অপহরণ করার হুমকি ছাত্রকে
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
স্কুল থেকে ছাত্র অপহরণের হুমকি দিয়ে টেলিফোনে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জংশনের দুই নম্বর বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শিববাড়ি চেচাখাতা এলাকায়। পুলিশ জানিয়েছে, এলাকার রেলওয়ে হিন্দি স্টেট প্ল্যান প্রাথমিক স্কুলের এক প্রাক্তন ছাত্রের মোবাইল বুধবার রাতে একটি টেলিফোন আসে। টেলিফোনে ওই স্কুল থেকে ছাত্র অপহরণের হুমকি দেওয়া হয়। এর পরেই স্কুলের তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। আলিপুরদুয়ার থানার আইসি স্বপন ঘোষ বলেন, “অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত চলছে। স্কুল এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।” স্কুলের ওই প্রাক্তন ছাত্রের নাম রাজেশ শর্মা। ২২ বছর আগে স্কুল ছাড়লেও রাজেশের স্কুলে যাতায়াত রয়েছে। বেকার রাজেশ চাকরির জন্য চেষ্টা করছে। রাজেশ বলেন, “গত বুধবার রাত সাড়ে আটটা নাগাদ মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। অপর প্রান্তে এক মহিলা জানতে চায়, স্কুলে চাকরি করি কী না। তা না বলার পরেই হুমকি দেওয়া স্কুল থেকে ছাত্র অপরহণ করা হবে। তার পর থেকে ওই নম্বরটিতে বহুবার চেষ্টা করলেও ফোনটি বন্ধ করা ছিল।” |
গাফিলতির নালিশ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক শ্রেণির শিক্ষা কর্মী কর্তব্যে গাফিলতি করছেন বলে অভিযোগ তুলে শিলিগুড়ি শিক্ষা জেলার বিদ্যালয় পরিদর্শককে (মাধ্যমিক) স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি। সোমবার পরিদর্শক অফিসে স্মারকলিপিতে একাধিক দাবি জানান তাঁরা। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ১ তারিখে বেতন দেওয়ার কাজ শুরু হয়নি। |
মন্ত্রীর প্রতিশ্রুতি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজার সমিতির আরও উন্নয়নের আশ্বাস দিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। শুক্রবার তিনি ওই এলাকায় যান। বাম আমলে জমি বন্টন এবং ভবন নির্মাণে আর্থিক নয়ছয়ের অভিযোগ তুলে সরব হন তিনি। পাহাড়ের অর্কিড বিদেশী বাজারে পাঠানো, বহুমুখী হিমঘর নির্মাণের ক্ষেত্রেও আশ্বাস দেন মন্ত্রী। |
ব্লক সম্মেলন হল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের (ইউনিফায়েড) মাটিগাড়া ব্লক সম্মেলন হল শুক্রবার। উদ্বোধক, সংগঠনের দার্জিলিং জেলা সম্পাদক প্রশান্ত সরকার। সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় ও সদস্য প্রদীপ সাহাও ছিলেন। জয়সিংহ রায়কে সভাপতি করে ২১ জনের কমিটি হয়েছে। |
প্রশাসনিক বৈঠক
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ঝড়বৃষ্টিতে চোপড়ার চা বাগানের শ্রমিকদের যাতে সমস্যা না হয় তা নিয়ে বৈঠক হল। ছিলেন উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক সোনাম ভুটিয়া, ইসলামপুর মহকুমা শাসক পার্থ ঘোষ, চোপড়া ব্লকের বিডিও অতনু কুমার মন্ডল প্রমুখ। তাঁদের ১০০ দিনের কাজে এনে সমস্যা মেটানো নিয়ে আলোচনা করা হয়েছে। |