l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• সিয়াচেনে তুষার ধসে চাপা পড়ল ১৩৫ পাক সেনা
• রাজ্যে ঝড়-বৃষ্টিতে মৃত ৯
•
দিল্লিতে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু ২ শিশুর, উত্তেজনা
বিস্তারিত...
শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি তৃণমূলের দুই গোষ্ঠীর
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
কোচবিহারে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কোথায় হবে, তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর ‘দ্বন্দ্ব’ প্রকাশ্যে এল। শুক্রবার সকালে কোচবিহারে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দেখতে যান শিক্ষামন্ত্রী। তৃণমূল সূত্রের খবর, দলের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ চান, তাঁর বিধানসভা এলাকা নাটাবাড়ির অন্তর্গত হরিণচওড়ায় বিশ্ববিদ্যালয় হোক। আবার জেলারই বিধায়ক তথা বনমন্ত্রী হিতেন বর্মন চাইছেন, তাঁর বিধানসভা শীতলখুচির কোথাও বিশ্ববিদ্যালয় করা হোক। দুই নেতার অনুগামীরা এ দিন নিজেদের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপিও দেন। বিশ্ববিদ্যালয় কোথায় হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেবেন জানিয়ে পরিস্থিতি সামাল দেন ব্রাত্যবাবু। পরে তিনি বলেন, “আমি হরিণচওড়া ও খলিসামারি, দুই এলাকাই সরেজমিন দেখেছি। যেখানে বিশ্ববিদ্যালয় হবে, সেখানকার যোগাযোগ ব্যবস্থা, ছাত্রছাত্রীদের সুবিধার দিক ও অন্য পরিকাঠামো খতিয়ে দেখা হবে। যাবতীয় তথ্য মুখ্যমন্ত্রীকে জানানো হবে। তাঁর পরামর্শমতো জায়গায় বিশ্ববিদ্যালয় তৈরির কাজ শুরু হবে।”
বিস্তারিত...
বন্ধ নিয়ে দু’পক্ষের সঙ্গেই
পৃথক আলোচনায় বসছে রাজ্য
কিশোর সাহা • শিলিগুড়ি
বন্ধ-পাল্টা বন্ধের হুমকিতে ক্রমশ তেতে ওঠা তরাই-ডুয়ার্সের পরিস্থিতি স্বাভাবিক করতে ফের গোর্খা জনমুক্তি মোর্চা ও মোর্চা-বিরোধীদের নিয়ে পৃথক ভাবে আলোচনায় বসছে রাজ্য সরকার। সরকারি সূত্রের খবর, কাল, রবিবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে ‘আদিবাসী বিকাশ পরিষদ’ নেতৃত্বাধীন ‘তরাই-ডুয়ার্স জয়েন্ট অ্যাকশন কমিটি’র প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার কথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৈঠকে থাকার কথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবেরও। ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ)-এ তরাই-ডুয়ার্সের কিছু এলাকা অন্তর্ভুক্তির দাবির বিরোধিতায় ১০ এবং ১১ এপ্রিল তরাই-ডুয়ার্সে বন্ধ ডেকেছে কমিটি। পাশাপাশি, গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বাধীন ‘যৌথ মঞ্চ’ ১৮ ও ১৯ এপ্রিল তরাই-ডুয়ার্সে যে পাল্টা বন্ধের ডাক দিয়েছে, তা-ও প্রত্যাহার করানোর জন্য রাজ্য সরকারের তরফে মঞ্চ নেতৃত্বকে অনুরোধ করা হবে।
বিস্তারিত...
