আজকের শিরোনাম
ছত্তীসগঢ়ে মাওবাদীদের হাতে অপহৃত জেলাশাসক
ফের মাওবাদীদের হাতে অপহরণের ঘটনা ঘটল। এ বার মাওবাদীরা অপহরণ করল ছত্তীশগঢ়ের সুকমার জেলাশাসক অ্যালেক্স পল মেননকে। গুলিতে গুরুতর জখম হন তাঁর দেহরক্ষী।

সাঁকরাইলে সিপিএম কর্মীদের মারধর, অভিযুক্ত তৃণমূল
সাঁকরাইলের কালদুই গ্রামে সিপিএম কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন গৌরহরি দন্ডপাট ও মল্লিকা নায়েক নামে দুই কর্মী। তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আরও অভিযোগ, বিমল মহাপাত্র-সহ বেশ কয়েকজনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। বোমাও ছোঁড়া হয় বাড়িতে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জও করে বলে স্থানীয় সূত্রের খবর।

অরবিন্দ ক্রসিংয়ে ট্যাঙ্কার-অটো সংঘর্ষ, মৃত ২
আজ সকালে কলকাতার অরবিন্দ সরণির ক্রসিংয়ে ট্যাঙ্কার ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। উল্টোডাঙার দিকে যাচ্ছিল অটোটি। সেই সময় ট্যাঙ্কারটি এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোচালক ও এক যাত্রীর। আহত আরও তিন যাত্রী। তাদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে ট্যাঙ্কারের চালক ও খালাসিকে গ্রেফতার করে। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। তবে পরিস্থি এখন স্বাভাভিক।

প্রশাসনিক স্তরে গতি আনতে মুখ্যমন্ত্রী-আমলা বৈঠক
আজ কলকাতার টাউন হলে ডব্লিউবিসিএস অফিসারদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক স্তরে গতি আনতে ও আরও প্রশাসনিক ব্যবস্থা আরও সক্রিয় করতে মূলত এই বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন-
• প্রশাসনের বিভিন্ন স্তরে সমন্বয় গড়ে তুলতে হবে।
• তার জন্য সমস্ত অফিসারদের একযোগে কাজ করতে হবে।
• ভাল কাজ করলে স্বীকৃতি দেওয়া হবে।
• কাজের নিরিখে বিডিওদের রত্ন পুরস্কার দেওয়া হবে।
• বিডিওদের ভাতা ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হবে।
• থানার আইসি-দের সঙ্গে যোগাযোগ ভাল রাখতে হবে।
• প্রশাসন জনমুখী ও উন্নয়নমুখী হচ্ছে।
• রাজ্য সরকারের কাগজ ও টিভি চ্যানেল চালু করে সরকারের কাজের প্রচার করা হবে।

পুরুলিয়ায় ট্রেন থেকে উদ্ধার বিস্ফোরক, ধৃত ১
পুরুলিয়ার আদ্রা স্টেশনে সমরসত্তা এক্সপ্রেস থেকে ব্যাগভর্তি বিস্ফোরক উদ্ধার করল আরপিএফ। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ৩০টি জিলেটিন স্টিক ও আরও ৩০টি ডিটোনেটর। সেই সঙ্গে আটক করা হয়েছে ব্যাগের মালিক সামসুর রহমান। তিনি বাঁকুা থেকে ট্রেনে উঠেছিলেন, যাচ্ছিলেন ছত্তীসগঢের রায়পুরে। আরও তথ্য জানার জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কোনও বড় ধরণের বিস্ফোরণের ষড়যন্ত্র ছিল কিনা বা মাওবাদীদের সঙ্গে তার যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে আরপিএফ।

আমেরিকায় খুন ভারতীয় ছাত্র
আমেরিকায় খুন হলেন এক ভারতীয় ছাত্র। নিহতের নাম কে শেষাদ্রি রাও। তাঁর বাড়ি ওড়িশায়। তিনি বস্টন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ম্যানেজমেন্টের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস থেকে কিছুটা দূরে ব্যস্ত রাস্তায় খুব কাছ থেকে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। পা ও মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এদিকে, ছাত্রের বাবা এই খুনের জন্য শেষাদ্রির সহপাঠীদেরই দায়ী করেছেন। বস্টন পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তবে তারা এই ঘটনার পিছনে জাতিবিদ্বেষের কারণকে নস্যাত্ করেছে। মার্কিন কনস্যুলেটও খুনের বিষয়টি স্বীকার করে নিয়েছে।

সমাজবিরোধীদের লড়াই আগরপাড়ায়, নিহত ১
গতকাল সন্ধেবেলায় দু’দল সমাজবিরোধীদের গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে আগরপাড়ার নয়াবস্তি এলাকা। এই ঘটনায় নিহত হয় গুড্ডু নামে এক যুবক। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তা দিয়ে ছুটতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, বহু সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল গুড্ডু। এই ঘটনায় প্রায় ১৮ রাউন্ড গুলি চলে। ব্যস্ত রাস্তায় এই লড়াইয়ের মাঝে পড়ে আহত হয় এক শিশু-সহ দু’জন। পরিস্থি সামাল দিতে ব্যারাকপুর থানার পুলিশ আসে। এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করেই এই গন্ডগোল বলে প্রাথমিক অনুমান পুলিশের। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন এই অঞ্চলে সমাজবিরোধী কার্যকলাপ বেড়েই চলেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেত পারেনি পুলিশ।

হাওড়ায় বধূর অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য
হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। আজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকেরা। শ্বশুরবাড়ির বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ আনেন তারা। এই অভিযোগের ভিত্তিতে স্বামী-সহ ২ জনকে গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

হাওড়ার দুই নিখোঁজ ছাত্রী উদ্ধার
গতকাল পড়তে বেরিয়ে হাওড়ার ক্যারি রোড থেকে নিখোঁজ হয়ে যায় ২ স্কুল ছাত্রী। তাদের দু’জনেরই বয়স ১১। অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় বাড়ির লোকেরা থানায় ডায়েরি করে। স্থানীয় বাসিন্দারা জনান, ভোম্বল বেরা নামে এলাকার এক যুবকের সঙ্গে এদের শেষবার দেখা যায়। পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে গতকালই ভোম্বলকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে চাঁদমারি রোডের এক যুবকের বাড়িতে ছাত্রীরা রয়েছে। আজ সেখান থেকে তাদের উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে আটক করেছে ওই বাড়ির যুবককেও। ঠিক কি কারণে মেয়ে দু’টিকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিল তা জানতে পুলিশ এদের আরও জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।

বীরভূমে ২ সন্তানকে খুন করল বাবা
বীরভূমের মুরারইয়ে দুই সন্তানকে খুন করে পালাল বাবা। অভিযুক্তের নাম হাসান শেখ। হাসানের স্ত্রী আমেদা বিবি জানিয়েছেন, দীর্ঘদিন আর্থিক অনটন ও সাম্প্রতিক পারিবারিক অশান্তির জেরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তার স্বামী। ভোর থেকে নিখোঁজ ছিল হাসান-সহ তাঁর দুই সন্তান। আজ সকালে বিশর গ্রামে একটি পুকুরে দু’টি দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। হাসান শেখের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের অনুমান, সন্তানদের গলা টিপে খুন করেছে হাসান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.