l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
•
নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাধনা বসুর ৯৮তম জন্মদিন উপলক্ষে
অতীতের তাঁরা
।
•
তাঁর অনুভবকে এ বার
তারাদের কথা
য়
শব্দ-বন্দি করলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়।
•
কবিগুরুর ১৫১তম জন্মবার্ষিকীর আগে
আনাচে-কানাচে
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি।
•
নববর্ষের অতীত ও বর্তমান মিলিয়ে মিশিয়ে পাঠকের কলমে
আমার শহর
।
আজকের শিরোনাম...
• ছত্তীসগঢ়ে মাওবাদীদের হাতে অপহৃত জেলাশাসক
• আমেরিকায় খুন ভারতীয় ছাত্র
• সমাজবিরোধীদের লড়াই আগরপাড়ায়, নিহত ১
বিস্তারিত...
দার্জিলিঙের চকবাজার আগুনে
পুড়ে ছাই, প্রচুর ক্ষতি
নমিতেশ ঘোষ ও রবিন রাই • দার্জিলিং
আগুনে ছাই হয়ে গেল দার্জিলিঙের চকবাজারের একাংশ। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ চকবাজারের তিনটি রাস্তায় পরপর ওই আগুন লাগে। ঘিঞ্জি এবং জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। একটি ছয় তলার হোটেলের চারদিকে আগুন লেগে যায়। আতঙ্কে হোটেলের কর্মী ও আবাসিকেরা বাইরে বেরিয়ে আসেন। পাহাড় ও সমতলের বিভিন্ন দমকল কেন্দ্র থেকে ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় দমকল কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে সেনা বাহিনীর জওয়ানদের নামতে হয়। স্থানীয় বাসিন্দারাও তাঁদের সঙ্গে হাত মেলান। শুক্রবার সকাল ৭টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দার্জিলিং পুরসভার হিসাব অনুযায়ী, ১৪০টি ছোটবড় দোকান এবং ২১টি বাড়ি পুরোপুরি ছাই হয়ে গিয়েছে।
বিস্তারিত...
বর্ধমানের জোড়া খুনে শেষ
পর্যন্ত যেতে চায় হাইকোর্টের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বর্ধমানের প্রাক্তন বিধায়ক প্রদীপ তা এবং জেলা সিপিএম নেতা কমল গায়েনের খুনের ঘটনায় সিআইডি তদন্তের কেস ডায়েরি দেখে কলকাতা হাইকোর্ট সন্তুষ্ট। দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার জন্য হাইকোর্ট শেষ পর্যন্ত যাবে বলে প্রধান বিচারপতি জয়নারায়ণ পটেল শুক্রবার মন্তব্য করেছেন। গত ২২ ফেব্রুয়ারি প্রদীপবাবু ও কমলবাবু খুন হন। হাইকোর্টের নির্দেশে সেই হত্যাকাণ্ডের তদন্ত করছে সিআইডি। এ দিন ওই ঘটনায় তদন্তের অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে জমা দেয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। এই মামলার পুলিশি কেস ডায়েরি আগেই দেখেছে প্রধান বিচারপতি পটেল ও বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। সিআইডি-র এ দিনের রিপোর্টে সন্তুষ্ট হলেও ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, তদন্তের অগ্রগতির দিকে আদালতের নজর থাকবে। জেলা পুলিশের তদন্তের কেস ডায়েরির থেকে সিআইডি তদন্তের কেস ডায়েরি ডিভিশন বেঞ্চকে খুশি করেছে।
বিস্তারিত...
ষাট পেরোনোরা হতাশ,
অন্যেরা বলছেন ‘সত্যের জয়’
নুরুল আবসার • শ্যামপুর
আদালতের রায় পক্ষে গেলেও এক দল ভাবছে, এ বার ক্ষতিপূরণের মামলা করবে। কেন না, বয়স ষাট পেরিয়ে যাওয়ায় আর তো সরকারি চাকরি হবে না। অন্য দল ভাবছে, হোক দেরি, দু’তিন বছরের জন্য হলেও সরকারি চাকরিটা করা উচিত। ১৯৮৬ সালে সরকারি প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য আবেদন করে, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েও চাকরি পাননি হাওড়া জেলার ৩১ জন। প্যানেলে দুর্নীতির অভিযোগ জানিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টে মামলা করেন। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট আবেদনকারীদের পক্ষে মত দিয়ে কলকাতা হাইকোর্টকেই মামলাটির নিষ্পত্তি করতে বলে। ১৯ বছর মামলা চলার পরে বৃহস্পতিবার হাইকোর্টও আবেদনকারীদের পক্ষেই রায় দেয়। তবে, ওই ৩১ জনের মধ্যে যে চার জনের বয়স অবসরের সময়সীমা পেরিয়ে গিয়েছে, তাঁদের চাকরি হবে না।
বিস্তারিত...
