্গে তাঁর আশ্বাস, টাকার দাম দ্রুত পড়তে থাকা কিংবা আর্থিক বৃদ্ধির হার থমকে যাওয়ার মতো সমস্যাগুলি মিটিয়ে অদূর ভবিষ্যতেই ছন্দে ফিরবে ভারতীয় অর্থনীতি। |