‘চোরাই লোহা’ বিক্রি, ধৃত সিপিএম নেতার স্ত্রী
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ
চোরাই লোহা বিক্রিতে যুক্ত থাকার অভিযোগে রানিগঞ্জের প্রাক্তন সিপিএম বিধায়ক হারাধন ঝা-র স্ত্রী এবং এক ফেরিওয়ালাকে ধরল পুলিশ। সিপিএমের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই নেতার স্ত্রীকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তবে পুলিশ, ইসিএল এবং তৃণমূল তা উড়িয়ে দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ রানিসায়র দাগা এলাকায় নিজের বাড়িতেই এক ফেরিওয়ালার কাছে লোহা বিক্রি করছিলেন হারাধনবাবুর স্ত্রী লক্ষ্মী ঝা। এলাকার লোকেদের কাছে খবর পেয়ে পিওর সিহারশোল কোলিয়ারির এক নিরাপত্তারক্ষী গিয়ে তা আটকান। বাড়ি ঘিরে লক্ষ্মীদেবীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল। পরে ইসিএল সূত্রে খবর পেয়ে পুলিশ গিয়ে লোহা বাজেয়াপ্ত করে। ফেরিওয়ালা শেখ বাবলুকে থানায় নিয়ে যাওয়া হয়। খানিক বাদে পিওর সিহারশোল কর্তৃপক্ষ রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগে জানান, তাঁদের খনি থেকে চুরি যাওয়া লোহা অবৈধ ভাবে বিক্রি করা হচ্ছিল। ইসিএলের কারিগরী সচিব নীলাদ্রি রায় বলেন, “কোলিয়ারির ম্যানেজার নির্দিষ্ট তথ্যপ্রমাণ নিয়েই অভিযোগ দায়ের করেছেন।” দুপুর ৩টে নাগাদ পুলিশ লক্ষ্মীদেবীকে গ্রেফতার করে।
বিস্তারিত...
পরীক্ষার খাতা আগলে রাতভর প্ল্যাটফর্মে যুবক
নির্মল বসু • বসিরহাট
নিজের পড়াশোনা বেশি দূর এগোয়নি। কিন্তু, বৃহস্পতিবার রাতে শিয়ালদহ স্টেশনে ডাউন কৃষ্ণনগর লোকালের বাঙ্কে পরীক্ষার খাতার বান্ডিল পেয়ে আবদুল মান্নান মণ্ডল বুঝেছিলেন, একটা গোলমাল হয়েছে। এ ভাবে খাতা পড়ে থাকার কথা নয় ট্রেনের কামরায়। কর্তব্য স্থির করতে বিন্দুমাত্র করেননি বছর তিরিশের ওই যুবক। খাতাগুলি ছিল বসিরহাট কলেজে বিএসসি প্রথম বর্ষের অঙ্ক পরীক্ষার। রাতেই শিয়ালদহ থেকে আবদুল রওনা দেন বসিরহাটের দিকে। রাত পৌনে ১২টা নাগাদ বারাসত স্টেশনে পৌঁছে জানতে পারেন, বসিরহাটের শেষ ট্রেন চলে গিয়েছে। সারা রাত খাতা আগলে প্ল্যাটফর্মেই বসেছিলেন আবদুল। ভোর হতেই ট্রেন ধরে বসিরহাট থানায় গিয়ে খাতাগুলি জমা দেন। পেশায় চাষি আবদুলের এই কাজে ‘অভিভূত’ বসিরহাট কলেজের অধ্যক্ষ রামলাল রায়। পুলিশ ও কলেজ সূত্রের খবর, ওই কলেজের অতিথি-শিক্ষক সুজয় নন্দীর বাড়ি বারাসত। বুধবার তিনি দু’বান্ডিল খাতা নিয়ে বাড়ি ফিরছিলেন কলেজ থেকে। বিকেল সাড়ে ৩টে নাগাদ অধ্যক্ষকে ফোনে জানান, ট্রেন থেকে তাঁর ব্যাগ চুরি হয়েছে। অধ্যক্ষের পরামর্শে বারাসত জিআরপি-তে অভিযোগ করেন তিনি। তার পর থেকে দুশ্চিন্তায় ছিলেন ওই শিক্ষক ও অধ্যক্ষ দু’জনেই।
বিস্তারিত...
