পঞ্চায়েত ভোটে ‘হিংসা’র আশঙ্কা ক্ষিতি গোস্বামীর
সন্ন পঞ্চায়েত ভোট ‘রক্তে ভেসে যাবে’ বলে আশঙ্কা প্রকাশ করলেন প্রাক্তন পূর্তমন্ত্রী তথা আরএসপি-র রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী।
আরএসপি-র ১৬ তম দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলন উপলক্ষে শুক্রবার দলের তরফে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছিল গোসাবার কাছারি ময়দানে। ক্ষিতি গোস্বামী ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক সুভাষ নস্কর, প্রাক্তন বিধায়ক চিত্তরঞ্জন মণ্ডল, আরএসপি নেতা লোকমান মোল্লা প্রমুখ।
ক্ষিতিবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “উনি আকাশে বিচরণ করছেন। প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্প ঘোষণা করছেন। অথচ, বাজেটে যে জন্য বরাদ্দই নেই।” ক্ষিতিবাবুর কথায়, “ সরকার চালাতে গেলে আকাশ-কুসুম কল্পনা বাস্তবায়িত করা যায় না।” সুন্দরবনের এই এলাকার অনুন্নয়নের কথা উল্লেখ করে প্রাক্তন মন্ত্রীর প্রশ্ন, “বছর ঘুরে গেল, অথচ এখানে কী উন্নতি হয়েছে, তা মানুষই বলতে পারবেন।”
ছবি: সামসুল হুদা।
রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ চলছে বলেও কটাক্ষ করেন ক্ষিতিবাবু। সেই সঙ্গে তাঁর সংযোজন, “আমি আতঙ্কিত। পঞ্চায়েত ভোট রক্তে ভেসে যাবে কিনা, জানি না।” এ দিন বক্তব্যে বার বার ‘আত্মসমালোচনাও’ উঠে এসেছে আরএসপি নেতার কথায়। আর এক প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্করও এ দিন রাজ্যে নতুন সরকারের কড়া সমালোচনা করেছেন। তাঁর কথায়, “বামফ্রন্টের ৩৪ বছরের ক্ষমতার পরে রাজ্যে নতুন প্রত্যাশা জন্মেছিল। তাই তৃণমূল জয়ী হয়েছে।” কিন্তু একই সঙ্গে নতুন সরকার যে মানুষের ‘প্রত্যাশা’ পূরণে ব্যর্থ, তা মনে করিয়ে দেন সুভাষবাবু। বলেন, “বিধানসভায় দাঁড়িয়ে উনি (মমতা) বলেছিলেন, দলতন্ত্র নয়, গণতন্ত্রের কাজ করতে চাই। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। বিধানসভায় বিরোধীদের প্রশ্নের উত্তরও দেন না উনি (মুখ্যমন্ত্রী)।” সংবাদমাধ্যমের একাংশের প্রতি মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে এনে সুভাষবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন। সুন্দরবনকে আলাদা জেলা হিসেবে গড়ে তোলার দাবি ওঠে এ দিনের সমাবেশ থেকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.