কোতুলপুরে সুচিত্রার স্বামী ব্লক সভাপতি
নিজস্ব সংবাদদাতা • কোতুলপুর
আত্মসমর্পণকারী মাওবাদী শীর্ষনেত্রী সুচিত্রা মাহাতোর স্বামী প্রবীর গড়াইকে বাঁকুড়ার কোতুলপুরের ব্লক সভাপতি করার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কোতুলপুরে প্রতিবাদ মিছিল করলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি নিমাই ঘোষ ও তাঁর অনুগামীরা। মিছিলে থাকা পোস্টারে লেখা ছিল, ‘স্বঘোষিত ব্লক সভাপতি মাওবাদী নেতা প্রবীর গড়াইকে আমরা মানছি না, মানব না।’ তাঁর বিরুদ্ধে ‘বন্দুক দেখিয়ে অবৈধ বালি খাদ চালানোর’ অভিযোগ তুলে লিফলেটও ছড়ায় বিরুদ্ধ গোষ্ঠী। তবে তৃণমূলের জেলা সভাপতি তথা ওন্দার বিধায়ক অরূপ খাঁ বলেন, “দলের উপর মহল প্রবীর গড়াইকে কোতুলপুরের ব্লক সভাপতি করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তন সকলের মেনে নেওয়া উচিত।” মাওবাদী-তৃণমূল সম্পর্ক নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক অমিয় পাত্র। তাঁর টিপ্পনী, “মাওবাদী আর তৃণমূলের কোনও ভেদ ছিল না। বহু খুনে অভিযুক্ত মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাতোর স্বামী প্রবীর গড়াইকে তৃণমূলের ব্লক সভাপতি করায় ফের তা প্রমাণিত হল।”
বিস্তারিত...
নাগরাকাটার সভা ঘিরে ফের বন্ধের হুমকি শুরু
নিজস্ব সংবাদদাতা • মালবাজার ও বাগডোগরা
‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ)-এ ‘অন্তর্ভুক্তি’র প্রশ্নে ফের বন্ধ এবং পাল্টা বন্ধের হুমকিতে তাতছে তরাই-ডুয়ার্স। ওই ‘অন্তর্ভুক্তি’র দাবিতে কাল, রবিবার ডুয়ার্সের নাগরাকাটায় জনসভা ডেকেছে গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্বাধীন ‘যৌথ মঞ্চ’। শুক্রবার পর্যন্ত তারা সে ব্যাপারে প্রশাসনের অনুমতি পায়নি। ‘মঞ্চ’-এর নেতা শুকরা মুন্ডা এ দিন বলেন, “প্রশাসন শনিবারের (আজ) মধ্যে অনুমতি না দিলে আমরা সোমবার থেকে ডুয়ার্সে অনির্দিষ্টকালের জন্য বন্ধ পালন করব।” প্রশাসন অনুমতি না দিলেও নাগরাকাটাতে সভা করার কথা ঘোষণা করেছেন তিনি। পক্ষান্তরে এই জনসভার বিরুদ্ধে রবিবার ডুয়ার্সে বন্ধ ডাকা ‘তরাই-ডুয়ার্স জয়েন্ট অ্যাকশন কমিটি’র অন্যতম প্রধান আহ্বায়ক তেজকুমার টোপ্পোর ‘হুমকি’, “জনসভা হলে বন্ধও তীব্রতর হবে। ওই সভা থেকে ডুয়ার্সকে জিটিএ-তে দেওয়ার কথা বলা হলে, গোটা ডুয়ার্সে অশান্তি ছড়াবে।” ঘটনা হল, এ দিনই নাগরাকাটায় ওই সভা-মঞ্চের কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন।
বিস্তারিত...