শিলাবৃষ্টিতে মৃত ১, জখম শিশু-সহ ৭০
নিজস্ব প্রতিবেদন
শিলাবৃষ্টিতে মারা গেলেন এক জন। জখম ৩টি শিশু-সহ অন্তত ৭০। বাড়ি ভেঙেছে, উপড়েছে গাছ। ঝড় ও শিলাবৃষ্টির দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর দিনাজপুরের চোপড়া। শুক্রবার বিকেল পৌনে ৩টে থেকে ঘণ্টাখানেক চলে ঝড়ের তাণ্ডব। সঙ্গে শিলাবৃষ্টির তাণ্ডব। চোপড়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক কার্তিক দাস জানান, মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময়ে শিলাবৃষ্টিতে গুরুতর জখম হন স্থানীয় বক্সিবাড়ি গ্রামের বাসিন্দা রসমত আলি (৪০)। ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। আহত ৩ শিশুকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিরা চোপড়া, একাধিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। ঝড়ে প্রায় ২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল সিংহ বলেন, “ঘণ্টাখানেকের শিলাবৃষ্টিতে অনেকটা শিলা জমে যায়। ঝড়বৃষ্টি শুরু হওয়ায় বাড়িতে ফেরার পথে শিলার আঘাতেই বেশির ভাগ লোকজন জখম হয়েছেন। সব মিলিয়ে প্রায় ১২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।” বক্সিবাড়ির বাসিন্দা মোক্তার আলি বলেন, “ঝড়ের দাপটে গাছের ডাল, বাড়ির টিনের চাল উড়ে যাচ্ছিল। অনেকে আতঙ্কিত হয়ে পড়েন।”
বিস্তারিত...
ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার তিন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
এক স্কুলপড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল নিজের বাড়ি থেকে। শুক্রবার সকালে, ব্যারাকপুর তালপুকুরের ভট্টাচার্যপাড়ায়। মৃতার নাম সায়নী ভট্টাচার্য (১৪)। সে ব্যারাকপুর গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। এই ঘটনায় সায়নীর বাবা তপন সিংহরায় পাশের বাড়ির দশম শ্রেণির ছাত্র ঋতমের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে এ দিন সন্ধ্যায় ঋতম, তার বাবা রাজীব চক্রবর্তী ও মা সুমিতাদেবীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, এ দিনের ঘটনার আগে ঋতম বাড়ির ছাদে উঠে ব্লেড দিয়ে নিজের হাত কাটে। তদন্তে পুলিশ জানায়, সায়নী ও ঋতমের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ নিয়ে দুই বাড়িতেই আপত্তি ছিল। স্থানীয় সূত্রে খবর, এ দিন ঋতমদের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল। তখনই ঋতম ওই কাণ্ড ঘটায়। ঘটনাটি সুমিতাদেবীর নজরে পড়ায় তিনি ছেলেকে বকেন। অভিযোগ, ঋতম মায়ের সঙ্গে তর্ক করায় তার বাবাও তাকে বকেন। পুলিশের অনুমান, এ কথা শুনে সায়নী আত্মহত্যা করে।
বিস্তারিত...