তাঁদের জন্য কেন ভাববে
না সরকার, প্রশ্ন সেই সুলেখার
সুমন ঘোষ • মেদিনীপুর
দু’হাতে বন্দুক চালানোয় পারদর্শী হয়ে উঠেছিলেন সেই কৈশোরেই। মাওবাদী নেতা মদন মাহাতো হাতে বন্দুক তুলে দিয়ে বলেছিলেন, “এটাই আত্মরক্ষার সঙ্গী।” বন্দুকের সঙ্গেই দেওয়া হয়েছিল ২৫ রাউন্ড তাজা কার্তুজ। গাছের গুঁড়ি লক্ষ করে চলত গুলি চালানোর ‘প্র্যাকটিস’। কিষেণজিও বলতেন, “লড়াই করেই বাঁচতে হবে। তৈরি হও।” মাওবাদী স্কোয়াডে খুব তাড়াতাড়িই গুলি চালানো রপ্ত করতে হয়েছিল সুলেখা মাহাতোকে। ২০০৬-এর ৭ ফেব্রুয়ারি সেই সুলেখাই ধরা পড়ে যান। পুলিশের ভয়ে টানা জঙ্গলে লুকিয়ে থাকার ফাঁকে বিমলা সর্দারকে সঙ্গী করে বেলপাহাড়ির উখুলডোবার পুকুরে স্নান করতে গিয়েছিলেন। পুলিশ যে জাল পেতে রেখেছে, প্রথমে বুঝতেই পারেননি। ধুতি-পাঞ্জাবিতে গ্রামের জামাই সেজে পুকুরধারে হাজির হয়েছিলেন দুই পুলিশকর্মী। অমন প্রত্যন্ত গ্রামে ওই বেশভূষায় সন্দেহ জেগেছিল। গলা জলে দাঁড়িয়ে বিমলাকে সুলেখা বলেওছিলেন, ‘চল্, পিছন দিক দিয়ে পালাই। একটু গেলেই তো জঙ্গল।’
বিস্তারিত...
বার্নপুরে ছাত্রের মৃত্যু, অভিযুক্ত
অধ্যক্ষকে ধরার দাবিতে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
ছাত্রের অপমৃত্যুতে স্কুলের অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে দিনভর পথ অবরোধ হল বার্নপুরে। শহরের ত্রিবেণী মোড়ে সামিয়ানা বেঁধে শুক্রবার সকাল থেকেই অবরোধ শুরু করেন মৃত ছাত্রের সহপাঠী, তাদের অভিভাবক-সহ এলাকার বাসিন্দারা। সংলগ্ন একটি স্কুল বন্ধ রাখার দাবিতে সেখানে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। বিকেল ৩টে নাগাদ পুলিশ অবরোধ তোলে। পুলিশ জানায়, অভিযুক্ত অধ্যক্ষের এখনও খোঁজ মেলেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় বার্নপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র নিখিল অগ্রবালের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে। স্কুলের অধ্যক্ষ সুশীল সিংহের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে নিখিল আত্মঘাতী হয়েছে বলে হিরাপুর থানায় অভিযোগ দায়ের করেন তার বাড়ির লোকজন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
ফব’র সদস্য নয় এমন
কাউকে দাঁড় না-করানোর
সিদ্ধান্ত কোচবিহারে
মজুরি বকেয়া তিন
কোটির, থমকে কাজ
দক্ষিণবঙ্গ
গরম পড়তেই জলের
হাহাকার ঢোলাহাটে
গোঘাটে ব্যবসায়ীর
বাড়িতে ডাকাতি
বর্ধমান
গোষ্ঠীদ্বন্দ্বেই
‘বনধ’ তৃণমূলের
পরিকাঠামোর অভাবে
ব্যবসা ‘বন্ধ’ কালনায়
পুরুলিয়া
বৈশাখের শুরুতেই গরমে
জ্বলছে রাঢ়বঙ্গ, সঙ্কট জলের
স্কুলের বিরুদ্ধে অভিযোগ
মুর্শিদাবাদ
বাসযাত্রীদের সন্দেহে
উদ্ধার তরুণী
মেদিনীপুর
কাঁথি-কাণ্ডের সিআইডি
তদন্ত চেয়ে হাইকোর্টে
জনস্বার্থ মামলা
ছানার মিষ্টি
উধাও ঝাড়গ্রামে
কলকাতা
৩৬.৬ /২৮.৫
আজকের দিনে
• ২০০৬:
রাজনীতিক
টি কে রামকৃষ্ণণের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.