সহযাত্রী জওয়ানদের হুমকি,
ট্রেন থেকে ঝাঁপানোয় পা বাদ
নিজস্ব সংবাদদাতা • কালনা ও বর্ধমান
ছুটি কাটিয়ে বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন তিনি। ট্রেনে সহযাত্রী কয়েক জন জওয়ানের সঙ্গে বচসা বাধে। ওই জওয়ানেরা ধারালো অস্ত্র বের করে হুমকি দিতে শুরু করলে ভয় পেয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। অস্ত্রোপচার করে বাঁ পায়ের পাতা বাদ যাওয়ার পরে এমনই অভিযোগ করলেন অসম রাইফেলসের জওয়ান আনন্দ সিংহ। অসম রাইফেলের ৩৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান, বছর বত্রিশের আনন্দের বাড়ি উত্তরাখণ্ডের খাতিমা থানার বানবুসি গ্রামে। শুক্রবার কালনা মহকুমা হাসপাতালে শুয়ে তিনি জানালেন, দু’মাসের ছুটিতে বাড়ি গিয়েছিলেন তিনি। ছুটি শেষ হওয়ায় অসমের ডিমাপুরে কর্মস্থলে ফিরছিলেন তিনি। বৃহস্পতিবার হাওড়া স্টেশন থেকে কামরূপ এক্সপ্রেসে জওয়ানদের জন্য সংরক্ষিত কামরায় চড়েন। ওই কামরায় ছিলেন সাদা পোশাকের অন্য কিছু জওয়ান। তবে তাঁরা কোন বাহিনীর, তা আনন্দ জানাতে পারেননি। তাঁর অভিযোগ, হাওড়া থেকেই ওই কামরায় ওঠেন তিন-চার জন সাধারণ যাত্রী। কেন তাঁরা ওই কামরায় উঠেছেন, এ নিয়ে ট্রেন ছাড়ার ঘণ্টাখানেক পরে ওই জওয়ানদের সঙ্গে যাত্রীদের গণ্ডগোল বাধে। জওয়ানেরা ওই যাত্রীদের মারধর করে। খানিকক্ষণ একটি শৌচাগারে আটকেও রাখে।
বিস্তারিত...
ধৃত তৃণমূল কর্মী, ঘেরাও-অবরোধ কেশপুরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
‘সশস্ত্র বাহিনী’ নিয়ে গ্রামে ‘হামলা’ চালানোর অভিযোগে এক ‘তৃণমূল’ কর্মীকে পুলিশ গ্রেফতার করতেই ফের উত্তপ্ত হয়ে উঠল কেশপুর। দলীয় পতাকা হাতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কর্মী-সমর্থকেরা। হল পথ অবরোধ। অবরোধ তুলতে লাঠি চালাতে হল পুলিশকে। তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, ধৃত ব্যক্তি দলীয় কর্মী নন। যাঁরা তৃণমূলের পতাকা হাতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন, তাঁরাও দলের কর্মী-সমর্থক নন! বুধবার তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে অশান্ত হয়ে উঠেছিল কেশপুরের মুকুন্দপুর, খেজুরবনি ও আশপাশের এলাকা। বোমাবাজি হয়। চলে গুলি। এক মহিলার পায়েও গুলি লাগে। ওই দিনের গোলমালে জড়িত অভিযোগেই শুক্রবার ভোরে শেখ আজিজুল নামে এক জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রের দাবি, এলাকায় আজিজুল তৃণমূল কর্মী বলেই পরিচিত। দুপুরে ধৃতকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ১০ এপ্রিল পর্যন্ত জেল-হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কর্মী বদলি নিয়ে বিবাদ
দুই নিগমকর্তার
পাহাড় নিয়ে সিপিএমকে
দোষারোপ আরএসপি’র
দক্ষিণবঙ্গ
পঞ্চায়েত ভোটে ‘হিংসা’র
আশঙ্কা ক্ষিতি গোস্বামীর
চওড়া রাস্তা
বাড়িয়েছে সমস্যা
বর্ধমান
পথ যেন না শেষ হয়,
প্রার্থনা গ্রামের
বেআইনি পার্কিং জোন
তৈরি করে টাকা ‘আদায়’
পুরুলিয়া
বেহাল জলাধার
মেরামতির দাবি
টেলি-পরিষেবা
ব্যাহত জয়দেবে
মুর্শিদাবাদ
সপ্তাহ জুড়ে বন্ধ
বাস, ভরসা লছিমনই
পুরপ্রধান কে হবেন,
জল্পনায় ডুবে লালবাগ
মেদিনীপুর
অধিগৃহীত জমির হাতবদল,
শিকেয় সাবস্টেশন
বাজারে আলু মহার্ঘ,
চাষির লাভ সামান্যই
কলকাতা
২৯.৫/২২.৬
আজকের দিনে
বিশ্ব স্বাস্থ্য দিবস।
•
১৯৫৪
: চিনা অভিনেতা
জ্যাকি চ্যানের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.